আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের সামনে হাজির হলাম কিভাবে termux দিয়ে নিজের ছবিকে ASCII code এ রুপান্তর করবেন। আমরা তো কিছু ওয়েবসাইট থেকে ascii code ডাউনলোড করি এবং সেগুলো থাকে তাদের নিজেদের বানানো ।কিন্তু আজ আমরা নিজেরা নিজের ছবি বা অন্য যে কোন ছবি দিয়ে ascii code তৈরি করবো ।
Ascii Code কি?
এটি এক ধরনের Alphanumeric code ।ASCII এর পূর্ণ অর্থ হলো American Standard Code for Information Interchange, এটি বিশেষ ধরণের কোড পদ্ধতি যা অধিকাংশ মাইক্রোকম্পিউটারে বর্ণমালা সংখ্যা ও বিশেষ চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়। ১৯৬৫ সালে Robert William Bemer সাত বিটের ASCII কোড উদ্ভাবন করেন। এটি একটি বহুল প্রচলিত 7 বিট কোড, যার বাম দিকের তিনটি বিটকে জোন এবং ডান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট ধরা হয়, তবে সর্ব বামে একটি প্যারিটি বিট যোগ করে একে (ASCII – 8) আট বিট ASCII তে পরিণত করা হয়। এই কোডের 7 টি বিট দ্বারা 27=128 টি ক্যরেকটার প্রকাশ করা যায়। এর মধ্যে 32 টি কোড কন্ট্রোল্ড কোড হিসাবে সংরক্ষিত যা প্রিন্ট করা যায় না।
চলুন শুরু করা যাক।
প্রথমে আমরা termux কে আপডেট করে নিবো।
pkg update -y
এখন আমরা আপগ্রেড করে নিবো।
pkg upgrade -y
এখন আমরা পাইথন এবং গিট প্যাকেজ ডাউনলোড করবো।
pkg install python git -y
এখন আমরা নিচের কমান্ডটি রান করবো।
pip install pillow
এখন আমরা গিটহাব থেকে টুলসটি ডাউনলোড করবো।
git clone https://github.com/Toxic-Noob/Ascii_Logo
ডাউনলোড শেষ হলে আমরা ls দিয়ে ইন্টার করবো।
এখন আমরা টুলসটি ভিতরে প্রবেশ করবো।
cd Ascii_Logo
এখন ls দিয়ে ইন্টার করবো।
এখন আমরা টুলসটি রান করবো।
python ToxLogo.py
ওপেন হলে আমরা ৩ টা অপশন দেখতে পারবো আমি 1 টা সিলেক্ট করে নিলাম তারপর ইন্টার দিবো ।
তারপর আমাদের লোকেশন দিতে বলবে মানে আপনার ছবিটা কোথায় আছে সেই লোকেশন দিবেন আমার টা দিলাম।
ইন্টার দেওয়ার পর এই রকম আসলে y দিয়ে ইন্টার করবো।
দেখতেই পাচ্ছেন আমার ছবিটি ASCII code তৈরি হয়ে গেছে এই আপনি ও ইচ্ছে মতো ASCII কোড তৈরি করতে পারবেন।
এই কোডটি আপনার ফোনে মেমোরিতে ASCII codeনামে একটি ফোল্ডারে সেইভ হবে এখন সেই গুলো txt ফাইল হয়ে।
One thought on "Termux দিয়ে কিভাবে ascii code তৈরি করবেন তাও আবার নিজের ছবি এবং নাম দিয়ে চলুন দেখে আশা যাক।"