আমরা বুঝি মোবাইল রিচার্জ করে বেশি লাভ পেলে আপনার ভালোই লাগে! আপনাদের বেশি লাভ দিতেই, নগদ থেকে রিচার্জে পাচ্ছেন দারুণ সব অফার। দেশের সকল মোবাইল অপারেটর গ্রাহকরা নগদ-এর মাধ্যমে মোবাইল রিচার্জে উপভোগ করতে পারবেন ৫০% পর্যন্ত ক্যাশব্যাক, আনলিমিটেড ক্যাশব্যাক, সুপার মঙ্গলবার, এক্সক্লুসিভ অফার। সেরা মোবাইল রিচার্জ অফারের সাথে আরো সব অফার পেতে থাকুন নগদ-এর সাথেই।

নগদ থেকে যেভাবে রিচার্জ করবেন

১। নগদ মোবাইল মেন্যু ওপেন করুন

২। নাম্বার দিন

৩। পরিমাণ লিখুন

৪। ব্যালেন্স রিসিভ করুন

মোবাইল রিচার্জ হয়ে গেলো! আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন। নগদ একাউন্ট দিয়ে আপনি নিচের মোবাইল অপারেটরগুলোর প্রিপেইড রিচার্জ ও পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন:

• গ্রামীণফোন

• রবি

• এয়ারটেল

• টেলিটক

• বাংলালিংক

অফারের বিস্তারিত:

১। নিজের বা প্রিয়জনের যেকোন মোবাইল অপারেটরের প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বারে, নগদ-এর মাধ্যমে যেকোন পরিমাণ রিচার্জ করে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন

আরও পড়ুনঃ

ফেসবুক পেজ থেকে ইনকাম এবং ফেসবুক গ্রুপ থেকে কিভাবে ইনকাম করবেন নতুন উপায়ে দেখেনিন সবাই ২০২১

২। আপনি এই ক্যাশব্যাকটি একাধিকবার উপভোগ করতে পারবেন, যদি অফার চলাকালে নগদ অ্যাপ অথবা *167# ডায়ালের মাধ্যমে উপরের কোন মোবাইল অপারেটরের প্রি-পেইড অথবা পোস্ট-পেইড নাম্বার রিচার্জ করেন

৩। আপনার যেই নাম্বার দিয়ে নগদ একাউন্ট খুলেছেন/খুলবেন এবং রিচার্জ করবেন, সেই নগদ একাউন্টেই ক্যাশব্যাকটি পাবেন। তবে এই ক্যাশব্যাক সম্পর্কিত কোন এসএমএস নোটিফিকেশন পাবেন না

৪। এই অফারটি সকল নগদ গ্রাহক ও সকল মোবাইল অপারেটরের জন্য প্রযোজ্য

৫। আপনি এই ক্যাশব্যাকটি উক্ত অফারের সকল শর্ত পূরণ সাপেক্ষে একাধিকবার উপভোগ করতে পারবেন

৬। আপনি এই অফারের শর্তগুলো অনুযায়ী বিবেচিত হলে রিচার্জ করার পর ওই দিনের মধ্যেই ক্যাশব্যাক পাবেন

৭। এই অফারটি ১৬ নভেম্বর, ২০২১ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে

৮। এই অফারটি পেতে আপনার নগদ একাউন্ট অবশ্যই সচল থাকতে হবে

৯। এই অফারটির সম্পর্কিত সকল তথ্যের দায়ভার সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের উপর। নগদ শুধু ক্যাশব্যাক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে দায়বদ্ধ

১০। এই অফার সম্পর্কিত সব শর্ত পূরণ করার পরেও যদি আপনার নগদ একাউন্টের ব্যালেন্স সীমা অতিক্রম করায় অথবা অন্য কোন অজানা বা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যাশব্যাক না পেয়ে থাকেন, তবে নগদ ক্যাশব্যাকের অর্থ দেয়ার জন্য অতিরিক্ত একবার চেষ্টা করবে অফারের সময়সীমা শেষ হওয়ার পরবর্তী ০২ (দুই) মাসের মধ্যে। তারপরেও যদি আপনি কোন কারণে ক্যাশব্যাক না পান, সেক্ষেত্রে আপনি আর এই অফারের আওতাভুক্ত থাকবেন না এবং নগদ এই ক্যাশব্যাকের জন্য আর দায়ী থাকবে না

আরও পড়ুনঃ

কন্টেন্ট রাইটিং কি? কিভাবে সুন্দর একটি কন্টেন্ট তৈরি করবেন দেখেনিন সেরা কিছু টিপ্স ২০২১

১১। নগদ এই শর্তগুলো পরিবর্তন/পরিবর্ধন/সংশোধন করার কিংবা কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পুরো অফারটি বাতিল করার অধিকার রাখে

১২। এই সম্পর্কিত যেকোন সিদ্ধান্ত নগদ কর্তৃক সংরক্ষিত এবং নগদ-এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে

১৩। ‘নগদ’ ঘোষণা করে যে,

ক) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি, কখনোই আপনার কাছে নগদ একাউন্টের ওটিপি (OTP) বা পিন (PIN) চাইবেন না

খ) নগদ বা নগদ-এর কোন প্রতিনিধি আপনাকে কোন প্রকার লেনদেন করতে বলবেন না

গ) শুধু 16167 বা 096 096 16167 নাম্বার থেকেই আপনার সাথে যোগাযোগ করা হবে। এই অফার চলাকালে নগদ-এর মাধ্যমে টাকা দেওয়ার ক্ষেত্রে যেকোন প্রকার বিভ্রান্তি দেখা দিলে তা নিশ্চিত হবার জন্য 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করতে পারবেন

ঘ) উপরের ঘোষণাগুলোর পরও তৃতীয় কোন পক্ষ কর্তৃক আপনার কোন ক্ষতি হলে, নগদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না

ঙ) এই অফার সম্পর্কে যেকোন প্রকার মতবিরোধ দেখা দিলে 16167 অথবা 096 096 16167 নাম্বারে কল করার অনুরোধ করা হচ্ছে

চ) এই অফারের বিস্তারিত বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখা থাকবে। বাংলা ও ইংরেজির মধ্যে কোন বিষয়ে দ্বিমত দেখা দিলে তখন ইংরেজি ভাষা প্রাধান্য পাবে

আশা করি পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার একটি ওয়েবসাইট রয়েছে সবাই ভিজিট করে আসবেন লিংক
SHEKHOBD.COM সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ট্রিকবিডি সাথে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ট্রিকবিডি সাথে থাকুন

পোস্ট টি নগদ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা

4 thoughts on "নগদ অ্যাকাউন্ট থেকে যেকোনো পরিমানে রিচার্জ করলেই পেয়ে যাবেন ৫০% ক্যাশব্যাক দেখেনিন বিস্তারিত"

  1. MD YANUR Contributor says:
    https://nagad.com.bd/bn/offer/50-percent-cashback/
    হুবহু কপি… এটা কোনো কথা ?
  2. sojol Contributor says:
    Limit koto ?
  3. Safaeit Hossain Author says:
    Great! 300 tk. Recharge kore 9 tk.cashback pailam. What a 50%!!!! This is scam.
    1. Md Forhad Islam Author Post Creator says:
      ঘোষণা টি তাদের অফিসিয়াল

Leave a Reply