আসসালামু আলাইকুম। 

শা করি ভালো আছেন।

আজকের এই পোষ্টি

আপনাদের অনেক 

কাজে এবং উপকারে

আসবে।

 

জকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনি আপনার ফোনের স্কিন লক করবেন অসাধারণ কিছু লক অ্যাপ দিয়ে। তো আম এখানে প্যাটার্ন লক এবং পাসওয়ার্ড লক দিয়েছি।
প্যাটার্ন লকটি দ্বারা আপনি যেকোনো প্যাটার্ন  লক দিতে পারবেন।আপনার ইচ্ছামতো।এই লকটিতে আরেকটি সুবিধা হচ্ছে এখানে কেউ আপনার লক খুলতে চাইলে সেটা যদি ভূল প্যাটার্ন আকেঁ তাহলে এই আপ্পটি তার ছবি তুলে আপনার গেলারি বা নোটিফিকেশন বারে রাখে।
পাসওয়ার্ড লক দ্বারা আপনি অনেক এলোমেলো ভাবে লকটি দিতে পারবেন যা আপনি ছাড়া অন্য কেউ এই লক খুলতে পারবে না।......

 

১ম প্যাটার্ন লক।
app link::;Gesture Lock.Gesture lock ডাউনলোড করুন।


আপ্পটি ওপেন করুন এবং এখানে ক্লিক করুন।

এখানে আপনি কি লকে দিতে চান সেটা লিখুন।

ঠিক এরকম করে।।। আমার সুবিধার্থে আমি S নিচ্ছি আপনি আপনার পচন্দের মতো করে পাসওয়ার্ড নিতে পারেন। যেকোনো কিছুর উপর হতে পারে।

আবার লিখুন।

এবার এখানে ক্লিক করুন।

এখানে রিকোভার পাসওয়ার্ড দিন। ভুলে গেলে লাগবে।

এখাবে পারমিশন টি দিয়ে দিন।

এখানে টিক মার্ক দিয়ে দিন।

শেষে এরকম আসবে আপনি চাইলে সিটিংসটি করে নিতে পারবেন।
এবারে স্কিন অফ করুন।

এখানে আপনি যে লক টি দিছেন সেটা লিখুন। স্কিন লক অন হয়ে যাবে।

২য় পাসওয়ার্ড লক।
app link:::; Pin Genie Screen Locker. ডাউনলোড শেষে


আপ্পটি ওপেন করুন।এবং এখান কার পারমিশন গুলো দিয়ে দিন।২টি পারমিশন থাকবে।

এখানে ক্লিক করুন।

এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করুন।

এখানে কিছু প্রশ্ন আপনি নিজেই বানাবেন বা নিজের ইচ্ছা মতো উত্তর দিন।এটা হবে আপনার রিকোভার প্রশ্ন-উত্তর। এবং শেষে উপরে যে টিক মার্ক টি আছে সেখানে ক্লিক করুন।

এখানে একটি পাসওয়ার্ড লিখুন।

এখানে ক্লিক করুন।

এখানে আপনি একটু আগে যে পাসওয়ার্ড টি দিছেন সেটা লিখুন। মনে করুন আপনি 1234 পাসওয়ার্ড দিছেন। তো এখানে যে জায়গায় ১আছে সেখানে ক্লিক করুন এবং যেখানে ২ সেখানে ক্লিক করুন।যেখানে ৩ আছে সেখানে একবার ক্লিক করুন একই ভাবে ৪টিও দিন।

রিকোভারি ইমেইল দিন।

এখানে ক্লিক করুন এবং স্কিন অফ করুন।

এবারে স্কিন অন করে যে পাসওয়ার্ড দিছেন সেটা লিখুন।হয়ে যাবে

পোষ্টটি বড় হওয়ার কারনে দু:খিত।
ফেসবুকে আমি Md Samiul Islam.

 

 

 

কিছু কথা

প্রয়োজনের

পাশে

ফ্রি ফেসবুকে আমি।

একটি লাইক দিবেন

এবং

একটি ভালো কমেন্ট

করবেন

 

Thank You.(ধন্যবাদ)
 

6 thoughts on "অসাধারণ ২টি লক অ্যাপ রিভিউ।আপনার ইচ্ছামতো লক করতে পারবেন সাথে থাকছে লক ভুল করলে ছবি তুলার টিপস।"

  1. Saimum Raihan Author says:
    Gd post,

    but, aga thekei jani

  2. Author says:
    Edit তে গিয়ে Trust অপশনে ক্লিক করলেই তো পোস্ট ডিলিট/হাইড হয়ে যাবে। অযথা Delete This Post Admin এসব টাইটেল ব্যবহার করে পোস্ট করার কি দরকার? ?
    1. Author says:
      দু:খিত! আমি এই কমেন্ট অন্য পোস্টে করতে গিয়েছিলাম কিন্তু রিডাইরেক্ট হয়ে এই পোস্ট ক্লিক হয়ে গেছে। Extremely Sorry For The Comment.

Leave a Reply