আসসালামু আলাইকুম ।। সবাই কেমন আছেন ? কেউ ভালো না থাকলে ট্রিকবিডি ভিসিট করে না ।। আমিও আল্লাহর রহমতে ভালো আছি ।।অনেকই আমাকে বলেছেন Xtgem টিউটিরিয়াল তাই আজকের পোস্ট ।। কোথাও ভূল হলে ছোট ভাই মনে করে মাফ করে দিবেন ।। ডাউনলোড সাইট ডেমো দেখতে এখানে ক্লিক করুন প্রথমে এখান থেকে জিপফাইল টি ডাউনলোড করে ফেলুন ।। এই জিপ ফাইলটি এক্সটাক্ট করে নিন ।। এক্সট্রাক্ট কর যে ফাইল গুলো পাবেন ।।
1/header
2/foter
3/d
4/search 5/xtgem_template.css পাবেন ।।
তারপর xtgem.com এ গিয়া লগিন করুন যাদের সাইনআপ করা নেই তার সাইনআপ করেন নিন ।। তারপর আপনার সাইটের মেনুপেনেল এ যান ।। file browser এ ক্লিক করেন
তারপর create file এ ক্লিক করুন
তারপর বক্সে d লিখে ok তে ক্লিক করুন ।। এরকম ভাবে search আরেকটা ফাইল তৈরি করুন ।।
আবার file browser এ ক্লিক করুন ।। header এ ক্লিক করুন ।।
তারপর Add Block এ ক্লিক করুন ।।
তারপর একটু নিচে code এ ক্লিক করুন ।।
তারপর বক্সে header নামক ফাইলের টি কোড কপি করে পেস্ট করে Ok তে ক্লিক করুন ।। এরকম ভাবে অন্য পেজ গুলো code নাম অনুযায়ি কোডগুলো পেস্ট করুন
আবার File browser এ যান ।। তারপর Create Folder এ যান files নামক একটা ফাইল ক্রিয়েট করুন ।। ok তে ক্লিক করুন ।। {লেখা গুলো ছোট হাতের দিবেন } মনে রাখবেন এই ফোল্ডারে ফাইল আপলোড দিলে লেটেস্ট আপডেট এ শো করবে ।। তো আপনার ফাইলগোলো এখানে আপলোড দিবেন ।।এখন আপনার সাইট তৈরি হয়ে গেছে ভিসিট করে দেখুন ।।তো এখানে পোস্টটি শেষ ।। এরকম আরো ট্রিক পেতে ট্রিক বিডি ভিসিট করুন ।
7 thoughts on "Xtgem এ বানিয়ে ফেলুন একটি ডাউনলোড সাইট"