প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।
Walton কোম্পানি আমরা জানি বাংলাদের। আর বাংলাদেশের কোম্পানির ল্যাপটপ কিনলে বা ব্যবহার করলে কেমন হবে?
আমি ৭ দিন ব্যবহার করেছি আমার কাছে এখনও কোন problem করে নাই, খুব ভালো ভাবে ব্যবহার করতে পারছি, গ্রাফিক্স ও হালকা ভালোই করা যাচ্ছে।
ল্যাপটপের ইনফরমেশন :-
ল্যাপটপের দাম & কিস্তি :-
ল্যাপটপের দাম হচ্ছে ৪৭ হাজার ৯ শত ৫০ টাকা।
আমি কিস্তির মাধ্যমে কিনেছি ১৫,০০০ হাজার টাকা দিয়ে।
১২ মাসের কিস্তি, প্রতি মাসে প্রায় ২৭০০ টাকা জমা দেওয়া লাগবে।
চার্জ:-
আমি ওয়ালটন ল্যাপটপ যখন কিনি তাদের অফিসের স্যারকে বলেছিলাম স্যার কত সময় ব্যবহার করতে পারব?
স্যার বলেছেন ৩০০ মিনিট ব্যবহার করতে পারবেন। আমি এখন ৪/৫ ঘন্টা ব্যবহার করতে পারি। কোথায় বের হলে আমার চার্জে আমার কভার হয়ে যায়।
আপনি ও নিলে বা কিনলে নতুন অবস্থায় ৪/৫ ঘন্টা রিলাক্সে ব্যবহার করতে পারবেন।
যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি
আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।
3 thoughts on "ওয়ালটনের ল্যাপটপ রিভিও Tamarind EX10 Pro"