আসসালামু আলাইকুম বন্ধুরা,আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কিভাবে onedrive থেকে Google drive ফাইল transfer করা যায়। কোন প্রকার অ্যাপস লাগবে না। তো শুরু করা যাক।
প্রথম আপনি আপনার পছন্দের ব্রাউজারে চলে যাবেন তারপর সার্চ করবেন pabbly তাহলে প্রথমেই ওয়েবসাইটি পেয়ে যাবেন।
তারপর pabbly তে প্রবেশ করবো।
উপরে মার্ক করা লিখা আছে sing up free ওখানে ক্লিক করবেন। আপনার জিমেইল দিয়ে একটি একাউন্ট করে নিবেন।
তারপর আপনার ব্রাউজারটা desktop mode করে নিবেন। তারপর pabbly connect লিখা দেখতে পাবেন ওইখানা ক্লিক করবেন।
এই রকম পেইজ দেখতে পারবেন। এখন আপনি create workflow তে ক্লিক করবেন।
Workflow নাম দেওয়ার পর এইরকম পেইজ আসবে ।এখানে choose app নিচে আপনি onedrive লিখে সার্চ করবেন।
আগের মতো Google drive সার্চ করে add করে নিবেন।
Onedrive select এর একটা ফাইলের নাম দিবেন।
নাম দেওয়া শেষ হলে connect ক্লিক করবেন।
এখন connect with Microsoft onedrive ক্লিক করে আপনার onedrive login করবেন।
Onedrive login করার পর এইরকম পারমিশন চাইলে yes করে দিবেন।
একই ভাবে আপনি Google drive টা connect করতে পারবেন ।
এখন দেখতেই পাচ্ছেন আমার onedrive connected হয়ে গেছে।
এখন আপনার মেইন কাজ আপনি set folder path. লিখা দেখতে পাচ্ছেন ।এখানে আপনার onedrive থেকে যে ফাইলটা drive এ নিবেন সেই ফাইলটার লোকেশন দিতে হবে নিচে example দেওয়া আছে। path দেওয়ার পর save & send text request এ ক্লিক করবেন তারপর যদি নিচের মতো label value show করে তাহলে আপনার path সেট হয়ে গেছে। এখন আপনি save. এ ক্লিক করবেন।
Google drive connected পর file name অপশন দিখতে পাচ্ছেন এখানে আপনার onedrive এর ফাইল নেম দিতে হবে। আপনি ফাইল নেম ক্লিক করলেই তারা আপনাকে onedrive ফাইল নেম দেখাবে আপনি ওটা সিলেক্ট করে দিবেন।
তারপর save & send text request ক্লিক করবেন যদি একখানে নিচের মতো আসে তাহলে আপনার onedrive to Google drive connected হয়ে গেছে।
সব ঠিকথাক হলে save এ ক্লিক করবেন সাথে আপনার ফাইলটি transfer হয়ে যাবে।
দেখেন onedrive ছবি
দেখেন Google drive a চলে আচ্ছে ।
তো আজ এই পর্যন্ত বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে বলবেন ।আর হে লেখায় যদি ভুলক্রটি হয় তাহলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ।
8 thoughts on "Onedrive to google drive file transfer without app।part [1]"