পেপ্যাল বিশ্বের অন্যতম একটি অনলাইন ব্যাংকিং সার্ভিস।সত্যি কথা বলতে পেপ্যালকে সম্পূর্ণ বিশ্বের সার্ভিস হিসেবে দাবি করলেও,বাংলাদেশ এখনো পায়নি পেপ্যাল সার্ভিস।ফলসরূপ আমরা পেপ্যালের অর্থ লেনদেন করতে অন্য কান্ট্রির একাউন্ট ব্যাবহার করছি।যার ফলে তারা আমাদের বাংলাদেশী আইপি ডিটেক্ট করে আমাদের একাউন্ট লিমিট করে দেয়, যেখানে অনেকের শত শত ডলার ১৮০ দিন তথা ৬ মাসের জন্য হোল্ড করে দেয়।কিন্তু আপনারা ঠিক ১৮০ দিন পড়ে এই অর্থ গুলো খুব সহজেই আপনাদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করতে পাড়বেন।

আজকের এই পোষ্টে দেখাচ্ছি,কিভাবে লিমিটেড পেপ্যাল একাউন্ট থেকে টাকা তুলবেন(অবস্যই লিমিটের বয়স ১৮০ দিন হতে হবে…)।

লিমিটের বয়স ১৮০ দিন হওয়ার পড় আপনাদেরকে পেপ্যাল থেকে এরকম একটি ই-মেইল করা হবে।
(যার অর্থ আপনাদের উইথড্র সিস্টেমটি চালু করা হয়েছে)

অতঃপর আপনাদের একাউন্টে লগ-ইন করে Collect your money – তে ক্লিক করবেন

এখন transfer money তে ক্লিক করবেন।


এরপর স্ট্যান্ডার্ড ট্রান্সফারে ক্লিক করবেন।
বিঃদ্রঃএখানে ইন্সট্যান্ট ট্রান্সফারের অপশনো আছে,যা ব্যাবহার করলে ১% ফি দিতে হবে এবং হাতে গুনা কয়েকটি ব্যাংকে মাত্র এই সার্ভিস পাবেন।

এরপর আপনাদের ব্যাংক একাউন্ট সিলেক্ট করবেন।

আর এড না থাকলে এড করে নিবেন।

তারপর একাউন্ট ব্যালেন্স অনুযায়ী এমাউন্ট দিয়ে Next এ ক্লিক করলেই ট্রান্সফার হয়ে যাবে।

ট্রান্সফার হওয়ার পড় এই রকম একটি মেইল পাবেন।

উল্লেখ্য যে ট্রান্সফার করার ১ কর্মদিবসের মধ্যেই টাকাটি আপনার ব্যাংক একাউন্ট এ চলে যাবে।

ধৈর্য্য সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।পেপ্যাল বিষয়ক যেকোনো সাপোর্টের জন্য কমেন্ট করুন।

6 thoughts on "লিমিটেড পেপ্যাল একাউন্ট থেকে টাকা উইথদ্র করার সিস্টেম!!(অবস্যই লিমিট এর সময়কাল ১৮০ দিন হতে হবে)"

  1. Abishek Mondol Contributor says:
    ভাইয়া আমার একাউন্ট এ akta problame হয়েছে… PayPal account
    1. Zihad Ahmed Contributor Post Creator says:
      কি প্রব্লেম?
  2. Azim Author says:
    আচ্ছা, PayPal থেকে বাংলাদেশের সব ব্যাংকেই অথবা নামকরা ব্যাংকগুলোতে কি Withdraw করা যায়?
    1. Zihad Ahmed Contributor Post Creator says:
      বাংলাদেশের কোনো ব্যাংকেই পেপ্যালের ডলার ট্রান্সফার করা যায় না।
  3. Shorif Ahamed Contributor says:
    apni ki vpn use kore paypal use koren?
  4. Zihad Ahmed Contributor Post Creator says:
    জ্বী

Leave a Reply