আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালোই আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

তো আজকে যে বিষয়ে পোস্ট করছি তা হয়ত টাইটেল দেখেই বুঝে গেছেন। আমি গত কয়েকদিন আগে কিভাবে ফ্রীতে (.ooo) ডোমেন নিতে হয়, সে বিষয়ে পোস্ট করেছিলাম। আজকে আমি দেখাব কিভাবে আপনি সে ফ্রী (.ooo) ডোমেনটি আপনার ওয়েরসাইটে Add করবেন। তো বেশী কথা না বলে চলুন আসল কাজে নেমে পড়িঃ-

## প্রথমে আপনি Buy.Ooo সাইটটিতে যাওয়ার পর Log in করে নিন। তারপর নিচের মত আপনার My Account এ যান।

## তারপর Manage Oder থেকে List/Search Oders – এ ক্লিক করুন।

## তারপর আপনার কাঙ্কিত Domain – এর ওপর ক্লিক করুন।

## তারপর Name Servers এ ক্লিক করুন।

## তারপর আপনার ওয়েব সাইটের Hosting অনুসারে Domain এর Name Servers – পরিবর্তন করে নিন।

##

# তারপর আপনার Name Servers টি Change – হয়ে যাবে।

## এখন আপনার Domain টি আপনার ওয়েবসাইটে যোগ করে নিন। আমি করেছি দেখুনঃ-

বিঃদ্রঃ যারা একটা Domain রেজিস্টার করে আর রেজিস্টার করতে পারছেন না বা Coupon Code Limit Reached ওঠে, তারা Browser টি Clear Data করে ট্রাই করেন ১০০% কাজ করবে। তাই দেরি না করে এভাবে ফ্রীতে Unlimited ডোমেন রেজিস্টার করে নেন।

এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ।

#আমাদের ট্রিকবিডি পরিবারের সাথেই থাকুন..!!

2 thoughts on "যারা ফ্রীতে নেওয়া (.ooo) Domain নিজের সাইটে Add করতে পারেন নি, তারা খুব সহজেই এক্ষুণি Add করে নিন.!!"

  1. Mr Special Contributor says:
    Valo Laglo, Bt Ager Post Er Link Dle Vlo Hto
    1. Tuhin Raj Author Post Creator says:
      My Profile chack

Leave a Reply