আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি App নিয়ে কথা বলবো।
১. DirectChat
৫ টি দরকারি মোবাইল সফটওয়্যার ডাউনলোড এই অ্যাপসটি আপনি ব্যবহার
না করা পর্যন্ত এর কার্যকারীতা সম্পর্কে কোনো ধারণাই করতে পারবেন না। আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকার প্রয়োজনে ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। কিন্তু, ব্যস্ততার কারণে বা অন্য যে কারণেই হোক না কেন অনেক সময় আমরা সেইসব সোশ্যাল অ্যাপসের নোটিফিকেশন বা জরুরী কোনো ম্যাসেজ থেকে বাদ পরে যাই। এই অ্যাপস আপনাকে উপরোক্ত সমস্যাটির এক নির্ভেজাল সমাধান দিতে পারবে বলে আমি মনে করি।
২. YourHour
বর্তমানে আমরা এতোটাই মোবাইল আসক্ত যে, আমাদের মূল্যবান সময়গুলো আমরা মোবাইলের মাধ্যমেই কোন কোন ক্ষেত্রে ব্যবহার করছি তা ঠিক বুঝে উঠছে পারি না। মোবাইল হাতে নিলে ঘন্টার পর ঘন্টা সময় যে কোন দিক দিয়ে চলে যায় তা যেন আমরা বুঝতেই পারি না। এই অ্যাপসের সাহায্য আপনি আপনার প্রতিদিনের মোবাইল ঘাটাঘাটির সময় তালিকা পেয়ে যাবেন। সেই সাথে কোন অ্যাপসে কতটুকু সময় ব্যয় করেছেন তারও একটি নমুনা হিসাব পেয়ে যাবেন।
৩. Lock My Phone
মোবাইল ফোনের আশক্তি কমানোর তাগিদে এর চেয়ে ভালো mobile saptewar আমি আর দ্বিতীয়টি খুঁজে পাই
নি। অথবা, বলতে পারেন খোঁজার চেষ্টাও করি নি।নিজের ইচ্ছেমত টাইম সেট করে দিয়ে আপনি মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন। যার মধ্যে আপনি মেবাইলকে ইচ্ছে করলেও ব্যাবহার করতে পারবেন না৷তাই অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটুখানি সাহসিকতার
৪. Money Lover
দৈনন্দিন জীবনে আমাদের অনেক হিসেব করে চলতে হয়।আর আমার মনে হয় হিসেব ছাড়া কোনো মানুষই দুনিয়ায় চলতে পারে না।প্রতিদিন হোক বা মাসিক আয় হোক, ব্যায় তো প্রতিদিন কিছু না কিছু থাকেই৷ আর কত টাকা খরছ করলাম, কোন খাতে ব্যায় করলাম তা নির্নয় খুবিই জরুরী জীবনে টিকে থাকার জন্য, তাই তো আপনাকে এই এপস এর কথা বলা, আপনার পুরো মাসের আয়-ব্যয়ের হিসাব এই অ্যাপসের মাধ্যমে খুব সহজেই নির্নয়
করে নিতে পারবেন।
৫.Greenify
প্রতিদিনের ব্যাবহার্য এমন বিভিন্ন অ্যাপস রয়েছে যা আপনার অগোচরে ব্যাকগ্রাউন্ডে রুটিন মাফিক চলতে থাকে। যার ফলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জও তুলনামূলক একটু বেশিই খরচ হয়। একিই করানে আপনার ফোনের স্পিড স্লো হয়ে যেতে পারে। তাছাড়া অতিরক্ত ডাটা চার্জ হতে পারে।। অতিরিক্ত এপস গুলো ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে মোবাইল তো ল্যাগ করার ই কথা৷ যদিও মোবাইল যগৎ এ অক্টা কোর প্রসেসর দিয়ে অধিক পরিমান এপস ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে। আর তাই এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ডে চলমান সমস্ত অ্যাপসকে নিজের খেয়ালখুশি মতো পরিচালনা করে ব্যাটারির চার্জ কিছুটা সেভিংস করতে পারবেন সাথে মোবাইলের ভারসাম্য ও রক্ষা করতে পারবেন।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।
9 thoughts on "এন্ড্রোয়েড ফোনের ৫টি ধরকারি App!"