করোনাভাইরাস, বর্তমানে এই রোগের নাম দেয়া হয়েছে কোভিড-১৯, এই রোগটিকে বর্তমানে বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
করোনাভাইরাস একটি সংক্রামক ভাইরাস – এবং এটি সম্পূর্ণ নতুন একটি রোগ যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি ।
চিন থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাস টি বর্তমানে মোটামুটি সকল দেশেই ছড়িয়ে গিয়েছে ।
সম্প্রতি আমাদের বাংলাদেশেও এই ভাইরাস টি ধরা পরেছে –
#CareerMessages
এবং বর্তমানে এই ভাইরাস টির প্রতিষেধক এখনো পুরোপুরি ভাবে বের করা সম্ভব হয় নি –
কয়েকটি দেশ ইতিমধ্যে প্রতিষেধক তৈরি করার কথা – দাবি করলেও এটি পরীক্ষার মূলক ভাবে এখন রয়েছে –
পুরোপুরি ভাবে এখনো এটি বাজারে ছাড়া হয় নি বা কনফার্ম কোন তথ্য পাওয়া যায় নি ।
সুতরাং – এটির প্রতিষেধক তৈরি না হওয়া পর্যন্ত এটি একটি ভয়ের বিষয়-
তাই এটি জেনো আমাদের দেশে মহামারি আকার ধারণ করতে না পারে -এ জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে –
সব চেয়ে বড় সমস্যা হল – এটি ছোঁয়া ছেয়ে রোগ খুব সামান্য কারণেও এই রোগ একজনের থেকে অন্য জনের সরিরে প্রবেশ করতে পারে ।
যেমন – একজন রোগীর সাথে কথা বলতে বলতে অথবা তাকে স্পর্শ করলেও এই রোগ হতে পারে ।
আপনারা হয়ত জানেন ইতিমধ্যে আমাদের দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে । –
#CareerMessages
এবং যদি এই রোগ টি আমাদের দেশে মহামারি আকার ধারণ করে তাহলে সকল কর্ম ক্ষেত্র অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হতে পারে ।
ডিফেন্স এর চাকরির ক্ষেত্রে ইতি মধ্যে বাংলাদেশ নৌবাহিনী – তাদের সকল নিয়োগ কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
অন্যান্য বাহিনীর নিয়োগ কার্যক্রম এর – এখন পর্যন্ত কোন অফিশিয়াল নোটিস না আসলেও সকল বাহিনীর নিয়োগ কার্যক্রম বন্ধ করার সম্ভাবনা অনেক বেশি । কিছু দিনের মধ্যেই তা বন্ধ হয়ে যেতে পারে । –
কাড়ন ডিফেন্স এ একসাথে অনেক প্রার্থীর নিয়োগ কার্যক্রম হয়ে থাকে এক্ষেত্রে ভাইরাস টি দ্বারা অন্য সবাই সংক্রামিত হতে পারে ।
এ কাড়নে নিয়োগ কার্যক্রম সচল- থাকলে আক্রান্ত রোগীর সংখ্যা বারার সম্ভাবনা রয়েছে ।
কিছু কিছু চাকরির আবেদন করার প্রক্রিয়া এখনো সচল রয়েছে – তবে নিয়োগ পরীক্ষা কবে হবে এটি নিশ্চিত নয় –
এবং
সম্প্রতি ডিফেন্স সহ সকল চাকরির নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেয়ার সম্ভাবনা অনেক বেশি ।
পরিশেষে – করোনা ভাইরাস থেকে সবাই সতর্ক থাকুন –
[ আশা করছি সম্পূর্ণ বেপার টি ভালোভাবে বুঝতে পেড়েছেন । পরবর্তীতে কোন বিষয় এ জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ]
[ কেও কপি করলে ক্রেডিট দিবেন #CareerMessages এর ] ক্রেডিট দিলে আরো পোষ্ট পাবেন নয়ত পাবেন না ।
(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)
বিদ্রঃ –
ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টি ভিজিট করতে পারেন।
(ভালো লাগলে Subscribe করবেন)
( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রদান করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )
( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )
আমাদের চ্যানেল – Career Messages
যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।
চাকরি পরে ?