প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন ।  আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

ওয়েবসাইট



বর্তমান যুগের খুবই জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম,

কেউ সখের কারণে,
কেউ বা অনলাইনে ইনকামের উদ্দেশ্যে অথবা কেউবা বিখ্যাত হওয়ার জন্য ওয়েবসাইট তৈরী করে থাকে।

আচ্ছা একটু ভেবে দেখলেই হয়তো বুঝতে পারবেন যে, ইন্টারনেটের জগতের পুরো অংশ জুড়ে সবই কিন্ত ওয়েবসাইট তাই না?

গুগল(google.com), ফেসবুক(facebook.com), ইউটিউব(youtube.com) অথবা আইটিজানো(itjano.com) এগুলো সবই কিন্ত ওয়েবসাইট।

কোনোটা সার্চ ইন্জিন হিসাবে, কোনোটা সোশ্যাল, কোনোটা আবার ব্লগ সাইট ইত্যাদি নানান রকম ওয়েবসাইট হয়।
এগুলোর এক একটির এক এক রকম কাজ।

ওয়েবসাইট আমাদের জীবন-কে অনেকটাই সহজ করে তুলেছ, আগের দিনে পরীক্ষার রেজাল্ট দেখতে বিদ্যালয়ে গিয়ে নিয়ে আসতে হতো তবে ওয়েবসাইটের উন্নতির জন্য এখন ঘরে বসেই মোবাইল কম্পিউটার দিয়ে ওয়েবসাইট থেকে খুব সহজেই রেজাল্ট পাওয়া যায়।

যারা ওয়েবসাইট সম্পর্কে কিছুটা জানে তাদের অনেকেরই ওয়েবসাইট তৈরী করতে ইচ্ছা হয় আর সেটা যদি হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তাহলে তো কোনো কথায় নয়,

ওয়ার্ডপ্রেস



বর্তমান যুগের একটি জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডার, ওয়ার্ডপ্রেস ব্যবহার অনেকটাই সোজা এবং ব্যবহার ও অনেকটা মজার তাই এটার জনপ্রিয়তাও অনেক বেশি।

ওয়ার্ডপ্রেসে খুব সহজেই থীম আপলোড করে সাইটের ডিজাইন মিনিটের মধ্যোই পরিবর্তন করা যায়।

তাছাড়া নতুন নতুন আরো পদ্ধতি ওয়ার্ডপ্রেস সাইটে যুক্ত করা যায় প্লাগীন ব্যবহারের মাধ্যমে।

এসকল নানা সুবিধার জন্য বর্তমানে ওয়ার্ডপ্রেস খুবিই জনপ্রিয়তা পেয়েছে অনলাইনে।

ওয়ার্ডপ্রেস একটি পেইড প্রোগ্রাম এটা ব্লগারের মতো ফ্রী নয়,
ওয়ার্ডপ্রেস সাইট তৈরী করতে সবার প্রথম দুইটি জিনিসের প্রয়োজন পড়বে,
১! হোস্ট

২! ডুমেইন

এগুলো হলো ওয়ার্ডপ্রেস সাইট তৈরীর প্রধান আসবাবপত্র।

হোস্ট



আমরা যখন বাড়ি তৈরী করি তখন প্রথমেই আমাদের একটি জমির প্রয়োজন পড়ে,

তার কারণ আমরা যে ঘড়টি তৈরী করব তার জন্য একটি স্থান আমাদের প্রয়োজন পড়ে আর এই স্থানটিই হলো জমি-জায়গা।

-ঠিক তেমনি অনলাইনে আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরী করতে যাবো তখন সবার প্রথম আমাদের সাইটটি তৈরীর জন্য একটি জায়গা বা স্থান দরকার পড়বে।
আর অনলাইনে এই স্থানটিই হলোঃ হোস্ট।

