Offerwall সম্পর্কে আশা করি আমাদের একটা ভালো ধারনা হয়ে গিয়েছে আজকে ট্রাই করবো একটু এডভান্সড লেভেল এর দিকে যাওয়ার।
Offerwall Details:
এখন এই জিনিস টা কিভাবে কাজ কর?
অনেক কিছু জেনে নিয়েছেন এবার এগুলো কেন বলছি এটার সাথে আমাদের কাজের সম্পর্ক কি?
কিন্তু এখানে সমস্যাও আছে সুবিধার পাশাপাশি নিচে তা তুলে ধরছিঃ-
মনে রাখবেন যে আইপি দিয়ে একাউন্ট করবেন সব সময় সেম আইপি দিয়ে লগিন করবেন নয়তো ব্যান হতে পারেন সাজেস্ট করছি নিজের ওয়াইফাই দিয়ে একাউন্ট করুন ডাটা দিয়ে ব্যবহার করার কারনে আইপি চেঞ্জ আর প্রবলেম ফেস করতে হতে পারে
প্রথমত আমাদের যা লাগবে তার তালিকাঃ
1. Pc Or Mobile
2. Secure Vpn
4. Internet Connection
5. Fresh Mind
প্রথমে পিসি হলে Emulator ব্যবহার করবেন আর মোবাইল হলে তো আর এক্সটা কিছু করতে হবে না।
প্রথমে Secure VPN এপ টা ডাউনলোড করে US সার্ভার কানেক্ট করবেন এরপর MymobileSecure এপ টা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন Secure VPN কানেক্ট থাকা অবস্থায় প্রোফাইল পূরন করবেন এবং যখন MymobileSecure VPN কানেক্ট হয়ে যাবে ব্যস আপনি সেটা দিয়ে যতদিন ভিপিএন থাকবে নিজের এপ টাতে আইপি ক্রয় না করেও কাজ করে যেতে পারবেন।
Pollfish সাইটে একাউন্ট কিভাবে করতে হবে এবং API সংগ্রহ যেভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করেছি তবে চলুন নিজের এপ নিজেই বানিয়ে ফেলি।
Pollfish এর একটা এপ বানানোর জন্য আমাদের যা দরকার হবেঃ
- Android Studio
- Pollfish Project File
- Internet Connection
- API Key
Android Studio এর দরকার হবে আমাদের Android App টি বানানোর জন্য , Pollfish প্রজেক্ট ফাইল টি দরকার হবে কারন সেটা একটা সিম্পল রেডিমেড প্রজেক্ট সেখানে কিছু সেটিংস পূরন করে আমরা আমাদের এপ বিল্ড করবো।
আর API KEY আমাদের এপ এবং পোলফিশ সার্ভারের মধ্যে যোগাযোগ রক্ষা করবে। আর ইন্টারনেট কানেকশন লাগবে কারন প্রজেক্ট Import নয়তো করতে পারবেন না।
আমরা যেহেতু নিজে কাজ করার জন্য বানাবো অবশ্যই এটা সিম্পল একটা প্রজেক্ট হবে তবে কেউ যদি চায় সেটাকে পরবর্তিতে আপডেট করে আরো ডায়নামিক একটা এপে রুপ দিতে পারবে। কিন্তু আমাদের এখন নিজে কাজ করার জন্য একটা সিম্পল এপ দরকার চলে আমরা সেটা বানিয়ে ফেলি।
এবার এপ বানানো হয়ে গেলে আপনি চাইলে Mysterium VPN এর 2 USD প্যাকেজ টা কিনেও নিজের এপে নিজে কাজ চালিয়ে যেতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে জাস্ট US সার্ভার ম্যানুয়াল ভাবে সেট আপ করে Residential প্রক্সি গুলো সিলেক্ট করতে হবে।
One thought on "Offerwall A To Z এবং ১০০% সুবিধা যেভাবে নেওয়া সম্ভব দেখে নিব ( সার্ভে সিরিজ পর্ব ১৪)"