আসসালামু আলাইকুম , সবাই কেমন আছেন ?

আশা করি ভালো ই আছেন , আজকে আবার লিখতে বসলাম , আমি অভ্র কিবোর্ড ব্যাবহার করাই লেখা খুবই কষ্টকর অ্যান্ড অনেক সময় লাগে , তাই অল্প কথাই লেখা শেষ করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

আর একটা কথা আমার ডেক্সটপ এ ম্যাক থিম দেয়া , সো কেও ম্যাক ভাববেন না , এটা উবুন্টু ।

প্রথমেই আপনার টার্মিনাল ওপেন করেন ,

আবার APT টা update দিয়ে নেন ।

“sudo apt-get update”

আপডেট হয়ে গেলে , টাইপ করুন

“sudo apt-get install w3m”

তারপর এন্টার দেন

install হয়ে গেলে আপনি টার্মিনাল এর সাহায্য যে কোন সাইট এ প্রবেশ করতে পারবেন ।

প্রবেশ করতে হলে আপনাকে যেটা করতে হবে ।

যে সাইট এ যাবেন তার লিঙ্ক এর আগে দেন w3m (your link) টার্মিনাল এ ।

Exmple :

w3m trickbd.com

দেখেন চলছে ।

আশা করি সবাই বুঝতে পেরেছেন , সবাই ভালো থাকবেন ।

আর একটা কথা এটা আনইন্সটল করতে টার্মিনাল এ হিট করান “sudo apt purge w3m” ।

বাস হয়ে যাবে আনইন্সটল ।

আর একটা কথা Trickbd তে লিনাক্স এর জন্য কোন Categories নেই , এটা সত্যি দুঃখ জনক কথা ।

আশা করি এডমিন এটা তারাটারই অ্যাড করবেন ।

5 thoughts on "Linux Terminal এ ব্রাউজ করুন খুব সহজ এ , মজার Trick । (না দেখলে মিস)"

  1. Shahriar Ahmed Shovon Author says:
    বাহ মজার তো ট্রিকটা!!? সুন্দর পোস্ট।

    ত্রিকবিডি সাপোর্ট টিম “লিনাক্স” ক্যাটাগরি এড করলে ভালো হতো।।

    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া ।
  2. Nisho Contributor says:
    Dear TrickBd, Linux category add korun, Please.
    R linux kaj niye post korar jonno request roilo vaiya, akbare Top theke suru korben..☺
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      Insalllah… lekha suru korbo… next post theke….. https://trickbd.com/uncategorized/583031 ai post dekhe aste parben
  3. Forhad Rahman Author says:
    হুম, লিনাক্সের একটা ক্যাটাগরি রাখলে ভালো হত।
    BTW, Nice post

Leave a Reply