সারা বিশ্বে শত কোটির উপর ওয়েবসাইট আছে, তবে ভিজিটরস বিহীন ওয়েবসাইট সম্পূর্ণ মূল্যহীন, এলেক্সা-তে ৮০০০০০০০ এর নিচের রেংকে থাকা সাইট গুলো কাউন্ট করে না, কারণ সেগুলো মূল্যহীন।

আজকে আমি আপনাদেরকে বাংলাদেশী একটি ট্রাফিক এক্সচেঞ্জ সাইটের সঙ্গে পরিচয় করিয়ে দিবো যেখান থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটরস নিতে পারবেন।

আমাদের.ক্লাব নামটি অনেকেই হয়তো শুনেছেন আবার কেউ শোনেননি, তবে আজকে ট্রিকবিডির মানুষ যারা এই পোস্টা দেখছেন তারা সাইটটি চিনে যাবেন,

আমাদের.ক্লাব (https://amader.club) সাইটটি থেকে আপনার মূল্যহীন ওয়েবসাইটের মূল্য বৃদ্ধি করাতে পারবেন,

——I Mean——

এই ওয়েবসাইটটা থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটরস নিতে পারবেন, এবং এই ভিজিটরস গুলো ১০০% আসল, আমাদের মতোই সাধারণ মানুষ ক্রেডিট এর জন্য আপনার ওয়েবসাইটটি ভিজিট করবে। সে আবার ক্রেডিট দিয়ে তার ওয়েবসাইট এড করবে।  মূলত এটাই ট্রাফিক এক্সচেঞ্জ।

হ্যাটারদের উদ্দেশ্য কিছু কথা –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। সাইটটি আমার নয় আমি ব্যবহার করেছি ভালো লেগেছে তাই পোস্ট করলাম*
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।



আশা করি কথা গুলো বোঝাতে পেরেছি? আসলে বাংলাদেশের মানুষ গুলোই এমন, আমি আগে অনেক পোস্ট করেছি, যেটা থেকে অনেকে উপকার পেয়েছে, আর আজ বা কাল একটি পোস্টে আমার একটু দোষ পেলে সাথে সাথে রিপোর্ট করবে, এই গুলোকে ইচ্ছে করে একটা করে লাথি মেরে দেশ থেকে উরিয়ে দেই।
আমি যদি ট্রিকবিডির এডমিন হতাম তাহলে এগুলোকে এক লাইনে দাড় করিয়ে লাথি মেরে বের করে দিতাম।

আচ্ছা এই গুলো দূরে থাক নর্ম, ভদ্র মানুষ আসুন পোস্টা দেখতে…!

আমাদের.ক্লাব (Amader.Club) সাইটের ভিজিটরস নিয়ে আপনার সাইটে এডসেন্স এপ্রূভ করাডে পারবেন, এলেক্সা রেংক বাড়ানো সহ সব কাজ হবে।

তাহলে আসুন দেখে নেই কিভাবে সাইটে কাজ করতে হবে।

কিভাবে একাউন্ট খুলবেন?

প্রথমে আমাদের.ক্লাব ভিজিট করুন।
http://amader.club

এবার উপরের মতো একটি পেজ আসবে সেখান থেকে মেনুতে ক্লিক করুন।

এবার Register এ ক্লিক করুন।

নাম, মেইল, ঠিকানা ইত্যাদি দিয়ে সাইনআপ করুন।  সাইনআপ হয়ে গেলো,
এখন আপনার ওয়েবসাইটে ভিজিটরস নিতে আপনার একাউন্টে ক্রেডিট ব্যালেন্স এর প্রয়োজন হবে।
দুইটি উপায়ে ক্রেডিট নিতে পারবেন।

১! ওয়েবসাইট ভিজিট করে
২! টাকা দিয়ে কিনে

কিভাবে ফ্রী ক্রেডিট আয় করবেন

এবার মেনুতে ক্লিক করুন।

এখন Click Add এ ক্লিক করুন।

অনেক গুলো ওয়েবসাইট লিংক পাবেন, একে একে ভিজিট করুন,
একটি লিংক ৫সেকেন্ড ভিজিট করলে ১টি ক্রেডিট পাবেন৷ ১টি ক্রেডিটে আপনার ওয়েবসাইটে একটি ভিজিটরস নিতে পারবেন।

