Be a Trainer! Share your knowledge.
Home » Hacking tutorials » হোয়াটসঅ্যাপ হ্যাক করার সঠিক উপায় ২০২২

হোয়াটসঅ্যাপ হ্যাক করার সঠিক উপায় ২০২২

আজ আমরা হোয়াটসঅ্যাপ হ্যাকের ব্যাপারে আলোচনা করবো। শুরুতেই বলে রাখি, এটি হ্যাকিং কৌশল নয়, একটি একটি পদ্ধতি, যা হোয়াটসঅ্যাপ নিজেই তৈরি করেছে। আর সেটা কৌশলে ইউজ করে আপনি অন্যের হোয়াটসঅ্যাপ একসেস করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ হ্যাক করতে আপনার ফোনে যা করবেন:-

স্টেপ ১: হোয়াটসঅ্যাপ হ্যাক করতে, প্রথমে আপনাকে Whats Web নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি এটি প্লেস্টোরে পাবেন।

Whats web app
Whats web app

স্টেপ ২: অ্যাপটি ডাউনলোড করার পরে, এটি আপনার ফোনে ওপেন করুন।

স্টেপ ৩: এখন WHATS WEB অপশনে ক্লিক করুন।

স্টেপ ৪: একটু নিচে স্ক্রোল করার পরে, আপনি একটি QR কোড দেখতে পাবেন।

এখন আপনার ফোনে আর কিছু করতে হবে না। এই QR কোডটি যেমন আছে তেমনি রেখে দিন কারণ এটি আপনাকে অন্যের WhatsApp হ্যাক করতে সাহায্য করবে৷ এবার আসি দ্বিতীয় পর্বে।

হোয়াটসঅ্যাপ হ্যাক করতে ভিকটিম বা আপনার বন্ধুর মোবাইলে যা করতে হবে :-

স্টেপ 1: প্রথমে আপনার বন্ধু বা যার হোয়াটসঅ্যাপ আপনি হ্যাক করতে চান তার WhatsApp ওপেন করুন।

স্টেপ 2: চ্যাট স্ক্রিনের উপরের বাম দিকে, আপনাকে more অপশন বা 3 ডটে ক্লিক করুন।

স্টেপ 3: এখানে অনেক অপশন আসবে কিন্তু আপনাকে Linked Devices অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: এখন LINK A DEVICE-এ ক্লিক করুন

স্টেপ 5: এখন আপনার সামনে WhatsApp এর স্ক্যান মোড আসবে। এখন আপনাকে আপনার মোবাইলে খোলা QR কোডটি স্ক্যান করতে হবে, যা আপনি প্রথম ধাপে বের করেছিলেন।

স্টেপ 6: আপনি সেই QR কোড স্ক্যান করার সাথে সাথে আপনার বন্ধুর হোয়াটসঅ্যাপ ডেটা আপনার ফোনে whats web অ্যাপে দেখাতে শুরু করবে। এখন আপনি সহজেই তার সমস্ত চ্যাট দেখতে পারেন। এবং প্রয়োজনে কল বা মেসেজে পাঠাতে পারবেন।

কীভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে?

যদিও হোয়াটসঅ্যাপ নিজেকে একটি নিরাপদ মেসেজিং অ্যাপ বলে।  হোয়াটসঅ্যাপ চ্যাট P2P এনক্রিপশন দিয়ে সুরক্ষিত থাকে। যদি এই উপায়ে, আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হয় তবে কীভাবে বুঝবেন?

আপনার হোয়াটসঅ্যাপ একটি অন্য ডিভাইসে একটিভ আচজে কিনা তা জানতে, আপনার হোয়াটসঅ্যাপ উপরের ডানদিকে ৩ডটে ক্লিক দিয়ে। linked Devices ক্লিক করুন।

এই পেজে আপনি অন্য ডিভাইস দেখতে পাবেন এবং কোন ডিভাইসটি আপনার WhatsApp অ্যাকাউন্টের সাথে লিংক আছে।  আপনি এটাতে ক্লিক করে লগ আউট করতে পারবেন।

কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন

 আমরা প্রায়ই এমন অনেক ছোট ছোট ভুল করে থাকি, যার কারণে আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যেতে পারে।

নিচে কিছু টিপস দেওয়া হল যা আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া থেকে বাঁচাতে পারে-

  • যাদেরকে আপনি সন্দেহ করেন তাদের সাথে আপনার ফোন শেয়ার করা এড়িয়ে চলুন। সম্ভব হলে, স্ক্রিন লকের সাহায্যে আপনার WhatsApp অ্যাপে প্যাটার্ন বা পাসওয়ার্ড লক ইউজ করুন।
  • এমন কোনো থার্টপার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না যা আপনাকে sms, contact, calls এর পার্মিশন চায়। সর্বদা প্লে স্টোরের আ্যাপ ইউজ করবেন।
  • পাশাপাশি আপনার ফোনে একটি স্ক্রিন লক রাখুন এবং পাসওয়ার্ডটি একটু কঠিন রাখুন।
  • টু-স্টেপ দিয়ে আপনার WhatsApp সুরক্ষিত রাখতে পারেন ৷
  • আপনার ছয় সংখ্যার হোয়াটসঅ্যাপ ভেরিফাই কোড কখনই কারো সাথে শেয়ার করবেন না।

উপসংহার

দয়া করে এটির অপব্যবহার করবেন না। আমি কোনো ধরনের হ্যাকিং এর পক্ষে নই, আশা করি আপনি এর অপব্যবহার করবেন না। এই বিষয়ে আপনার কোন পরামর্শ বা মতামত থাকলে, অনুগ্রহ করে নীচে কমেন্ট করুন।

