ক্যালকুলেটর প্রথম দিকে তো ছিলোই না পরে আবিস্কার করে এর পরে আবার মোবাইল তৈরী হয়ে মোবাইল ফোনেও ক্যালকুলেটার চলে আসলো।

আর এখন আজকে এই পোস্টি দেখার পর আপনি নিজেও একটি ক্যালকুলেটর এপস তৈরী করতে পারবেন।

সাথে এপসটি মনোটাইজ করে ভালো পরিমাণে আয় করতে পারবেন।

তবে আমরা প্রফেশনাল কোনো ক্যালকুলেটর এপস তৈরী করব না, সাধারণ একটি এপস বানাবো Kodular ব্যবহার করে।

এপসটি তৈরী করতে আপনার কোনো কোডিং ও করতে হবে না। মাত্র ৫মিনিটেই এপসটি তৈরী করতে পারেন।

Now Let’s Start

সবার প্রথম…
এই লিংক এ যান।

এবার…Google+ দিয়ে অথবা একটি একাউন্ট তৈরী করে নিন, আর একাউন্ট থাকলে লগইন করে নিন।

এবার উপরের স্ক্রিনের মতো একটি ড্যাসবোর্ড পাবেন এখানে Import Project এ ক্লিক দিন।

এবার নিচের দেওয়া লিংক থেকে AIA ফাইলটি ডাউনলোড করে নিন।
Download AIA File
ডাউনলোড হয়ে গেলে Choose File এ ক্লিক করে AIA ফাইলটি সিলেক্ট করে Import করুন।

এবার Admob_banner1 এ ক্লিক করুন এবার ডানপাশ থেকে Admob Ad Unit টি পরিবর্তন করে আপনার এডস ইউনিট বসিয়ে দিন।

এবার Export এ ক্লিক করে Save apk to my computer এ ক্লিক করে এপসটি ডাউনলোড করে নিন।

আর এপসটি উপভোগ করুন।

কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন…

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী পোস্টে, ততক্ষন ভালো থাকুন সুস্থ থাকুন।

টিপসবিডি.ইনফো দিচ্ছে প্রতি পোস্টে ৫৳ টাকা, থাকছে একটি পোস্ট করেই ট্রেইনার হওয়ার সুযোগ। এছাড়া মাত্র ৫০৳ হলে রিচার্জ অথবা বিকাশে নিতে পারবেন। 

9 thoughts on "খুব সহজে মাত্র ৩মিনিটে তৈরী করে নিন নিজের ক্যালকুলেটর এপস | এপসটিতে এডস বসিয়ে টাকা আয় করুন [একদম সহজ সবাই পারবেন]"

  1. Tuhin Contributor says:
    কেউ কি ট্রিকবিডি থিমটা দিতে পারবা?
  2. Md shuvo ur Contributor says:
    Vai re vai apps a monitaizetion sarai ??
    Age to apps ta approval niya dekhai ta
    1. Md shuvo ur Contributor says:
      Are je aia file disi downloado hoy na
    2. Sadikur Rahman Author says:
      @Tuhin.. Pc Or Mobile Theme?
  3. root:// Contributor says:
    AdMob নিয়ে বিস্তারিত কেউ পোস্ট দিলে অনেক উপকার হতো
  4. sajjat hossen Subscriber says:
    জিপি সিম ব্যাবহার কারীদের জন্য সুখবর।
    এই প্রথম গ্রামীণফোন সিমে
    ২.৫ জিবি ইন্টারনেট, একদম ফ্রি।
    শুধু এই লিংক থেকে অ্যাপ টা ডাউনলোড করতে হবে।
    https://mygp.li/GxH8o
    আর Log in করুন।
    বিঃদ্রঃ আগের মাইজিপি থাকলে uninstall করে দেন তারপর উপরের লিংক থেকে ডাউনলোড করুন
  5. Sabbirvai Contributor says:
    ভাই দারুন।আর একটা রিকুয়েষ্ট এডমোব নিয়া পোস্ট দেন

Leave a Reply