Flask এর ২য় পর্বে আপনাকে স্বাগতম।আজকে আমরা Flask install করবো এবং আমাদের প্রথম প্রোগ্রাম লিখবো।

Flask Installation:

Flask install করতে হলে python installed থাকতে হবে।এর পর CMD বা Terminal এ লিখতে হবে:

pip install Flask

এরপর Flask install হয়ে যাবে।Virtual Environment এও Flask install করা যায়।এক্ষেত্রে Flask এ ব্যবহৃত module separate থাকে।তবে এই কোর্সে আমি virtual environment ছাড়াই use করবো।

Code:

কোড লিখার জন্য আপনারা যেকোনো ide use করতে পারেন।যেমন: vs code,pycharm etc.

প্রথমে Flask import করতে নিতে হবে।এর জন্য লিখতে হবে:

from flask import Flask

এবার app নামের Flask এর একটি instance বানিয়ে নিবো।

app = Flask(__name__)

এখন route তৈরি করবো।এর জন্য @app.route() decorator use করবো।এই decorator এর পরে যেই function টি define করবো সেই function যা return করবে সেটিই হবে ওই url এর response।আমরা প্রথমে / এর জন্য একটি route বানিয়ে নিবো

@app.route('/')

এখন একটি function define করতে হবে।

def home():
    return "This is homepage"

এই function টি This is homepage return করে।তাই / route এ আমরা এটি response text হিসেবে পাবো।

এখন app instance টি run করার জন্য লিখবো:

if __name__ == "__main__":
    app.run(debug=True)

এখানে debug=True দিলে এটি development environment এ run হবে।এখানে কোনো port specify করে না দিলে by-default 5000 port এ run হবে।আর port specify করতে চাইলে এভাবে লিখতে হবে। app.run(debug=True,port={{port}}) যেমন:

app.run(debug=True,port=8080)

তো এখন output দেখা যাক:


এবার আমরা একইভাবে  /about route তৈরি করবো।

@app.route('/about')
def about():
    return "This is about page"

Output:


Full code:

from flask import Flask
 
app = Flask(__name__)
 
@app.route('/')
def home():
    return "This is homepage"
  @app.route('/about') def about(): return "This is about page"   if __name__ == "__main__": app.run(debug=True)

 

বিভিন্ন Tips And Tricks পেতে Join করতে পারেন: t.me/techzbd
 

One thought on "বাংলায় Flask শিখুন | Python Flask Course – First Programme #2"

  1. TrickBD Support Moderator says:
    Marked as non-profit to adjust reward as it is a follow-up post.

Leave a Reply