পল্লি বিদ্যুৎ নতুন সংযোগ এর জন্য অনলাইনে আবেদন করুন ঘরে বসে || polli biddut online apply

আজকের পোস্টের বিষয় হচ্ছে কিভাবে আমরা একটা বিদ্যুৎ সংযোগ বা মিটারের জন্য আবেদন করবো ঘরে বসে। আমরা অনেকেই নতুন বাসা বাড়ি দোকান তৈরি করে থাকি সেখানে আমাদের বিদ্যুৎ এর প্রয়োজন হয় আর এই বিদ্যুৎ জন্য আমরা অনেক বিভ্রান্তি মধ্যে পড়তে হয়। কিভাবে আবেদন করবো কার কাছে যাবো এইসব বিষয় নিয়ে। আজকে আমি আপনাদের এই সব সমস্যা সমাধান নিয়ে এসেছি।

আজকের পোস্টে আমি দেখাবো কিভাবে আবেদন করবেন এবং পেমেন্ট করবেন আর পল্লি বিদ্যুৎ অফিসে যেতে হবে না। ঘরে বসেই আপনি আবেদন করতে পারবেন আর দেখতে পারবেন আপনার আবেদন কোন অবস্থায় আছে। আমরা যারা এই ডিজিটাল যুগে বসবাস করি সবার হাতে কম বেশি দুই একটা স্মার্ট ফোন বা কম্পিউটার আছে। এগুলা থাকলে আর কোন সমস্যা নাই নিজেই আবেদন করে ফেলুন ৫ মিনিটে। তাহলে চলুন মূল পোস্ট শুরু করা যাক।

আবেদন করার নিয়মাবলী আবাসিক সংযোগের ক্ষেত্রেঃ


১) আবেদন করার সময় ছবি, জাতীয় পরিচয় পত্র ও সংযোগস্থলের খারিজের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
২) সার্ভিস ড্রপের দুরত্ব (সংযোগস্থল হইতে সার্ভিস পোলের দুরত্ব)১৩০ ফুটের মধ্যে হতে হবে।
৩) সঠিক ভাবে মেপে সার্ভিস ড্রপের দুরত্ব প্রদান করুন। সার্ভিস ড্রপের দুরত্ব সঠিক না হলে তারের দৈর্ঘ্য কম/বেশি পারে। ভুল তথ্য দিলে পরবর্তীতে সংযোগ পেতে বিলম্ব হতে পারে।
৪) মোট লোড ৮০ কিলোওয়াট এর বেশি হলে এইচটি সংযোগের নিয়মাবলী প্রযোজ্য হবে।
৫) অনলাইনে সার্ভে করার পর প্রয়োজনীয় অর্থ (আবেদন ফি, মেম্বারশীপ ফি ও নিরাপত্তা জামানত) জমাদানসহ সকল নির্দেশনা এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
৬) আবেদন ফরমের লাল(*) চিহ্নিত ক্ষেত্রগুলো অবশ্যই পূরন করতে হবে।
৭) আবেদন পত্রে গ্রাহকের নিজস্ব মোবাইল নম্বর প্রদান করুন।
৮) আবেদনের পর প্রাপ্ত ট্র্যাকিং আইডি এবং পিন নম্বর অবশ্যই সংরক্ষণ করতে হবে।
৯) সংযোগের অর্থ ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং (রকেট) এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
১০) ডাচবাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

আমি ধরে নিলাম আপনারা এই সব কিছু জেনে নিয়েছেন। আবেদন করার জন্য ওয়েবসাইটে ক্লিক করে প্রবেশ করতে হবে।
ওয়েবসাইট লিংক? rebpbs


প্রথমে সমিতির নাম তারপর জোনাল অফিস এর নাম দিন এরপর সংযোগের ধরন আবাসিক / বানিজ্যিক / শিল্প ইত্যাদি যার যেটা প্রয়োজন সেটা দিয়ে দিন। আবেদনকারীর বিবরন অবশ্যই এন আইডি কার্ড অনুযায়ী দিবেন তারপর পরবর্তী ধাপ অনুসরণ করুন।

এন আইডি কার্ড অনুযায়ী সম্পুর্ন ঠিকানা প্রধান করুন।

স্কীনের অংশ সটিকভাবে দেখুন। আর যেখানে সংযোগ নিবেন তার প্বার্শবর্তী গ্রাহকের একটা হিসাব নাম্বার বা বই নাম্বার দিয়ে দিন। এটি আপনার বিলের কপিতে পাবেন।

স্কীনে দেখানো অংশে আপনার বাসা/দোকানের লোর্ড নির্বাচন করুন। আমি আমার প্রয়োজন মতো এখানে আমি লোর্ড নির্বাচন করে নিয়েছি।

উপরে মার্ক করা অংশে আমাদের ছবি / এন আইডি / খরিজ দিতে হবে। খরিজ বলতে বুঝানো হয়েছে যে স্থানে বিদ্যুৎ সংযোগ নিবেন সে জায়গার দলিল বা নামজারির কাগজ ইত্যাদি। এখানে এইগুলা সটিকভাবে সাইজ করে নিবেন। এইগুলা সাইজ করার জন্য একটা ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। তারপর পরবর্তী ধাপ অনুসরণ করুন। লিংক?