ফেসবুক এ আমার সাথে যুক্ত হতে ক্লিক করুন এখানে ? Facebook

2 years ago (Nov 28, 2022)

About Author (102)

Shahin Alam
author

আমি একজন ব্লগার। আমি বাংলা এবং ইংরেজিতে, মার্কেটিং, এসইও, কম্পিউটার ভাষা সহ সাম্প্রতিক সময় নিয়ে আর্টিকেল লিখে থাকি। আপনি আমার সাথে নিচে দেওয়া ফেসবুক লিংকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। Facebook বাংলায় এসইও শিখতে ভিজিট করুন আমার বাংলা ব্লগে

26 responses to “হোয়াটসঅ্যাপ হ্যাক করার সঠিক উপায় ২০২২”

  1. Sk Shipon Author says:

    ভাল লাগলো। তবে সতর্ক থাকতে হবে যারা হোয়াটসঅ্যাপ ব্যাবহার করি।

  2. Mahbub Pathan Author says:

    ইতিমধ্যে এই বিষয়ের উপর আমার পোস্ট করা আছে – https://trickbd.com/apps-review/804298

    • Shakil khan Author Post Creator says:

      আমি জানতাম না, যে আপনি এটি আগেই পোস্ট করেছিলেন। বিষয়বস্তু একই হলেও অনেক তফাৎ রয়েছে। আমি এটিকে হ্যাকিং এর উপর ভিত্তি করে অপটিমাইজেশন করেছি। যা সেইম হয়েও আলাদা।

    • Mahbub Pathan Author says:

      হুম বিষয়টা একই।

  3. MD Shakib Hasan Author says:

    ভালো লিখেছেন

  4. Hazmir Contributor says:

    ❤️good

  5. IMRAN GAZI Contributor says:

    এপ্স থেকে বের হয়ে গেলে,আবার নতুন করে স্কান করতে হয় কেন?
    একবার করার পর যাতে লগ আউট না হয় তার উপায় কি?

    • Shakil khan Author Post Creator says:

      গুগল ক্রোম ইউজ করুন। হয়তো সেখানে সেশন সেইভ থাকতে পারে। like→ web.whatsapp.com

  6. mdehsanurrahman Contributor says:

    কেউ WhatsApp এ মেসেজ পাঠিয়ে থাকলে। সেটা যদি ডিলিট করে দেয় তাহলে সেটা উদ্ধার করা উপায় কি?

  7. Sohel Rana Contributor says:

    that’s hack ?

  8. Abu Sayed Contributor says:

    Bah hoking?

    যারা পিসি ইউজ করে তারা এভাবেই হোয়াটসঅ্যাপ ইউজ করে?

    • Shakil khan Author Post Creator says:

      Do you know the meaning of hacking? This is optimization for google, you can skip if you don’t like it.

    • Abu Sayed Contributor says:

      Lol!

      বাংলায় কমেন্ট করলাম। ইংরেজিতে রিপ্লাই?

      না, জানি না ‘হ্যাকিং’ কী?! শিখাবেন??

  9. Emon Contributor says:

    Is that hack! ???

  10. MD Musabbir Kabir Ovi Author says:

    বেশ ভালো হবে, ডাটা ব্যাকআপ করতে তবে বেশিরভাগ এটা কে খারাপ উদ্দেশ্যে ব্যাবহার করতে পারে

  11. AJ sabbir ✅ Author says:

    Stupid এর মত পোস্ট আর টাইটেল। যারা
    What’s app পিসিতে বা ডুয়াল ডিভাইসে ইউজ করে তারা এভাবেই করে। আর অন্যার ফোন হাতে নিয়ে এটা করলে তা হ্যাকিং থাকে না, স্ক্যামিং হয়ে যায়।

    • Shakil khan Author Post Creator says:

      That is informative content. If you don’t like you can ignore. আপনি একজন অথর তাই অন্যকে সম্মান করুন, হ্যাকিং কি সেটা আমার ভালভাবে জানা আছে। এই ইনফরমেশন পড়ে যদি অন্যকে স্টুপিড বলেন তাহলে আপনাকে কি বলা যায়, সেটা আপনি ঠিক করুন।

  12. farabi Islam Contributor says:

    এটা কিভাবে পিসিতে whatsapp চালায় সে বিষয়ে টিপস হতে পারে হ্যাক না,
    এটা যদি হ্যাক হয়, টিউটোরিয়াল কি?

    • Shakil khan Author Post Creator says:

      ডেটা হাতিয়ে নেওয়ার ব্যাপারে বলেছি, তবুও বলছেন হ্যাক না? অনুমতি ছাড়া কারোর ডেটার একসেস করার হ্যাকিং। সেটাই বিভিন্ন উপায়ে হতে পারে। আপনার মতে হ্যাকিং এর সংজ্ঞা কি?

  13. Limon Sarkar Contributor says:

    ব্যাপক ব্যাপক ধন্যবাদ ভাই ?

  14. Sabbir Contributor says:

    হ্যাক দিয়ে ভুল করলা ভাই, হ্যাক শব্দটার মিনিংটাই আলাদা, এটা জাস্ট হোয়াটস্প্যাপের একটা ফিচার জাস্ট। আজইরা বাঙ্গালী কি আর বলব।

  15. TAHER Author says:

    Ata hack bola jaina

  16. Naim Siddique Author says:

    এটা কিভাবে হ্যাক হয় ভাই? ভিক্টিমের ফোন যদি হাতে নিতে হয় তাহলে কিরকম হ্যাক হল?

  17. Rejowan Hasan Contributor says:

    উপকৃত হইছি

Leave a Reply

Switch To Desktop Version