আসসালামুয়ালাইকুম
মহান আল্লাহ্ তায়া লার নামে শুরু করছি _
[ আমাদের পূর্বের ডিফেন্স সম্পর্কে পোষ্ট করার পর অনেকে কমেন্ট করেছে- প্রতিনিয়ত পোষ্ট করার জন্য সময়ের অভাবে প্রতিনিয়ত না পারায় আমি চেষ্টা করবো পোষ্ট করার ]
প্রথমে জেনে নেই – সৈনিক হতে হলে কি কি যোগ্যতা লাগে ?
শিক্ষাগত যোগ্যতা-
সর্বনিম্ন এসএসসি(SSC) পাশ – জিপিএ – ৩.০০ সর্বনিম্ন (যে কোন বিভাগ )
তবে এইচএসসি(HSC) পাশ যারা তাদের অগ্রাধিকার বেশি দেয়া হইয়ে থাকে ।
সাধারণ ট্রেড এর জন্য ( বয়স – ১৭ – ২০) এবং টেকনিক্যাল ট্রেড এর জন্য ( ১৭ – ২১ ) সার্কুলার এর তারিখ অনুযায়ী ( একদিন কমও না বেশিও না )
সার্কুলার এর তারিখ অনুযায়ী নিজেই কিভাবে নিজের বয়স বের করবেন তা জানতে ভিডিও লিং শেষ এ পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসবেন । । এবং টেকনিক্যাল ট্রেড নিয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিও লিং শেষ এ পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসবেন ।
- অন্যান্য যোগ্যতা- ছেলে দের ক্ষেত্রে ঃ
উচ্চতা- সর্বনিম্ন ৫ফিট ৬ ইঞ্চি তবে সাধারণ স্কেল এ ৫ ফিট ৭ থাকলে ভাল হয় ।
ওজন – সর্বনিম্ন ৫০ সর্বোচ্চ ৬৫ উচ্চতা ।
বুকের মাপ – স্বাভাবিক অবস্থায় সর্বনিম্ন ৩০ স্ফীত অবস্থায় ৩২ (সর্বনিম্ন ২ ইঞ্চি স্ফীত করতে হবে ) - অন্যান্য যোগ্যতা – মেয়েদের ক্ষেত্রে ঃ
উচ্চতা- সর্বনিম্ন ৫ফিট ৩ ইঞ্চি তবে সাধারণ স্কেল এ ৫ ফিট ৪ থাকলে ভাল হয় ।
ওজন – সর্বনিম্ন ৪৭ সর্বোচ্চ ৫৮-৬০ উচ্চতা অনুযায়ী ।
বুকের মাপ – স্বাভাবিক অবস্থায় ২৮ স্ফীত অবস্থায় ৩০ (এখানেও সর্বনিম্ন ২ ইঞ্চি স্ফীত করতে হবে )
ছেলে ও মেয়ে উভয় ক্যান্ডিডেট কে অবিবাহিত হতে হবে (তালাক-প্রাপ্ত গ্রহণ যোগ্য নয়)
- সার্কুলার এর নিয়ম অনুযায়ী সঠিক ভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ।
যেদিন মাঠ হবে -ক্যান্টনমেন্ট এর গেটে দেখবেন অনেক প্রার্থী দাঁড়িয়ে আছে আপনি ও সেখানে যাবেন তারপর সিরিয়াল অনুযায়ী আপনাদের অটো রিক্সা বা হেটে যেতে হবে বি আর ইউ তে (BRU) – বি আর ইউ নিয়ে বিস্তারিত ভিডিও লিং শেষ এ পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসবেন ।
বি আর ইউ তে (BRU) এ প্রবেশ করা পর অর্থাৎ যেখানে নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
তারপর একে একে নিজের সকল পোশাক খুলে নিজ নিজ পোশাক যথাস্থান এ রেখে চেয়ার এ বসতে হবে অথবা দাঁড়িয়ে থাকতে হবে সিরিয়াল অনুযায়ী । পরিধান এ শুধুমাত্র এ আন্ডার ওয়ার থাকবে যার সাইজ থাকবে হাঁটুর উপর পর্যন্ত ।
তারপর যারা এসএসসি(SSC) পাশ তাদের আলাদা এবং যারা এইচএসসি(HSC) পাশ তাদের আলাদা করে লাইন এ দ্বারা করানো হবে । তারপর প্রাথমিক মেডিক্যাল শুরু করা হবে ।