প্রত্যেকটি ওয়েবসাইট তৈরীর জন্যোই হোস্টিং এর প্রয়োজন পড়ে,

এখন একটি প্রশ্ন থাকে “তাহলে ব্লগার সাইটে তো হোস্ট এর প্রয়োজন পড়ে না”

না এটা ভূল ধারণা ব্লগার সাইটেও হোস্ট এর প্রয়োজন পড়ে তবে ব্লগার একটি ফ্রী ওয়েবসাইট বিল্ডার প্লাটফর্ম তাই গুগল ফ্রীতেই ব্লগার সাইটের জন্য হোস্ট দিয়ে দেই।
হোস্টিং এর একটি সাইজ আছে,

আপনি যখন একটি বাড়ি তৈরীর জন্য জমি কিনবেন তখন নিশ্চয়ই জমির একটি পরিমাণ অনুযায়ী কিনবেন?

আপনার বাড়িটা কতো বড় করবেন তার উপর নির্ভর করে জমির পরিমাণ নিবেন, সেটা হতে পারে ১কাঠা জমিন, অথবা ৫কাঠা জমিন।

ঠিক তেমনি অনলাইনে হোস্টিং এর ও একটি পরিমাণ আছে আর এখানে এই পরিমাণ কে মেগাবাইট বা গিগাবাইট (Megabyte Or Gigabytes) হিসাবে পরিমাপ করা হয়,

১০২৪মেগাবাইট = ১গিগাবাইট

আপনি আপনার সাইটটি কতো বড় করতে চান তার উপর নির্ভর করে হোস্টিং কিনবেন।

এবার আসি হোস্টিং এর প্রকারভেদ নিয়ে আলোচনায়,

অনেকরকম হোস্টিং অনলাইনে কিনতে পাওয়া যায়,

>শেয়ারড হোস্ট(Shared Host)

>ওয়ার্ডপ্রেস হোস্ট(WordPress Host)

>ক্লাউড হোস্ট(Cloud Host)

এরমধ্যো সবচেয়ে জনপ্রিয় হলো শেয়ারড হোস্ট(Shared Host) এর কারণ এটি অনেক সস্তা দামে কিনতে পাওয়া যায়,

আর সবচেয়ে ভালো হোস্ট ক্লাউডহোস্ট(Cloudhost) তবে এর দাম একটু বেশি হওয়ায় এটার জনপ্রিয়তা খুবিই কম।

এবার আসি হোস্টিং কিনবেন কোথায় থেকে?

বর্তমানে লক্ষ লক্ষ হোস্টিং সাইট তৈরী হয়েছে এর মধ্যো হাজারো সাধারণ মানুষের হোস্টিং সাইট ও আছে,

অনেকে যেমন তেমন হোস্টিং সাইট থেকে হেস্টিং নিয়ে সাইট তৈরী করছে তবে দেখা গেলো কিছুদিন পর হোস্টিং সাইটটিই বন্ধ হয়ে গেলো,

তাহলে আপনার সাইটের ও কোনো অস্তিত্ব থাকবে না।
এজন্য সঠিক ওয়েব হোস্টিং সাইট থেকেই হোস্টিং কেনা দরকার,

বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কিছু ওয়েবহোস্টিং সার্ভারঃ

১! Goddady

২! Namechepe

বর্তমানে এই দুটি ওয়েবহোস্ট সার্ভারই সবচেয়ে জনপ্রিয়।

ডুমেইন



জমি কিনে তো একটি বাড়ি তৈরী করলেন এখন যদি আপনার কোনো বন্ধু আপনার সেই বাড়িতে আসতে চায় তাহলো তাকে কি বলে চিনিয়ে দিবেন আপনার বাড়িটা?

