পোস্টগুলো নিয়মিত করতে পারি না এজন্য আমি দুঃখিত !
আসলে গার্মেন্টস নিয়ে পোস্ট করা অনেক কষ্টকর ৷ একটি পোস্ট করতে আমার অনেক কষ্ট করতে হয় ৷ তো বন্ধুরা যাইহোক আজকের পোস্টে আপনাকে স্বাগতম ৷
আগের পোস্ট গুলো দেখতে আমার প্রোফাইল ফলো করো ৷
আজকের পোস্ট শার্টের বিভিন্ন পার্ট নাম, কত প্রকার ?
শার্ট মুলত দুই প্রকার।
- বেসিক শার্ট
- পাইলট শার্ট।
অনেকে হাফ শার্ট নামে শার্টের কথা বলেন কিন্তু হাফ শার্ট নামে কোনাে শব্দ নেই। মুলত ইহার সঠিক শব্দ শর্ট স্লীভ এবং এটি বেসিক শার্ট ও পাইলট শার্ট এর ভিতর
থাকবে । আলাদা কোনাে শার্ট নয়।
- বেসিক শার্ট : একটি মাত্র পকেট থাকবে এবং সেলাই সাধারন সেলাই হবে। পকেট দুইটাও থাকতে পারে কিন্তু কোনাে ডিজাইন হবে না।
- পাইলট শার্ট : এই শার্টে একাধিক পকেট থাকবে এবং পকেটের উপর ফ্লাপ বা ঢাকনা থাকবে। শুধু তাই না সেলাইয়ে বিভিন্ন রকম ডিজাইনও থাকতে পারে। বিভিন্ন রকম extra কাপড় দিয়ে ডিজাইন যেমন :ইপুলেট, ডার্টে এক্টা ডিজাইন, পাইপিং থাকতে পারে।
Shirt Part Name?
পোস্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
⇄ পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন
আপনি যা দিচ্ছেন এসব এর অ্যাপ হাজার হাজার প্লে স্টোর এ আছে।
তাই ভালো কিছু দেওয়ার চেস্টা করুন।এসব বাদ দিয়ে।