সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে – এই নীতিবাক্য নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ মার্চ ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় – আজকের ভিডিও তে – বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বমোট কয়টি সার্কুলার হয় – কোন কোন পদবী তে সার্কুলার গুলো হয় এবং কি কি যোগ্যতা লাগে ইত্যাদি বিস্তারিত জনাতে পোষ্ট টি শেষ পর্যন্ত দেখুন ।

বাংলাদেশ সেনাবাহিনীর পদবী গুলো ৩ ভাগে ভাগ করা হয়েছে –

১ – নন কমিশন্ড অফিসার
২ – জুনিয়র কমিশন্ড অফিসার
এবং ৩ – কমিশন্ড অফিসার

আজকের পোস্টে আমরা নন কমিশনড অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসার এর সকল সার্কুলার নিয়ে কথা বলব ( ১ম পর্ব ) এবং যদি আপনাদের ভালো প্রতিক্রিয়া পাই তাহলে পরবর্তী ভিডিও তে কমিশন্ড অফিসার এর সকল সার্কুলার নিয়ে কথা বলব । সুতরাং কমেন্ট করে জানান –

১মত- সাধারণ সৈনিক জিডি –

  • শিক্ষাগত যোগ্যতা – সর্বনিম্ন এস এস সি পাস এবং ফলাফল – সর্বনিম্ন ৩.০০ যে কোন বিভাগ থেকে ।
    তবে যারা এইচ এস সি পাস তাদের একটু বেশি অগ্রাধিকার দেয়া হবে ।
    বয়স – সার্কুলার এর তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২০ বছর
    ট্রেনিং – এস এস সি পাস যারা তাদের ১ বছর
    এবং এইচ এস সি পাস যারা তাদের ৬ মাস
    যাদের এস সি পাস করার পর চাকরি হবে তাদের ট্রেনিং অবস্থায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এইচ এস সি পাস পাস করানো হবে ।
    বিস্তারিত সকল কিছু সার্কুলার এ সুন্দর ভাবে উল্লেখ রয়েছে ।

২য়ত – সৈনিক (টেকনিক্যাল ট্রেড )

শিক্ষাগত যোগ্যতা – সর্বনিম্ন এস এস সি পাস এবং ফলাফল – সর্বনিম্ন ৩.০০ যে কোন বিভাগ থেকে ।

বয়স – সার্কুলার এর তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২১ তবে ড্রাইভার ট্রেড এর ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২১ হতে হবে ।
এবং সার্কুলার এর ট্রেড অনুযায়ী যে যে ট্রেড এ আবেদন করবেন সে ট্রেড এর কাজ সম্পর্কে সরকার কর্তৃক অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান হতে সর্বনিম্ন ৬ মাসের এর কোর্স সার্টিফিকেট থাকতে হবে । এবং সে কাজে পারদর্শী হতে হবে ।
এবং শারীরিক যোগ্যতা সহ ট্রেনিং সাধারণ সৈনিক জিডি দের মত একই থাকবে ।
শুধু টেকনিক্যাল ট্রেড নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন –

ভিডিও লিং – https://youtu.be/BS0voN0YBTA

৩য়ত – এম ও ডিসি ( সৈনিক )

শিক্ষাগত যোগ্যতা – সর্বনিম্ন এস এস সি বা সমমান পাস এবং ফলাফল – সর্বনিম্ন ২.০০ যে কোন বিভাগ থেকে ।
বয়স – সার্কুলার এর তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৫ বছর ।
ট্রেনিং – এম ও ডিসি সেন্টার হতে ১২ সপ্তাহ এর মৌলিক প্রশিক্ষণ ।
অন্যান্য সকল কিছু একই রয়েছে বিস্তারিত সার্কুলার এ ।
এম ও ডিসি সৈনিক নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন ।

ভিডিও লিং – https://youtu.be/pHUXlHsRPWg

৪র্থ – ট্রেড – ২  ( সৈনিক )

শিক্ষাগত যোগ্যতা – সর্বনিম্ন এস এস সি পাস এবং ফলাফল – সর্বনিম্ন ২.৫০ যে কোন বিভাগ থেকে তবে নির্দিষ্ট কয়েকটি ট্রেড এর জন্য বিজ্ঞান বিভাগ হতে হবে ।
বয়স – সার্কুলার এর তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২০
ট্রেনিং – ১ বছর
ট্রেড ২ সৈনিক নিয়ে বিস্তারিত একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেল এ দেখে আসতে পারেন।

ভিডিও লিং – https://youtu.be/KiXveqVCARU

** জুনিয়র কমিশন্ড অফিসার ( পদবী ওয়ারেন্ট অফিসার ) সেনা শিক্ষা কোর **

শিক্ষাগত যোগ্যতা – সর্বনিম্ন স্নাতক বা সমমান পাস এবং ফলাফল – এস এস সি + এইচ এস সি তে সর্বনিম্ন ৩.০০ এবং স্নাতক বা সমমান বিভাগ এ ২.০০ যে কোন বিভাগ থেকে
বয়স – সার্কুলার এর তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২০ এবং সর্বোচ্চ ২৮ বছর
সরাসরি ওয়ারেন্ট অফিসার নিয়ে আমাদের একটি বিস্তারিত ভিডিও রয়েছে প্রয়োজন হলে দেখে আসতে পারেন ।

ভিডিও লিং – https://youtu.be/nm9Rw2XH8Pk

[ আশা করছি সম্পূর্ণ বেপার টি ভালোভাবে বুঝতে পেড়েছেন । পরবর্তীতে কোন বিষয় এ জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ]

[  কেও কপি করলে ক্রেডিট  দিবেন #CareerMessages এর  ] ক্রেডিট দিলে আরো পোষ্ট পাবেন নয়ত পাবেন না ।

(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)

বিদ্রঃ –

ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন  তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিজিট করতে পারেন।

(ভালো লাগলে Subscribe করবেন)

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রদান করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

আমাদের চ্যানেল – Career Messages 

যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।

4 thoughts on "বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বমোট কয়টি সার্কুলার হয় – কোন কোন পদবী তে সার্কুলার গুলো হয় এবং কি কি যোগ্যতা লাগে ( বিস্তারিত )"

  1. MD Shakib Hasan Contributor says:
    অনেক কিছু জানতে পারলাম
  2. Nisho Contributor says:
    Kon trade r value beshi… R next post r opekkhay thaklam
  3. riyad1129 Subscriber says:
    thanks bro ❤️
    keep doing this kind of posts
  4. abadot Contributor says:
    good post & helpful post.keep doing brother.
    (পুলিশ, সেনাবাহিনী) এগুলোর সার্কুলার এর পোস্ট দেওয়ার অনুরোধ রইলো।

Leave a Reply