হ্যালো বন্ধুরা, টাইটেল দেখেই হইতো বুঝে গেছেন আজকে কি বিষয়ে সেখাতে যাচ্ছি ? আজকে আমরা মোবাইল দিয়ে ওয়েবসাইট তৈরী করব । এর জন্য কোনো প্রকার টাকা-পয়সা, হোস্টিং-ডোমেইন কিছুই দরকার পড়বে না । শুধু এই টিউটোরিয়ালটি সম্পূরর্ণটি দেখলেই হবে ।

ওয়াপব্লগ ( Wapblog.Id )

ওয়াপব্লগ হলো একটি ফ্রী ওয়েবসাইট তৈরীর তৈরীর প্লাটফর্ম । এটা সাধারনত নতুন্দের জন্য বেশি উপকারী , আর হ্যা আমি আমার জিবনের প্রথম ওয়েবসাইট এখান থেকেই বানিয়েছিলাম । তাই আপনাদেরকেউ এটা চিনিয়ে দিলাম । এখান থেকে হোস্ট ছাড়া এই সাইটের হোস্টে আপনার সাইট রাখতে পারবেন , এবং সেই সাথে আপনার পছন্দ মতো সাবডোমেইন ও ফ্রী নিতে পারবেন ।

  • .bloger.id
  • .fastblog.net
  • .idnblogger.com
  • .indowapblog.com
  • .wblog.id
  • .wbq.me

হ্যা বন্ধুরা ঠিক ধরেছেন, এই ৬টা ডোমেইন সাবডোমেইন হিসাবে পাবেন, আপনার ইচ্ছা মতো যেকোনো একটা নিয়ে ওয়েবসাইট তৈরী করে নিতে পারেন । আর এই প্লাটফর্মটির আরেকটি মজা হলো একটি একাউন্টে আপনি আনলিমিটেড ওয়েবসাইট তৈরী এবং সাবডোমেইন নিতে পারবেন । আর সেই সাথে আনলিমিটেড হোস্ট তো আছেই…

আরো পড়ুনঃ কোন প্লাটফর্মে ওয়েবসাইট তৈরী করলে সবচেয়ে বেশি ভালো হবে ?

ওয়াপব্লগ.আইডি এই প্লাটফর্মে ওয়েবসাইট ডিজাইন করার জন্য কোডিং এর ঝামেলাও আপনাকে করতে হবে না , এখান থেকে ফ্রীতে অসাধারন ডিজাইনের থীম আপনি ব্যবহার করতে পারবেন ।

২০১৫ সালের শুরুর দিকে ফাজার সদিক ( Fajar Sodik ) ওয়াপব্লগ আইডি তৈরী করে, এরপর দিনের পর দিন সাইট্টা আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে উঠে । আর এই সাইটের শুরুর সময় থেকে আছি আমি এদের সাথে ।

কিভাবে ওয়েবসাইট তৈরী করব ?

এখান থেকে ওয়েবসাইট তৈরী করাটা যদিও বা খুব সহজ তার পরও আপনাদের কে স্ক্রীনসুটের মধ্যমে দেখিয়ে দিচ্ছি যাতে ওয়েবসাইট তৈরীর সময় কোনো সমস্যা না হয় ।

—–সবার প্রথমে নিচের লিঙ্কে প্রবেশ করুন ।

………Wapblog.ID

এরপর…

 

উপরের মতো একটা স্ক্রীন চলে আসবে সেখান থেকে REGISTER এ ক্লিক করুন ।

 

এবার আপনার ই-মেইল এড্রেস্টি প্রবেশ করুন । এবং SUBMIT বাটনে ক্লিক করুন ।

তারপর আপনার মেইলে একটা ভেরিফাইড লিঙ্ক যাবে, সেটাতে ক্লিক করুন ।

 

এবার কিছুক্ষন অপেক্ষা করুন ।

 

আপনার একাউন্টটি তৈরী হয়ে গেছে , এখন ADD BLOG এ ক্লিক করুন ।

 

এবার আমরা ব্লগ তৈরী করব, আপনার সাইটের সাবডোমেইন এবং আরো কিছু ইনফরমেশন দিন ।

 

ওয়েবসাইট তৈরী হয়ে গেছে । কতো সহজ তাই না? হুম আস্তে আস্তে বড় বড় প্লাটফর্মের কাজ ও শিখে নিতে পারবেন এভাবেই ।

 

এক্সট্রা টিপস

বন্ধুরা এক্সট্রা টিপস বলতে আরো কিছু বিষয় বলে দিচ্ছি সেগুলো হলোঃ এই সাইট্টির ডিজাইন আগেই বলেছি থীম ইন্সটল করে করতে পারবেন , ফুটার এর EXPLORE সেকশন থেকে Theme এ ক্লিক করলে অনেক গুলো থীম পেয়ে যাবেন যেকোনো একটা থীমই চাইলে ইন্সটল করে নিতে পারবেন । তাছারা থীম ইডিটের ও অপশন আছে সেখান থেকে থীম ইডিট করে নিতে পারবেন ।

কিছু কথাঃ

আওয়্যারট্রিক ডট কম (ourtrick.com) দিচ্ছে পোস্ট লিখে আয় করার এক দারুন সুযোগ, প্রতি পোস্টের জন্য ৫৳ টাকা করে দেওয়া হবে, এবং আপনার একাউন্টে ৫০৳ টাকা হলে রিচার্জ কিংবা বিকাশে উইথড্র করতে পারবেন । তাছাড়া থাকছে ৩টি পোস্ট করেই অথর হওয়ার সুযোগ ।

VISIT NOW ITSadik.Xyz

5 thoughts on "সম্পূর্ণ ফ্রীতে মোবাইল দিয়ে প্রফেশোনাল মানের ওয়েবসাইট তৈরী করুন মাত্র ১০ মিনিটে"

  1. Al Sayeed Author says:
    image er link thik koren or, trickbd te upload koren
  2. rakibhasanh7gmail.com Author says:
    আতস কাঁচ ব্যবহার করেও ছবি গুলো দেখা যাচ্ছে না।

    তাছাড়া পোস্ট টি ও মানসম্মত হয়নি ।

  3. mustasiralsani6 Contributor says:
    image dakha jasca na
  4. Levi Author says:
    সুন্দর।

Leave a Reply