আসসালামু আলাইকুম। 

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।
প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে হাঁজির হয়েছি। আমি রেগুলার ট্রিকবিডি তে পোস্ট পাবলিশ করি, এবং ভবিষ্যতেও করবো। কিন্তু একটা কথা হলো আপনার যদি পোস্ট টি ভালো লাগে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন অথবা কোনো মন্তব্য বা পরমর্শের জন্য কমেন করে জানাতে পাবেন।
যাই হোক আজকের পোস্টের মূল বিষয় হলোঃ করবেন ইলেক্ট্রিক্যাল ডায়াগ্রাম তাও আবার ফোন দিয়েই! 
অনেক কথা বলে ফেললাম, তো চলুন বিস্তারিত পোস্টে চলে যায়।

বিস্তারিত পোস্টঃ

ইলেক্ট্রনিক বিষয়ে পোস্ট করতে হলে ডায়াগ্রাম ই হল আসল কারন আপনি যতই লিখুন আর বোঝান কিন্ত ডায়াগ্রাম না দিতে পারলে গ্রাহক কিছুই বুঝবেনা। আর আমাদের ডায়াগ্রাম করতে সমস্যা হচ্ছে, প্রথমত আমাদের কম্পিউটার নাই! আর দ্বিতীয়ত ডায়াগ্রাম আঁকতে গেলে যেসব আইকন বা পিক দরকার সেগুলি আমাদের নেই! এবং কি গুগল থেকেও পাওয়া যায়না। তো আজ দেখাব কিভাবে মোবাইল থেকেই ডায়াগ্রাম আকা যায়!

এর জন্য কিছু টিপসঃ

১) সবসময় যতসম্ভব পারা যায় বড় সাইজের সাদা পিকচারে
ডায়াগ্রাম আঁকবেন। কারন সাদা পেজে ডায়াগ্রাম দৃষ্টি মধুর
হয় আর বড় সাইজ হচ্ছে জুম করার সুবিধার জন্য।
২) ডায়াগ্রাম এ রেখা আকার জন্য [ _ ] হাইফেন ব্যাবহার করুন।
পেজটা জুম করবেন আর হাইফেন টা ছোট করবেন। দেখবেন রেখা হয়ে গেছে।
৩) পিক্সার্ট ব্যাবহার করবেন। কারন পিক্সার্ট ব্যাবহার করাই
উত্তম এবং সহজ হবে।
৪) ডায়াগ্রাম টা আগে খাতায় ভাল করে আঁকবেন। তারপর সে
অনুযায়ী চিত্রে তুলবেন।
৫) ডায়াগ্রাম আকার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ডান
(সেভ)করবেন,,,,অর্থাৎ আপনি একটা রেখা বা সুইচ অংকন
করলেন বা স্থাপন করবেন,,,তবুও এটা ওকে রেখে করবেন যাতে
অন্য কিছু স্থাপন করতে গেলে হাতের চাপে অজান্তেই স্থাপন
করা চিত্র এলোমেলো না হয়ে যায়।
এবার প্রয়োজনীয় কিছু চিত্র আপনাদের দেয়া যাক!
[এগুলি আমার নিজের হাতে তৈরি করা]

চিত্রঃ ডায়োড (Diode)


চিত্রঃ লাল বাতি=(Indicator Bulb)
<img src="https://trickbd.com/wp-content/uploads/2017/12/24/5a3fea0e74f9b.png"
চিত্রঃ ২ ধরনের রেসিস্ট্যান্স(Resistance)
চিত্রঃ সুইচ(Switch)
<img scr="https://trickbd.com/wp-content/uploads/2017/12/24/5a3feab3c9f54.png" চিত্রঃ ব্যাটারির প্রান্তে সংযোগ দিতে তারের মাথা!

আপাতত এগুলি দিয়েই চলবে। তবে আরও কোন চিত্রের প্রয়োজন হলে কমেন্ট এ বলুন। আমি তৈরি করে এড করে দেবো। এবার আসুন প্রমান দেই এসব চিত্র দিয়ে ডায়াগ্রাম তৈরি করা যায় কিনা।

চিত্রঃ মোবাইল দিয়ে তৈরি করা ডায়াগ্রাম। 

প্রমাণিত।
 তো আজ এই পর্যন্তই। এখানেই আজকের পোস্ট শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন।

 ধন্যবাদ।

 




2 thoughts on "দেখুন কিভাবে তৈরি করবেন ইলেক্ট্রিক্যাল ডায়াগ্রাম তাও আবার ফোন দিয়েই!"

  1. Omar Sharif Sharkar Author says:
    ভাই কপির ও তো একটা লিমিট থাকে নাকি? হুবুহু আমার পোস্ট আমার থাম্বনাইল সব কপি মারলেন, বাহ বাহ বাহ!

Leave a Reply