প্রাথমিক মেডিক্যাল এ যারা উত্তীর্ণ হবে তাদের চূড়ান্ত মেডিক্যাল করা হবে । প্রাথমিক মেডিক্যাল এবং চূড়ান্ত মেডিক্যাল সমস্যা এবং সমাধান এর ভিডিও লিং শেষ এ পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসবেন ।
তারপর যারা চূড়ান্ত মেডিক্যাল এ উত্তীর্ণ হবে তাদের লিখিত পরীক্ষা হবে – ৫০ নম্বরের বিষয় থাকবেন বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান ২-৩ টি আই-কিউ ও থাকতে পারে ।
তারপর একটি মাঠে নিয়ে যাওয়া হবে শারীরিক যোগ্যতা যাচাই করার জন্য সেখানে প্রথমে দোর হবে তারপর বুক ডাউন বা পুষ আপ হবে যে ভালো করতে পারবে তাদের বেশি নম্বর দেয়া হবে ।
তারপর আবার বি আর ইউ তে নিয়ে আসবে এর পর পোশাক পরে সবাইকে লাঞ্চ বা নাস্তা খেতে সময় দেয়া হবে । লাঞ্চ করার পর ভাইভা পরীক্ষা অননুষ্ঠিত হবে । ভাইভা পরীক্ষা নিয়ে ভিডিও লিং শেষ এ পেয়ে যাবেন সেখান থেকে দেখে আসবেন ।
ভাইভা পরীক্ষা সম্পূর্ণ হবার কিছু ক্ষণ পর মেজর বা রিকুর্টিং অফিসার চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে যে কার কার চাকরি হয়েছে ।
তারপর যারা বাদ পরবে তারা চলে যাবে আর যারা সিলেক্ট হবে তাদের পরবর্তী নির্দিষ্ট একটি তারিখ এ অভিভাবক নিয়ে উপস্থিত থাকতে হবে । এবং রক্ত পরীক্ষা করা হবে যে রক্তে কোন প্রকার সমস্যা আছে কিনা । তারপর পুলিশ ভেরিফিকেশন হবে যে কোন প্রকার দালাল অথবা খারাপ কোন কাজের সাথে যুক্ত আছে কিনা । পরিশেষ এ সব ঠিক থাকলে পোশাক এর মাপ নেয়া হবে এবং চূড়ান্ত নিয়োগ পত্র প্রদান করা হবে যাকে appointment letter বলা হয় সেখানে কোরের(crops) এর নাম – ট্রেইং – কোথায় হবে কত তারিখ এ হবে সব উল্লেখ থাকবে ।
বিদ্রঃ –
সকল ক্যান্টনমেন্ট এর নির্বাচন পদ্ধতি এক নাও হতে পারে তবে প্রসেস সব এক থাকবে ।
আমাদের চ্যানেল এর সকল আপডেট তথ্য ,চাকরির সার্কুলার , বিভিন্ন গুরুত্বপূর্ণ Announcement পেতে আমাদের চ্যানেল এর Community Tab সব সময় ভিজিট করার পরামর্শ দেয়া হল ।
উপরে বলা ভিডিও গুলো একটি প্লে-লিস্ট করে দেয়া হল-
এই লিং http://bit.ly/SainikSelectionmethod
এ সকল ভিডিও পেয়ে যাবেন ।
[ কেও কপি করলে ক্রেডিট দিবেন Career Messages এর নয়ত আর পোষ্ট করবো না ]
(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)
বিদ্রঃ
ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন।
( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )
আমাদের চ্যানেল – Career Messages
যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।
আল্লাহ্ হাফেজ
আর সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ এইসব গুলো নিয়ে পোস্ট করার অনুরোধ রইলো।