খেলা             খেলা              খেলা ৷

খেলা কার না ভালো লাগে সবারই ভালো লাগে তেমনি খেলা দেখতেও ভালো লাগে ৷

✓আজ আমি দেখাবো কি ভাবে ইউটিউব বা কোন এপস ছাড়াই T-sports live tv দেখবেন শুধু ব্রাউজার দিয়ে ৷

 

✔ T-sports চ্যালেন একমাত্র স্পোর্টস চ্যানেল ৷৷ এই চ্যানেলটি ২০২০ সালের শেষের দিকে  বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ উপলক্ষে প্রথম উদ্বোধন করা হয় ৷ এর আগে বাংলাদেশে কোন নির্দিষ্টভাবে স্পোর্টস চ্যালেন ছিল না ৷ সস্পোর্ট লাইভ গুলো হত সরকারি চ্যানেল BTV থেকে সরাসরি আবার নিউজ/মিউজিক চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হতো ৷ 

 

✧♂ক্রিকেট খেলা আমাদের দেশে খুব জনপ্রিয় খেলা ৷ শুধু স্বদেশ নয় বরং পুরো পৃথিবী এখন ফুটবল এর পরেই ক্রিকেট কে জনপ্রিয় হিসাবে বেছে নিয়েছে ৷ 

ফুটবল খেলা বা অন্যান্য খেলা থেকে ক্রিকেট খেলা একটু আলাদা ৷ ক্রিকেট খেলা 20 ওভারের হয় কিংবা একদিনে হয় আবার পাঁচ দিনেরও হয়ে থাকে ৷ ক্রিকেট খেলায় অনেক ধৈর্যশীল খেলা ৷ ক্রিকেটকে অনেক ভদ্র খেলা হিসেবে ধরা হয় ৷

 

?কি ভাবে ?

? এখন প্রশ্ন Tv তে তো সবসমই দেখা যায়  তাহলে কেন MB খরচ করতে যাবো?  এমনটা বলতেই পারেন! আমি বিচলিত হবো না ৷ 

উওরে বলবো, Tv তো আরো সব সময় কাছে থাকে না ৷ কাছে থাকলেও tv তে সিরিয়াল পাওয়া বেশ কস্টকর হয়ে পরে, যদি থাকে zee tv, ster plus বা indian সিরিয়ালের ভক্ত  ৷ 

? FM রেডিওর কথা বললেও বলতে পারেন সেখানে তো বকবক করার মতো ভালো RJ রা তো রয়েছে, যারা খুব ভালো ভাবেই উপাস্থাপন করতেছে ৷ তাহলে MB খরচ করবো কেন?  

করবেন এই জন্য খেলা দেখে যত মজা,দুঃখ পাওয়া যায় শুনে তত অনুভি হয় না বরং মনে ইস যদি খেলা দেখতে পারতাম ৷ 

?/? Youtube তো রয়েছে তাহলে এত প্রশ্ন কেন? প্রশ্ন এই জন্যই যে youtube ♂সার্জ করে কোন আসল সেটা বাহির করা বরই ঝামেলার বিষয় ৷ অনেক হয়রানি হতে হয় youtube তে খেলার live বাহির করতে ৷ 

✔তাহলে কি ভাবে দেখবো? 

চলুন তাহলে বলি কি ভাবে দেখবো, 

কোন কিছুই করতে হবে না 

✔১মে নিচের লিংকে ক্লিক করুন মোবাইল বা ডেক্সটপের ব্রাউজার সিলেক্ট করুন (নাও করা লাগতে পারে)

 তারপর ⏩ প্লে করুন তারপর ইনজয় করুন ৷  

 

 T-sport Live?  ? Click To play ⚾

 

✔ না বুঝলে স্ক্রীনশট ফ্লো করুন;

তারপর
নোট; কপি করা লিংক এর ক্ষেত্রে ৷
তারপর

 

নোটঃ লিংক কপি করে বা সেভ করে রাখতে পারবেন ৷ যেকোন ব্রাউজারেই সাপোর্ট করবে ৷

 

আর টাইগারদের কোন খেলাই মিস হবে না ৷

? ধন্যবাদ সবাইকে ৷

 যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

নিত্য নতুন কিছু জানতে ও জানাতে ট্রিকবিডির সাথে থাকুন সবসময় ৷

7 thoughts on "[Live sports] কি ভাবে ইউটিউব বা কোন এপস ছাড়াই T-sports live tv দেখবেন শুধু ব্রাউজারে দিয়ে"

  1. Md Milon Contributor says:
    Vai link ta toffe theke kemne korlen? Onno tv channel er khetree ki ami link ber korte parbo?
    1. sopon Author Post Creator says:
      Jani na.. tobe eta onek koste bahir korsi..
      Jodi bahir kora jai tahole post update kore jabo.
  2. ShaRiar IMRAN Contributor says:
    যখন ক্রিকেট খেলা হবে তখন শুধু এটা কাজ করবে।
    Toffe এপ এর ওয়েব ভার্সন এটা
    1. sopon Author Post Creator says:
      খেলা তো সারা বছর হয় ৷ আর খেলা না থাকলেও চলবে ৷ টফির হোক আর অন্য কারো হোক মোট কথা চলে তো ৷
    2. ShaRiar IMRAN Contributor says:
      খেলা ছাড়া চলবে না শতভাগ।
      অর ওরা শুধু খেলায় দেখায়, চ্যানেল লাইভ দেখায় না। দেখবেন অ্যাডগুলো সম্পূর্ণ আলাদা।
    3. ShaRiar IMRAN Contributor says:
      যেমন আজকে খেলা হয় না।
      আজকে দেখুন

Leave a Reply