আসলামুয়ালাইকুম।কেমন আছেন সবাই আপনারা আশা করি ভালোই আছেন।আজ আমার পোস্ট যারা শখে কবুতর পুষতে চান এবং যারা কবুতর পালেন এর-২ পর্ব।
কবুতর মানুষ ২টি কারনে পূষে এবং ২ভাবে পুষে।যে কারণে পুষে…
১.শখ
২.ব্যবসা
যেভাবে পুষে…
১.মূক্তভাবে
২.আবদ্ধ ভাবে
আপনার যেটা ইচ্ছা করতে পারেন এটা দুনিয়াবি বিষয় কোন সমস্যা নেই। তো চলুন জেনে নেই কিছু ট্রিকস।আমার নিজ অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ দিচ্ছি…


১.কবুতরকে কখনোই ভাত খাওয়াবেন না।এতে তাদের শরীরে চর্বি জমবে।
২.তাদের একই খাবার না দিয়ে সুষম খাবার দিন।এতে খরচ বেশী হলেও লাভ হবে ইনশাআল্লাহ।
৩.কবুতর প্রতিদিন তার ওজনের ১০ ভাগের ১ ভাগ খাদ্য খায়।
৪.সারাদিন যেন পরিষ্কার পানির ব্যবস্থা থাকে
৫.সুষম খাদ্য=যে খাদ্যের মধ্য সকল পূষ্টি সঠিক পরিমাণে বিদ্যমান থাকে। প্রাথমিক অবস্থায় আপনি যদি না বোঝেন কি কি খাওয়াবেন,তাহলে আপনার জন্য..

গম=১কেজি
ভুট্রা ভাঙ্গা=২৫০গ্রাম
সরিষা=২০০গ্রাম(বাচ্চা থাকলে অবশ্যই দিন)
খুদি=৫০০গ্রাম
ধান=২০০গ্রাম (বাচ্চা থাকাকালে না দিলেই ভালো)
মসুর ডাল=১০০গ্রাম

৬.বাচ্চা যদি খাবার না পায় তাহঅলে তাকে হাত দিয়ে খাউয়াতে হবে রর কারন কবুতর একদিন পর আরেকটি দিম পাড়ে জার কারনে একটি বাচ্চা পরে ফোটে এবং ছোট হয়। এখন তাদের জন্য ছোট কাপড়এ একটু খাবার নিয়ে মাজখানে ফুটো করতে হবে, এবং খাওয়াতে হবে এভাবে
আরও পড়ুন:কবুতর পালনকারীদের জন্য কিছু পরামর্শ [পর্ব-১]

ধন্যবাদ এতক্ষণ পোস্ট টি পড়ার জন্য।

Leave a Reply