৫সেকেন্ড ভিজিট হয়ে গেলে উপরে একটি অংক দিবে ওটা পূরণ করে সাবমিট করুন।

দেখুন ১টি ক্রেডিট যোগ হয়েছে,
এবার আসুন দেখি কিভাবে টাকা দিয়ে ক্রেডিট কিনবেন।

কিভাবে ক্রেডিট কিনবেন


এর জনয় আবার মেনুতে ক্লিক দিন।

এবার Diposit Fund এ ক্লিক করুন।

এবার বিকাশ আইকোণের নিচে Diposit now এ ক্লিক করুন।

যে কয়টাকা ডিপোজিট করতে চান সেটা দিয়ে Diposit Preview এ ক্লিক করুন।

ডিপোজিটটা পিরিভিউ করে দেখুন।

এবার কিভাবে পেমেন্ট করবেন সেইটা দেখে পেমেন্ট করে দিন তারপর…

ফর্মটি পূরণ করে পাঠিয়ে দিন।

ওকে।

১০-৩০ মিনিটের মধ্যে আপনার একাউন্ট ব্যালেন্সে ডিপোজিট করা টাকা জমা হয়ে যাবে।
এরপর মেনুতে ক্লিক করুন।

এবার Buy Credit এ ক্লিক করুন।

যেই প্যাকেজটি কিনতে চান সেইটা সিলেক্ট করে Buy বাটনে ক্লিক করুন। 

এবার Conform Buy এ ক্লিক করুন।

দেখুন ক্রেডিট চলে এসেছে। এখন আসুন আমার সাইটটি এড করি, এরজন্য আবারও মেনুতে ক্লিক দিন।

এবার Promote Add এ ক্লিক করুন।

এবার Add New এ ক্লিক করুন।

আপনার সাইট ডিটেইলস দিয়ে Create এ ক্লিক দিন।

কিছুক্ষণের মধ্যে আপনার ওয়েবসাইট এপ্রূভ হয়ে যাবে। এবং আপনার পরিমাণ অনুযায়ী ভিজিটরস পাবেন।
আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে?

ভালো লাগলে একটি কমেন্ট করবেন খারাপ লাগলে চুপ করে দেখে চলে যান বাজে কমেন্ট করে মেজাজটা গরম করিয়েন না।

ভালো থাকুন সুস্থ থাকুন।
ট্রিকবিডির সঙ্গেই থাকুন।

21 thoughts on "যেকোনো ওয়েবসাইটে ১০০% অরিজিনাল ভিজিটরস নিন | এই ভিজিটরস দিয়ে এডসেন্স এপ্রূব হবে | এবং এলেক্সা রেংক ও বাড়বে।"

  1. Abir Hasan Contributor says:
    Good post brother…
    But ei visitors diye sotti e ki adsense approved hobe?
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Thank You?
  2. MD Shakib Hasan Contributor says:
    Thanks For Share
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Welcome Bro
  3. Dip Dey Contributor says:
    Vai Site Ta Ki New
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Hm
  4. কাব্য Author says:
    site ta ki apnar.
    site ta khub sundor design and development hoyeche.
    tai site ta copy korar cesta korbo.
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Na site ta amar noi.
  5. Nishan khan Subscriber says:
    Good Job, Thnx For Shear.
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Tnx
  6. Mikaeel Contributor says:
    Youtube ae subscribers nite parbo bhai?
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Na.
      Tobe youtube channel link add korle oneke subscribe dibe.
    2. Mikaeel Contributor says:
      Tnq ?
  7. Soyon Contributor says:
    0000.blogspo. Com re kum domai a GoogleAdd Show Kore
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Apner khota ta tik bujlam na?
  8. Sukel Babu Contributor says:
    Thanks for shere
    1. Sadikur Rahman Author Post Creator says:
      Thanks For Comment
  9. Sadikur Rahman Author Post Creator says:
    Thanks For Comment

Leave a Reply