আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?? আজ ৫ দিন পর আবার একটি নতুন পোস্টের মাধ্যমে আপনাদের মধ্যে ফিরে এলাম।
আমার মত আপনিও হয়তো বিদেশি ভাষার সিনেমা দেখতে পছন্দ করেন??? কিন্তু ভাষা না বুঝতে পারলে সিনেমা দেখার মজাটাই যেন আসে না?
তাই অনেকে আবার সিনেমা বা সিরিজ দেখার জন্য গুগল মামার কাছে সাবটাইটেল খুঁজেন?
কিন্তু গুগোল এ সঠিক ওয়েবসাইট টা খুঁজে পেতে একটু মুশকিলই বটে?? তাই এই পোস্টে থাকছেন নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে ইংরেজি কিংবা বাংলা সাবটাইটেল পাওয়া যায় এমন কিছুর খোঁজ।
তাহলে আর কি বকবক করব নাকি শুরু করব?? আমার মনে হয় শুরু করাই ভালো?
তো চলুন দেখে নেয়া যাক আমার খুজে বের করা সাবটাইটেল পাওয়া যায় এমন কিছু ওয়েবসাইট।
ইংলিশ-সাবটাইটেল ডট অর্গ
সার্চ অপশন এর মাধ্যমে চাইলে আপনার পছন্দের যেকোন মুভির সাবটাইটেল খুঁজে নিতে পারেন।
ওপেন সাবটাইটেল ডটকম।
এই ওয়েব সাইটটি ও সাবটাইটেল এর জন্য বেশ জনপ্রিয় এখান থেকেও একই ভাবে সিনেমার নাম লিখে সাবটাইটেল খোঁজার সুযোগ মিলবে।
আরেকটি চমৎকার ফিচার হল আপনি চাইলে সার্চ করার সময় ফিল্টার অপশন ব্যবহার করে কোন ভাষায় সাবটাইটেল চান সেটি নির্বাচন করে নিতে পারবেন যা আমার কাছে বেশ ভালো লেগেছে।
আর সাইটের হোম পেজ থেকেও বিভিন্ন সিনেমার সাবটাইটেল ডাউনলোড করে নেয়া যাবে। ওয়েব সাইটটিতে প্রবেশ করার জন্য আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে।
সাবসিন ডটকম।
ইংরেজি ও বাংলা ছাড়াও আরও অনেক ভাষায় সাবটাইটেল মিলবে এই সাইটে।
চাইলে ওয়েবসাইটটিতে তালিকা ব্যবহার করে বা সার্চ করেও নির্দিষ্ট মুভির সাবটাইটেল খোঁজা যাবে।
সার্চ বক্সের নিচে থাকা চেঞ্জ ফিল্টার অপশন থেকে ভাষা পরিবর্তন করে নেয়া যাবে। ওয়েব সাইটে ভিজিট করা যাবে এই লিংক এ ক্লিক করে।
এই ওয়েবসাইট গুলোর মধ্যে কোন ওয়েব সাইটটি আপনার সাবটাইটেল খোঁজার বেস্ট ওয়েবসাইট মনে হয়েছে তা জানাতে ভুলবেন না।
আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট পছন্দ করেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন।
ডলার কিনতে কিংবা সেল করতে চান? তাহলে এখানে ক্লিক করুন।
2 thoughts on "মুভির সাবটাইটেল মিলবে যেখানে।"