আসসালামুয়ালাইকুম

মহান আল্লাহ্‌ তায়া লার নামে শুরু করছি _

আমরা হয়ত জানি যে – ডিফেন্স এর চাকরির সকল সদস্যদের চুল ছোট রাখা হয় – তবে সকল বাহিনীর মধ্যে – সশস্ত্র বাহিনীর চুল তুলনামূলক বেশি ছোট রাখা হয় । এবং চুল ছোট রাখার বিষয় টি কড়াকড়ি একটি নিয়ম এর মধ্যে পরে – এবং সৈনিক সমতুল্য সকল সদস্য থেকে শুরু করে সকল অফিসার দের বাধ্যতামূলক ভাবে এই নিয়ম মানতে হয় ।

  • চাকরি হবার পর ট্রেনিং চলাকালীন সময় মাথায় চুল থাকে না বললেই চলে যা – একাবারেই ছোট –  তবে ট্রেনিং শেষ করার পর একটি নির্দিষ্ট হেয়ার কাটিং দেয়া হয় সকল সদস্য দের । এবং সব সময় একই ভাবে চুল কাটা হয় ।

চুল এর পাশাপাশি সকল সদস্যদের নিট এন্ড ক্লিন থাকতে হয় – যেমন মুখের দারি এবং গোঁফ একেবারে থাকবে না – মুখে হাত দিলে জেনো হাতে না বোঝা যায় এমন ভাবে ক্লিন শেভ করতে হয় ।
তবে কেও যদি স্থায়ী ভাবে দারি রাখতে চায় – তাহলে তাকে কিছু বলা হয় না – তবে ট্রেনিং এ কেও দারি – চুল বা গোঁফ রাখতে পারবে না ।

সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের কঠোর নিয়ম-শৃঙ্খলার মধ্যে থাকতে হয় সবসময় – খাওয়া – দাওয়া থেকে শুরু করে সামাজিক জীবনে নানা রকম বিধি এবং নিষেধ থাকে –  এই কঠোর নিয়মের মধ্যে দিন কাটানো সশস্ত্র বাহিনীর চুলের স্টাইলও কারও নজর এড়ায় না ।

তবে সেনা সদস্যদের চুল তুলনামূলক বেশি ছোট রাখা হয় অন্যান্য বাহিনী থেকে – কেন সেনা সদস্যদের চুল এত ছোট থাকে ?  এমন প্রশ্ন অনেকের মাঝে থাকতে পারে ।

 

সেনা সদস্য দের চুল অতিরিক্ত ছোট থাকার পিছনে ৫ টি কারণ আপনাদের সাথে আজ শেয়ার করব –

 সম্পূর্ণ ভিডিও – 

নাম্বার – ১

একজন ভদ্রলোক হিসেবে – একজন মানুষের চুল ছোট রাখা টি একটি গুরুত্বপূর্ণ বিষয় – অনেক সাধারণ মানুষ আছে যারা ছেলেদের চুল বড় রাখা টি পছন্দ করে না । প্রকৃত স্মার্টনেস একজন সেনা সদস্য কে দেখলে বোঝা যায় এবং চুল ছোট রাখার অনেক সুবিধা ও রয়েছে ।
তাছাড়া আপনারা খেয়াল করে দেখবেন অনেক ডাক্তার আছে – যারা সবসময় চুল মোটামুটি ছোট রেখে থাকে ।

নাম্বার ২

যুদ্ধকালীন পরিস্থিতিতে চুল ছোট থাকলে তা দেখাশোনা করার জন্য বেশি সময় দিতে হয় না ।
কেননা, চিরুনির ব্যবহারের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে সেনা সদস্যদের।

নাম্বার ৩

ছোট চুল হলে কাউকে আলাদা করে চেনার উপায় থাকে না । সুতরাং সবাই সমান,
এই অর্থ টিও – তুলে ধরার চেষ্টা করা হয় এই চুলের মাধ্যমে।

নাম্বার ৪

বিভিন্ন পরিস্থিতি বা অপারেশন করার সময় সেনাদের হেলমেট পরতে দেয়া হয়। বড় চুল থাকলে সেই হেলমেট পরা অসম্ভব হয়ে যায় ।
এছাড়াও বৃষ্টিতে বা নদীতে নেমে কাজ করার সময় – ছোট চুল হলে তা তাড়াতাড়ি শুকিয়ে যায় ।

নাম্বার ৫

স্বাভাবিক ভাবে একজন সেনা সদস্য সাধারণ অন্য একজন মানুষ এর থেকে সম্পূর্ণ আলাদা হবে – সুতরাং তাদের চুল থেকে শুরু করে সকল কাজ সবার থেকে আলাদা থাকবে এটি স্বাভাবিক একটি ব্যাপার ।

পরিশেষে –
সেনা সদস্যদের ছোট চুল রাখা নিয়ে নানা জনের নানা মত থাকলেও
সাধারণ মানুষর মধ্যেও অনেকে কোনো ভাবনা-চিন্তা না করেই চুল ছোট রাখেন যাতে দেখতে স্মার্ট এবং শার্প লাগে।

[ আশা করছি সম্পূর্ণ বেপার টি ভালোভাবে বুঝতে পেড়েছেন । পরবর্তীতে কোন বিষয় এ জানতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ]

[  কেও কপি করলে ক্রেডিট  দিবেন #CareerMessage এর  ] ক্রেডিট দিলে আরো পোষ্ট পাবেন নয়ত পাবেন না ।

(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)

বিদ্রঃ –

ডিফেন্স। সরকারি। প্রাইভেট সকল প্রকার চাকরির গোপন  তথ্য – সাহায্য এবং ডিফেন্স এর মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে  আমাদের চ্যানেল টি ভিজিট করতে পারেন।

(ভালো লাগলে Subscribe করবেন)

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রদান করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

( আমাদের চ্যানেল এ ১০০ ভাগ সঠিক তথ্য প্রভাইট করা হয় – যা আপনি নিজে যাচাই করে দেখতে পারেন )

আমাদের চ্যানেল – Career Message

যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্‌ উওর দিবো।

5 thoughts on "ডিফেন্স বা সশস্ত্র বাহিনীর সদস্যদের চুল ছোট রাখার আসল ৫ টি কারন । Career Messages"

  1. Reman Contributor says:
    Nice ..
  2. Riyad49 Contributor says:
    good post

Leave a Reply