আসসালামু আলাইকুম।
.
শা করি ভালো আছেন।

দ্রুত ইংরেজি শেখার দুর্দান্ত কৌশল
আপনি ইংরেজিতে দুর্বল? অন্যদেরকে অনর্গল ইংরেজিতে কথা বলতে দেখলে অথবা ইংরেজিতে অনেক ভালো লিখতে দেখলে আপনার মধ্যে হীনম্যনতা ভর করে? নিজেকে ছোট মনে হয়?
এই লেখাটি তাহলে আপনার জন্য। শেখার কোন বয়স নেই। আপনি ইংরেজি এতদিন ভালোভাবে শেখার সুযোগ পান নি,এবার তো পেয়েছেন। তাহলে শুরু হয়ে যাক আজ থেকেই?
অনুসরণ করুন নীচের টিপসগুলোঃ

এটি আপনাদের অনেক উপকারে আসবে।
।।
    


১) গভীর নিঃশ্বাস নিন, তারপর শুরু করুন বলাঃ আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এতকিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না? চিন্তার কোন কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে ২ মিনিট, কালকে ৫ মিনিট। তারপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না, কীভাবে আপনি ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলতে শিখে গেছেন।


২) ইংরেজি না জানার জন্য নিজেকে অহেতুক দোষারোপ করবে নাঃ আপনার ইংরেজি জ্ঞানের স্বল্পতা থাকতেই পারে। কিন্তু সেজন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না! আপনি তো শিখতেই চাচ্ছেন এখন। কখনো না শেখার চেয়ে দেরিতে শেখাই কি ভালো না?
Please don’t say ‘I DON’T speak English’. Instead you could say:
“I am learning English. Could you speak a little slower?”
• “I’m sorry, I didn’t understand.”
• “Could you repeat that?”
• “So, you’re saying that…. [rephrase what you heard]”.
• “What does _________ mean?”


৩) নিজের কানকে প্রশিক্ষিত করুনঃ ভালো ইংরেজি জানতে হলে Listening Skill বাড়ান। যত বেশি আপনি নিজ কানে শুনে বুঝবেন, ততই আপনার শেখাটা ত্বরান্বিত হবে। বেশি বেশি ইংরেজি মুভি দেখুন, গান শুনুন, ডকুমেন্টারি প্রোগ্রাম দেখুন। ধীরে ধীরে আপনার Listening Skill অনেক Developed হয়ে উঠবে।


৪) ভুল করার ভয় করবেন নাঃ মানুষ হয়ে যখন জন্মেছেন, ভুল আপনার হবেই। কিন্তু সেই ভুলের ভয় করে হাত পা গুঁটিয়ে বসেও থাকা যাবে না। ইংরেজিতে কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে আপনি যত বেশি ভুল করবেন, তত দ্রুতই শিখতে পারবেন। ধীরে ধীরে ভুলের মাত্রা আপনা আপনিই কমে আসবে। আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন।


৫) চেষ্টা করে যান, ছেড়ে দিবেন নাঃ আপনার হয়তো ইংরেজিতে দক্ষ হতে অন্যদের চেয়ে একটু বেশিই সময় লাগছে। হতাশ হবেন না। ভেঙে পড়বেন না। সবার শেখার পদ্ধতি এবং সময়সীমা এক নয়। লেগে থাকলে আপনি পারবেনই। এটাই নিয়ম।


৬) ছোট্ট একটি খাতায় Phrase গুলো লিখে রাখুনঃ ভালো ইংরেজি জানতে গেলে অনেক Phrase জানা জরুরি। কাজেই Phrase শেখার উপর গুরুত্ব দিন। Phrase চোখে পড়বে, সাথে সাথে একটা ছোট্ট খাতায় টুকে রাখুন। খাতাটা সবসময় নিজের কাছেই রাখুন। অবসর সময়ে উল্টিয়ে দেখুন। কাজে লাগবে।


৭) নেতিবাচক কথা/চিন্তা থেকে বিরত থাকুনঃ মনের ভুলেও কখনো নেতিবাচক চিন্তা করবেন না।


৮) লক্ষ্য নির্ধারণ করুনঃ আপনি কতদিনের মধ্যে নিজেকে কোন জায়গায় দেখতে চান, কতটুকু ভালো ইংরেজি জানতে চান তা নিজে নিজেই নির্ধারণ করুন। নিজের সামনে একটা লক্ষ্য নির্ধারণ করুন। আপনার শেখায় গতি আসবে।


৯) নতুন কিছু করুনঃ বৃত্তের বাইরে গিয়ে ভাবতে শিখুন। সবাই যেভাবে শেখে, সেভাবে না শিখে একটু অন্যভাবে শেখার চেষ্টা করুন।
• listening to English podcast.
.Take an online English class.
• Listen to music in English.
• Watch TV or news in English.
• Watch YouTube English Lessons
• Take a class from a different teacher.
• Do a language exchange online or in your city
• Find an English speaking friend (native or not)


১০) Grammar বই ছুঁড়ে ফেলুনঃ “Grammar” নিয়ে শুরুতেই চিন্তা করা শুরু করলে আপনি কোনদিনও ইংরেজি ভালো করে শিখতে পারবেন না। আত্মস্থ করতে পারবেন না। মনে Grammar এর ভীতি নিয়ে না শিখে নতুন কিছু শেখার আনন্দে ইংরেজি শিখুন। ঠিক যেমন ছোট্ট শিশুরা নতুন খেলনা নিয়ে সীমাহীন আনন্দে।তবে একেবারেই ছেড়ে দিলে চলবে না।। পড়া শুনায় তো গ্রামার লাগবেই।তাই প্রথমে ইংরেজিতে কথা বলতে গ্রামার অনুযায়ী বললে আপনি শিখতে পারবেন না।

-কপি করা হয়েছে ফেসবুক থেকে।
• দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন নাহ।
ফেসবুকে আমি Md Samiul Islam.

 

 

 

কিছু কথা

প্রয়োজনের

পাশে

ফ্রি ফেসবুকে আমি।

একটি লাইক দিবেন

এবং

একটি ভালো কমেন্ট

করবেন

 

Thank You.(ধন্যবাদ)
 

6 thoughts on "সহজেই ইংরেজিতে কথা বলার দারুণ ১০টি কৌশল।"

  1. jahid71 Contributor says:
    সুন্দর পোষ্ট
    1. শফিক Author Post Creator says:
      ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
    1. শফিক Author Post Creator says:
      thanks
  2. RajuChalna Contributor says:
    আমার খুব প্রয়োজন । খুবই ভালো

Leave a Reply