আসসালামু আলাইকুম

আজকের পোস্টে আমরা জানবো এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে । আগেই বলে রাখি এই পোস্টটি একেবারে নতুনদের জন্য ।যারা html css সম্পর্কে জানেন না অথবা অল্প অল্প জানেন তাদের জন্য।

এ পোস্টে যারা জানেন না শুধু তাদের জন্য , এবং যারা নিজের মনের মতো একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য । এইচটিএমএল ও সিএসএস সম্পর্কে জানেন তাদেরকে এ পোস্টটি স্কিপ করার অনুরোধ রইলো ।
এইযে আমার যত ধরনের ওয়েবসাইট দেখতেছি তা সবকিছুর মূলে রয়েছে এইচটিএমএল ও সিএসএস । তবে শুধুমাত্র এগুলো দিয়ে একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায় না । এগুলো হচ্ছে একটি ওয়েবসাইটের মূল । তবে আপনি এই দুটি শিখে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ।

HTML-এর পূর্ণরূপ হল Hypertext Markup Language । এটি ওয়েব প্রোগ্রামের একটি ল্যাঙ্গুয়েজ । এটি দিয়ে ওয়েব ডিজাইনের স্ট্রাকচার তৈরি করা হয় । আমরা ইন্টারনেট ব্রাউজ করলে যে ওয়েব পেজ গুলি দেখতে পারি সেগুলো সব গুলো HTML দিয়ে তৈরি । HTML দিয়ে মূলত ওয়েব পেজের বা ওয়েব ডিজাইনের স্ট্রাকচার তৈরির ক্ষেত্রে HTML ব্যবহার করা হয়।

CSS কি ?

CSS এর পূর্ণরূপ Cascading Style Sheets । এটি ওয়েব প্রোগ্রামের একটি ল্যাঙ্গুয়েজ ।সহজ কথায় বলতে গেলে এটি হচ্ছে একটি ওয়েবসাইটের মেকআপ । একটি ওয়েবসাইটকে যত মেকআপ করতে পারবেন তাত সেটি সুন্দর দেখাবে এবং তথ্য আকর্ষণীয় হবে । CSS এমন একটি ল্যাঙ্গুয়েজ যা দ্বারা ওয়েবসাইটে যেকোনো ধরনের ডিজাইন করা সম্ভব । প্রায় সব ওয়েবসাইট এ CSS দিয়ে ডিজাইন করা হয় ।

এখন আসি কোথা থেকে শিখতে পারবেন
এইচটিএমএল ও সিএসএস শিখার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে । তার বেশিরভাগই ইংরেজিতে । তবে বাংলাতে বেশ কিছু ভাল ওয়েব সাইট রয়েছে ।

আমি নিচে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিলাম এখান থেকে আপনি শিখতে পারবেন :

Link 1

Link 2

Link 3

এই লিংক  থেকে আপনি পাঠ টু পাঠ দেখে দেখে  নিজে নিজে শিখতে পারবেন ।

 আমি আপনাদের সাথে আরেকটি সাইট শেয়ার করব

এই সাইটটিতে তারা বর্তমানে html  and css course চালু করেছে সম্পূর্ণ ফ্রিতে ।তাদের কোর্স টির বৈশিষ্ট্য :

  • উদ্দেশ্য মূলত যারা ওয়েবসাইট ডিজাইন করতে চায় তাদের যেন এই মুল দুইটা জিনিস ভালোমতো আয়ত্ত করতে সাহায্য করা ।
  • আপনি যেই ইউজার (জাভা ,অ্যান্ড্রয়েড বা পিসি) হন না কেন যদি ইচ্ছা থাকে ওয়েবসাইট তৈরি করার তাহলে তাদের সাহায্য করা ।
  • তারা course টি এমন ভাবে পরিচালনা করবে যাতে কোর্স শেষে এ অংশগ্রহণকারী তিনটি ছোটখাটো সাইট তৈরি করতে পারে । যার একটি হবে তার নিজের জন্য ,একটি হবে স্কুলের জন্য ।আরেকটি হবে যেকোনো একটি দোকানের জন্য ।
  • যে শিক্ষতে চাই তাকে পূর্ণ নির্দেশনা দেওয়া এবং যে কোন প্রশ্ন থাকলে তা সরাসরি করার সুযোগ পাবেন ।
  • এবং কোর্স শেষে তারা সার্টিফিকেট প্রদান করবে ।

আমি মনে করি একজন নতুন এর জন্য এ কোর্সটি অনেক লাভজনক হবে ।

কোর্সটিতে রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন :

Click here for registration

Last date of registration 30 november 2020 .

ধন্যবাদ সবাইকে ।

 

 

7 thoughts on "Html CSS কি , কিভাবে শিখবেন (নতুনদের জন্য – জাভা ইউজার রাও দেখতে পারেন)"

  1. masumarnab Contributor says:
    Wow Tnx For Post Vai.Ami Projuktimama.Xyz সাইটে রেজিষ্টেসন করলাম Html শেখার জন্য
    1. Samim Author Post Creator says:
      Good . Form piron korcen?
  2. Muhammad Rahad✅ Author says:
    আমি তখনই প্রযুক্তিমামাতে রেজিস্টেশন করেছি। কিন্তু তারা এখনো HTML CSS এর কোর্সগুলো চালু করে নাই। আপনি বলতে পারবেন কত তারিখ থেকে শুরু করবে?
    1. Samim Author Post Creator says:
      Apni tader new post yi dakun .jatar link ami dici .oita te bolece 1 tarik thake suru korbe tara .

Leave a Reply