বাড়িটা চেনাতে হলে নিশ্চিয় বাড়িটির একটি ঠিকানা প্রয়োজন পড়বে।

ঠিক তেমনি অনলাইনে আপনার ওয়েবসাইটে কেউ ঢুকতে চাইলে ডুমেইন নেম এর ঠিকানা ব্যবহার করে ঢুকতে পারবে।

স্যার টিম বার্নাস লী লন্ডনে জন্ম নেওয়া একজন পদার্থবিধ। তিনি চিন্তা করেছিলেন এমন একটি হাইপারলিঙ্কের কথা যার দ্বারা পৃথিবীর সবাই যুক্ত থাকবে। সেই মহৎ ব্যক্তির অসাধারন আবিষ্কারকে মানুষ উন্নতির চরম পর্যায়ে নিয়ে গেছে।

info.cern.ch হল বিশ্বের প্রথম ডোমেইন/ওয়েব সার্ভার। ১৯৯১ সালের আগস্ট মাসের ৬ তারিখে এটি পাবলিশ করা হয়।

আপনারা ইচ্ছা করলে এখনি সেই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন (নাহ এখন না, টিউনটা শেষ করে নিন :P) সাইটটা এখনো আগের মতোই আছে, সাদামাটা করে রেখে দেওয়া হয়েছে যেন ইতিহাসটা অক্ষুন্ন থাকে।

বর্তমানে সবচেয়ে প্রচলিত ডুমেইন গুলো হলোঃ
.com .net .org

এই তিনটি ডুমেইন ই এখন অনলাইনে সবচেয়ে বেশি জনপ্রিয়।

হোস্টিং এবং ডুমেইন কেনা হয়ে গেলে মনে করুন আপনার ওয়েবসাইটের ৫০% ভাগ কাজ হয়ে গেছে,

তবে এখনো ৫০% ভাগ কাজ বাকি আছে।

সেগুলো কি কি?

১! আপনি যেই হোস্টিং ও ডুমেইন কিনেছেন সেগুলো একসঙ্গে সেটআপ করতে হবে, মানে সেগুলো যদি ভিন্ন ভিন্ন সার্ভার থেকে কেনা হয়ে থাকে তাহলে সেগুলো এক জায়গায় একসাথে করতে হবে।

২! এরপর হোস্টিং এবং ডুমেইনটি দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করে নিতে হবে।

৩! এবং শেষ যেই স্টেপটি আছে সেটা হলো সাইট ডিজাইন, আপনার মন মতো একটি থীম ও কিছু সংখ্যাক প্লাগীন ব্যবহার করে সাইটটি অনলাইনে রেডি করে ফেলতে পারবেন।
তাহলে আসুন সাইট তৈরীর কাজ শুরু করি,

১!

আপনি যদি হোস্টিং ও ডুমেইন একই সার্ভার থেকে কিনে থাকেন তাহলে আঅটোমেটিক ভাবে হোস্টিং এর সাথে ডুমেইন এডঅন করা থাকবে।

আর যদি ডুমেইন অনয় সার্ভার থেকে কিনেন তাহলে প্রথমে সেই ডুমেইনটা আপনার হোস্টিং এর সাথে কানেক্টেড করতে হবে। এর জন্য….


যেখান থেকে ডুমেইন কিনেছেন সেইখানে লগইন করুন, এরপর My Domain অপশন থেকে আপনার ডুমেইনটির নেম-সার্ভার পরিবর্তন করে যেই হোস্ট এর সাথে ডুমেইন কানেক্টে করতে চান সেটার নেম-সার্ভার বসিয়ে দিন।

এবার আপনার হোস্টিং সি-প্যানেলে লগইন করে Addon Domain এ ক্লিক করুন।

আপনার ডুমেইন নেমটি দিয়ে এবার Add Domain বাটনে ক্লিক করুন।
ব্যাস ডুমেইনটি আপনার হোস্টিং এর সঙ্গে কানেক্টেড হয়ে যাবে।
আর যারা একই সার্ভার থেকে হোস্ট ও ডুমেইন কিনবেন তাদের ডুমেইন কানেক্টেড না থাকলে এরকমভাবে কানেক্টেড ও করে নিতে পারবেন।

২!