এখানে দেখুন আমাদের আবেদন টি সটিক ভাবে সম্পুর্ন হয়েছে। তারপর ok তে ক্লিক দিন। তারপর এই ট্রেকিং নং ও পিন লিয়ে লগ ইন করতে হবে।

এখানে দেখুন আমাদের আবেদন টি দেখাচ্ছে এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে রাখতে পারেন।

আবেদন টি ডাউনলোড করার পর PDF রিডার দিয়ে ওপেন করলে এটি দেখতে পারবেন। বি দ্রঃ এখন একটি কাজ করতে হবে একজন দক্ষ ইলেক্টেশিয়ান দ্বারা হাউজ বিল্ডিং ওয়ারিং নিশ্চিত করতে হবে। যেখানে পল্লি বিদ্যুৎ হতে লাইনম্যান এসে মিটার সংযোগ দিবে।

আবেদন করার ২-৩ দিন পর স্কীনে দেখানো এই রকম একটা মেসেজ আসবে। এখানে বলা হয়েছে ২ ওয়ারকিং দিনের মধ্যে জামানত ফ্রি পেমেন্ট করতে হবে।

এখন আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আমাদের কে রকেট অ্যাকাউন্ট ওপেন করে bill pay এখানে ক্লিক করতে হবে।

একটু নিচের দিকে চলে যাবেন এখন পল্লি বিদ্যুৎ জামানত এখানে ক্লিক দিন। তারপর পরবর্তী ধাপ অনুসরণ করুন।

এখানে দেখুন দুইটা বক্স আসছে এখানে আমাদের এসএমএস পাওয়া মেসেজ থেকে Bill Numbar আর ট্রেকিং নাম্বার দিতে হবে। তারপর পরবর্তী ধাপ অনুসরণ করুন।

এখানে দেখুন আমাদের পেমেন্ট টি সটিকভাবে সম্পুর্ন হয়েছে।

এখন আমাদের সংযোগ এর জন্য অপেক্ষা করতে হবে আসা করি ২-৩ দিনের মধ্যে সংযোগ পেয়ে যাবেন এবং আমাদের আবেদন কোন অবস্থায় আছে ট্রেকিং নং ও পিন দিয়ে চেক করে দেখে নিন। কোন সমস্যা হলে এখান থেকে ভিডিও টি দেখতে পারেন ?

ধন্যবাদ সবাইকে।

বি দ্রঃ পোস্ট টি লিখতে অনেক কস্ট হয়েছে তারপর চেস্ট করেছি সটিকভাবে সব কিছু বুজানো জন্য সবার কাছে একটা অনুরোধ রইল আমার ওয়েবসাইট ভিজিট করে আসবেন। ©Technical alim

13 thoughts on "পল্লি বিদ্যুৎ নতুন সংযোগ এর জন্য অনলাইনে আবেদন করুন ঘরে বসে || polli biddut online apply ||"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    অনেক উপকৃত হলাম
    1. Mohammad Alim Uddin Author Post Creator says:
      ধন্যবাদ
  2. MD Hasan Xhmed Author says:
    ভালো পোষ্ট।
    1. Mohammad Alim Uddin Author Post Creator says:
      ধন্যবাদ Trickbd সাথে থাকবেন
    2. MD Hasan Xhmed Author says:
      অনেক আগে থেকে ট্রিকবিডির সাথে আছি।
  3. vromonkal.com Contributor says:
    ভালে লেগেছে, সহজ বলেই মনে হয়েছে।
    1. Mohammad Alim Uddin Author Post Creator says:
      Hmmm tnx
  4. Asif Contributor says:
    সুন্দর লিখেছেন
    1. Mohammad Alim Uddin Author Post Creator says:
      ধন্যবাদ সাথে থাকার জন্য নিচে থেকে আমার ওয়েবসাইট ভিজিট করে আসবেন
    2. Asif Contributor says:
      Welcome
  5. Md Rakib Uddin Contributor says:
    নতুন পিলারের জন্য অনলাইনে আবেদন করা যায়? অনলাইনে করা যায়? আমাদের ঘর ১৩০ ফুটের বাইরে

Leave a Reply