হাই হ্যালো আমি মনের কি অবস্থা সবার ভালো আছেন নিশ্চয়ই।
একটা ব্যাপার সবাই রিলেট করতে পারবেন আপনি যখনই একটা অপরিচিত জায়গায় যাবেন।
সেখানে আপনার লোকেশন যদি হয় অফিস বা বাসা এই অবস্থায় কিন্তু আপনি অবশ্যই গুগল ম্যাপে হেল্প নিয়ে ঐ জায়গায় পৌঁছাতে চাইবেন?
আচ্ছা আপনি যেভাবে গুগল ম্যাপের সাহায্যে একজনের বাসায় পৌঁছেছেন আপনার বাসায়ও তো আর একজন খুঁজবে গুগল ম্যাপ এ ব্যবহার করে নয় কি?

তো বলছিলাম গুগল ম্যাপের কথা যা আমাদের যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ করে তুলেছে, আমরা কোথায় আছি কোথা থেকে যাত্রা শুরু করবো।
কতক্ষণ সময় লাগতে পারে এই সবগুলো ব্যাপারেই ইনস্ট্যান্ট হেল্প করে গুগল ম্যাপ।

আজকের এই পোস্টের মাধ্যমে আমরা জানবো কিভাবে আমাদের নিজেদের লোকেশন গুগল ম্যাপে এন্ট্রি করতে হয়, সেটি হতে পারে আমাদের অফিস হতে পারে শপ আবার বাসাও হতে পারে।

তো প্রথমে আমাদের গুগল ম্যাপ অ্যাপ টি ওপেন করতে হবে, তারপর অবশ্যই আমাদের জিমেইল একাউন্ট এড করে নিতে হবে। এরপর উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে।
দেন add missing place নামে একটি অপশন দেখতে পারবেন তো ওইখানে আমাদেরকে যেতে হবে।
তারপর প্রথম বক্সে আমাদের প্রতিষ্ঠান বা বাড়ির নামটি দিতে হবে এরপর ক্যাটাগরি সিলেক্ট করতে হবে।

তারপর আপডেট লোকেশন অন ম্যাপ এ ক্লিক করতে হবে, তো এরপর অবশ্যই আমাদের লোকেশন টি অন করে নিতে হবে।
তারপর আপনি যে জায়গা বা প্লেস টি যোগ করতে চান সেই জায়গায় আপনাকে সরাসরি অবস্থান করতে হবে, তাহলেই আপনি এখানে একুরেট লোকেশন টা সেট করতে পারবেন।
তো সবকিছু ঠিকঠাক থাকলে দেখবেন আপনার লোকেশন টা এড হয়ে গেছে।
তো এরপর আরও বেশ কিছু অপশন দেখতে পারবেন আপনি যদি আপনার রেস্টুরেন্টের জন্য লোকেশন যোগ করে থাকেন তাহলে রেস্টুরেন্টের সিডিউল টি সেট করতে পারবেন।
এবং সর্বশেষ ভেরি ইম্পোর্টেন্ট থিংক আপনার এড করা লোকেশন এর কিছু একচুয়াল ফটো অবশ্যই এড করে দিবেন।
এরপর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে তো ফাইনালি আপনাদের সব ইনফরমেশন দেওয়া হলে নিচে সাবমিট আইকনে ক্লিক করতে হবে।
সুবিধার্থে স্ক্রিনশট দেয়া হল।







তো সবগুলো ইনফর্মেশন যখন সাবমিট করে দিবেন তখন দেখতে পাবেন আপনাকে একটা মেইল করা হবে, এবং সেই মেইলে বলা হচ্ছে ২৪ ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে।
এই সময়টাতে মূলত তারা আমাদের ইনফরমেশন গুলো রিভিউ করবে দেন তারপর আমাদের কনফার্ম করে দিবে।
তো কনফার্ম হওয়ার পরে আমরা যখন আমাদের অ্যাড্রেস গুগল ম্যাপে সার্চ করব তখন সেটা দেখতে পাবো।
তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আসলে গুগল ম্যাপে নিজের প্রতিষ্ঠান অ্যাড করতে হয় না বুঝলে কমেন্ট করবেন এ পর্যন্তই ভালো থাকুন।

8 thoughts on "এবার গুগল ম্যাপে আপনার বাড়ি ও অ্যাড করুন।"

  1. sopon Author says:
    সুন্দর পোস্ট তবে বানান গুলা ঠিক করেন ৷
    1. Monir Hussain Contributor Post Creator says:
      জি ধন্যবাদ আপনাকে।
  2. Abdus Sobhan Author says:
    Old post
    4 weeks age same post kora hoyeche check this https://trickbd.com/technology-updates/678363
  3. Abdus Sobhan Author says:
    oh khuje dekhlam ai same topic ar upore 2 year ageo ak vhai post korechen check this https://trickbd.com/uncategorized/505860
    1. M.Rubel Author says:
      এই পোস্ট বেশি ভালো হয়েছে
  4. emonfans Author says:
    Already post ase link dibo naki
  5. emonfans Author says:
    Already post ase link dibo naki
  6. Îßrãhim Hûssåìn Contributor says:
    How do I contact with you??

Leave a Reply