হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ হাজির হয়েছি একটি মুভি রিভিউ নিয়ে যার নাম Jim Button চলুন তা হলে শুরু করা যাক।
Review :
মুভিটি প্রথম মুক্তি পায় March মাসের ২৯ তারিখ ২০১৮ ইং সালে। মুভিটির Director হলেন Dennis Gansel.
মুভিটি তৈরী করা হয়েছে বাচ্চাদের নোভেল (German: Jim Knopf und Lukas der Lokomotivführer) বইটির উপর ভিত্তি করে যা লিখেছেন Michael Ende.
আমি যে novel প্রাপ্ত জার্মান বইটির নাম উল্লেখ করেছি তা কিন্তু প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে যা কিনা ১৯৬১ সালে German Young Literature হিসাবে পুরস্কৃত করা হয়।
তাই একটা দিক হলো মুভিটি দেখলে আপনার Novel এর কাহিনী জানা হয়ে যাবে আর মজার ব্যাপার হলো মুভিটি হিন্দি ডাবিং করা সাথে Highly Compressed.
অনেকেই রেটিং যোগ করতে বলেন তবে আমার ধারনা রেটিং এর কথা না জিজ্ঞাসা করে রিভিউ টি পড়ুন তাহলে মুভি সম্পর্কে বুঝে ফেলবেন।
StoryLine :
প্রথম থেকেই বলি সমুদ্রের মাঝে ছোট্ট দুই উচু টিলা নিয়ে একটি রাজ্য Morrow Land যেখানে বসবাস করে রাজা সহ তিন জন প্রজা।
একদিন সেই দ্বীপ এ একটি পার্সেল নিয়ে আসে এবং সেই পার্সেলে দেখা যায় একটি জীবিত বাচ্চা।
রাজা এবং প্রজাদের চিন্তা কে পাঠাবে এমন অদ্ভুত পার্সেল যাই হোক আদরে বড় হয়ে ঊঠবে সেই বাচ্চা টি Jim এর নিয়েই বাধবে ভেজাল।
রাজা চিন্তায় পড়ে যায় কারন তার রাজ্যে অনেক জনগন (৩জন) তাই আরো মানুষ হলে জায়গা হবে না তাই হয়তো Amma থাকবে নয়তো Jim মানে যে কোন একজনকে বিদায় করতে হবে যেই ভাবা সেই কাজ তিনি (রাজা) ইঞ্জিনিয়ার Luke কে বললো Amma কে বৃদ্ধাশ্রমে পাঠাতে।
তাই সবশেষে সিদ্ধান্ত নিলো ইঞ্জিনিয়ার এবং Amma এই সুন্দর Morrow Land থেকে বিদায় নেবে কিন্তু Jim ও রাতের আধারে যোগ দিলো Amma এবং Luke এর সাথে।
Amma হচ্ছে একটি ট্রেন যা কিনা পানি,বালি,মাটি, রাস্তায় চলতে পারে সাথে অনুভূতিও প্রকাশ করে।
যাই হোক তারা পৌছে যায় অন্য একটি রাজ্যে এবং jim এর পাওয়া সূত্র অনুসারে এই রাজ্যের ছোট্ট রাজকুমারী কে কেউ কিডন্যাপ করে বেচে দিয়েছে তারা সেই রাজ্যের রাজার সাথে দেখা করে রাজকুমারী কে উদ্ধারের প্রতিজ্ঞা করে Dinosaurs এর দেশে রওনা হয় পথে অনেক বাধা বিপত্তি ঘটতে থাকে।
আর দেখা মিলতে থাকে অদ্ভুত সব জিনিসের সাথে মরতে মরতে কোন মতে বেচে যায় luke, jim, Amma অবশেষে Dinosaurs এর দেশে প্রবেশ করতে হবে
তবে ছোট ওস্তাদ জানালো সেখানে Dinosaurs ছাড়া অন্য কেউ প্রবেশ নিষধ।
এখন তারা কি পারবে সেই Dinosaurs এর দেশ থেকে রাজকুমারী কে বাচাতে……..
অন্য দিকে রাজকুমারী কে যে ভুলভাল পড়িয়ে মেরে ফেলছে বিজ্ঞ ড্রাগন
গল্পে অনেক টুইস্ট বলা হয় নাই কারন তাহলে মুভি দেখার মজা নষ্ট হয়ে যেতে পারে তাই সংক্ষেপে একটু খানি তুলে ধরলাম।
তবে আপনি যদি মনে করেন কাহিনী মজার হবে তবে ডাউনলোড করে দেখতে পারেন আশা করি সময় মন্দ যাবেনা।
Download Sources :
Please Don’t Angry For Shortlink
Jim Button Download Link
সময় থাকলে ঘুরে আসতে পারেন আমার পার্সোনাল ব্লগ সাইট DarkMagician.Xyz
তাহলে উপভোগ করুন আর আমি আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
2 thoughts on "Adventures, Mystery, Explorer নিয়ে সাজানো Jim Button Highly Compressed মুভির বাংলা Review"