এবার আসুন আমাদের হোস্টিং এবং ডুমেইনটি দিয়ে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেই,
তো এর জন্য সি-প্যানেলের হোমপেজের Softaclues Apps Installer এ ক্লিক করি।

এবার ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে Install এ ক্লিক করুন।

এবার প্রত্যেকটা তথ্য সঠিকভাবে দিন, এরপর কিছু থীমের লিস্ট দেওয়া থাকবে সেখান থেকে একটা বেছে নিয়ে ইনস্টলেশন করে নিন।
ব্যাস সাইট রেডি।

৩!

আপনার সাইট তৈরী হয়ে গেলে সি-প্যানেলের তেমন আর একটা প্রয়োজন পড়বে না ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন।

আপনার সাইটটি সুন্দর করে তূলতে একটি সুন্দর থীম একটিভ করে নিবেন।

এবং সাথে প্লাগীনের ও অনেক দরকার আছে, অনেক গুলো প্লাগীন আছে যেগুলো অনেক কার্যকরী সেগুলো ইনস্টল করে নিবেন।

তৈরী হয়ে গেলো আপনার নিজিস্ব নিজ হাতে তৈরী একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট,

আমার মতে ডুমেইন হোস্টিং সবকিছু সহকারে মাত্র ২৫০০৳ টাকার মধ্যোই একটি ভালো মানের ওয়েবসাইট তৈরী করতে পারবেন।

তাহলে আর দেরী কেনো আজই তৈরী করে ফেলুন আপনার প্রথম ওয়েবসাইট।

প্রিয় ভাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আরো নতুন কিছু নিয়ে আসব পরবর্তী টিউটোরিয়ালে।

কিছু কথা



আমরা কয়কজন মিলে একটি ফেসবুক মেসেন্জার গুরুপ তৈরী করেছি IBS – Team, সেখানে ওয়েবসাইট, এপস, ইত্যাদি ওয়েবডেভোলোপমেন্ট গুরুপে ভিডিওর মধ্যমে শেক্ষানো হবে।
আমরা ৫০জনকে নিবো গুরুপে, জোয়েনিং ফি ৫০০৳ টাকা, ১৪দিনে গ্যারান্টি সহকারে একজন সম্পূর্ণ ডেভোলোপার তৈরী করে দিবো।
জোয়েন হওয়ার শেষ তারিখ ৩১/০৩/২০২০
আরো জানতে ফেসবুকে আমাকে মেসেজ করুন।

আমাদের কাছ থেকে আপনার শিক্ষা শেষ হলে উপহার হিসাবে ১০টা প্রিমিয়াম পি,এইচ,পি স্ক্রাইপ্ট, ৫টা প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থীম দিয়ে দেওয়া হবে।

19 thoughts on "[নতুনদের জন্য] ওয়ার্ডপ্রেস সাইট তৈরী করার টিউটোরিয়াল [বিস্তারিত জানুন]"

    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Tnx
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Tnx
  1. jahid71 Contributor says:
    Oneek bhalo post bro ❤❤❤❤
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Tnq
  2. Sajel Contributor says:
    ভাই ফ্রিতে কি শিখানো যাবে না…. প্লিজ ভাই খুব ইচ্ছে
    1. Hasib106083 Contributor says:
      Same ☹️
    2. Md Baijit Bustami Author Post Creator says:
      ?
    3. Hasib106083 Contributor says:
      Baijit Vai…free te ki development gula sikhano jai??☹️☹️ Khb issa Ase but tk nai?
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      Tnq you☺
  3. Masum Al-Akil Contributor says:
    কি রকম সাইটের জন্য কি রকম হস্টিং প্রয়োজন তা নিয়ে পোস্ট করেন। যেমন প্রশ্ন উত্তর সাইটে কেমন টাইপের হোস্টিং নিতে হবে
  4. Fnc+Faruk Contributor says:
    bro ami aponar onek boro bokt ami aponar protiti post pori
    thank
    1. Md Baijit Bustami Author Post Creator says:
      ?

Leave a Reply