আসসালামুয়ালাইকুম!

PHP/Laravel দিয়ে TrickBD’র মতো সাইট তৈরি (পর্ব-২) – শুরু থেকে পূর্ণাঙ্গ গাইড!
সিরিজের ২য় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি! 🎉

গত পর্বে আমরা দেখেছি, আমাদের অ্যাপটিতে কী কী ফিচার বা ফাংশনালিটি থাকবে।
যদি আপনি প্রথম পর্ব না দেখে থাকেন, তাহলে আগে দেখে আসার অনুরোধ রইলো – লিঙ্ক

এই পর্বের বিষয়:

এই পর্বে আমরা কাজ করার জন্য যে ডেমো সাইট তৈরি করবো সেটার একটি নাম ঠিক করবো, সেটির জন্য একটি লোগো তৈরি করবো এবং সেটিকে লাইভে প্রকাশ করবো।

সাইটের নাম:

আমি আমাদের সাইটের নাম Triklo রাখার সিদ্ধান্ত নিয়েছি!
এই Triklo-তেই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাজ করবো, এবং সেগুলো লাইভ থাকবে। আপনি চাইলে সবকিছু সরাসরি দেখতে পারবেন।

লোগো এবং ফেবিকন তৈরি:

নাম ঠিক করার পর, আমাদের সাইটের জন্য একটি লোগো এবং ফেবিকন তৈরি করেছি।
এই লোগোটি তৈরির জন্য আমি TextStudio ব্যবহার করেছি।

লোগো চিত্র:

ফেবিকন আইকন:

প্রজেক্ট সেটআপ:

এখন আমরা একটি নতুন Laravel প্রজেক্ট সেটআপ করবো।
আমি ইতোমধ্যে প্রজেক্ট সেটআপ সম্পন্ন করেছি এবং এটিকে আমার সাবডোমেইনে লাইভ করেছি।

আপনারা চাইলে এই ডেমো লিঙ্ক থেকে প্রজেক্টের বর্তমান অবস্থা দেখতে পারবেন।

লাইভ ডেমো লিঙ্ক

প্রজেক্টের বর্তমান অবস্থা:

পরবর্তী পর্বে:

আজকের জন্য এই পর্যন্তই!
আগামী পর্বে আমরা সাইটের কন্টেন্ট এবং ফাংশনালিটি নিয়ে কাজ করবো।

ভালো থাকবেন! 😊
আল্লাহ হাফেজ!


Download Project File










5 thoughts on "PHP/Laravel দিয়ে TrickBD’র মতো সাইট তৈরি (পর্ব-২) – শুরু থেকে পূর্ণাঙ্গ গাইড!"

  1. Humayun Shariar Himu Author says:
    ভালো উদ্যোগ তবে আপনি যেহেতু লার্নিং এর সাথে নিজের এচিভমেন্টের জন্যও এটা করছেন বা করবেন তাই সাব ডোমেইনে না করে রুট ডোমেইনেও তো করা বেটার হতো; এতোদিন যারা ভিজিট করবে তারা পরিচয় এর সাথে সাথে সেটার পরিচিতিও হবে। রুট ডোমেইনটাও তো ব্লগিং করার জন্য ডেডিকেটেড রেখেছেন তাহলে সেটাই করলে ভালো হতো – পরবর্তীতে যদি মুভ করেন তবে সকল ব্যাকলিংক ডেস্ট্রয় হয়ে SEO তে বাজে স্কোর হবে; এ্যা’টাকিং আটকাতে রিডাইরেক্ট না করে ক্লাউফায়ার ব্যবহার করলে ভালো হতো।
    1. Humayun Shariar Himu Author says:
      আর হ্যা, পিএইচপিতে কিছু ভুল হচ্ছে যেখানে গিটের ওপেন এসএসএল ব্যবহার করেছেন এটার মোডিফিকেশন আর পিএইচপি ভার্সন php 8.3.3 এর কিছু দূর্বলতা; খুঁত খুঁজে বের করা উদ্দেশ্য নয় যেন আপনি উৎসাহিত হউন তার প্রচেষ্টায় একটু সাজেশন দেওয়ার চেষ্টা করেছি মাত্র।
      শুভকামনা
    2. MD Kholil Author Post Creator says:
      🩷🩷🩷
  2. Torikul+Islam+Rakib Contributor says:
    Thank you next post please…

Leave a Reply