অনেক দিন পরে লিখতে যাচ্ছি, আজ আপনাদের ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট সিকিউরিটির বিশাল অফার এর খবর জানাতে এসেছি।

NameCheap তাদের বছরের সেরা বিক্রয় অফার শুরু করেছে, সর্বোচ্চ ৯৭% হারে বিভিন্ন পন্যের উপর ছাড় দিচ্ছে।  এটি আসলে ব্ল্যাক ফ্রাইডে অফার, বছরে একবারই তারা এই অফার দিয়ে থাকে।  যারা নিজের স্বপ্নের ওয়েবসাইট বানানোর জন্য অপেক্ষা করছেন এখন তাদের জন্য ঈদের দিন, আর যারা বানানিয়ে ফেলেছেন তারা অফার গুলো দেখে যদি মনে হয়ে ট্রান্সফার হয়ে চলে আসবেন তাদেরও নিরাশ হওয়ার কারন নেই, কারন তাদের জন্য অফার রয়েছে, নেমচিপ আসলে “বাদ যাবে না একটি মানুষ” এই টাইপের মার্কেটিং শুরু করেছে।

আসুন আগে, NameCheap (নেমচিপ) সম্পর্কে জেনে নেই, নাম যেমন কাজ তেমন, আপনি যদি তাই ভেবে থাকেন তাহলে এই কোম্পানির ক্ষেত্রে সেটা একটু উলটো হবে।  নেমচিপ আসলে তাদের মার্কেটিং এর ক্ষেত্রে তাদের ব্রান্ড নেম এর মিল রেখেছে।  তারা তাদের ব্রান্ড নেম এত মানুষের কাছে প্রচার করেছে যে, এখন তাদের নামটাই সস্তা হয়ে গেছে, কি কিছু বুঝলেন কি? নেমচিপ এর যাত্রা শুরু হয় ২০০০ সালে “রিচার্ড কার্কেন্ডাল” এর হাত ধরে।  নেমচিপ, Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) এর স্বীকৃত ডোমেইন নেম নিবন্ধন কারি, যাদের এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ রেজিস্টার গ্রাহক আসে এবং ১ কোটি ডোমেইন নেম তাদের মাধ্যমে নিবন্ধন হয়েছে, এখন হয়ত বুঝতে পেরেছেন তাদের বিজনেস মডেল।  তারা আসলে বাজেট অপ্টিমাইজ সেবা দিয়ে থাকে, যার মানে খুব কম মুনাফা নিয়ে ব্যপক গ্রাহকে সেবা বা পন্য দিয়ে থাকে।   নেমচিপ কম মুনাফা করে বেশি গ্রাহক  দিয়ে লাভবান হন আর অপর দিকে,  অন্য প্রতিষ্ঠান বেশি মুনাফা করে কম গ্রাহক সেবা দেয় ,  ফলাফল একই।

কোটি টাকার প্রশ্ন, কেন নেমচিপ থেকে আপনার ডোমেইন হোস্টিং কেনা উচিৎ?

কোটি টাকার প্রশ্নের যে, কত টাকার উত্তর দিতে পারবো জানি না, তবে লাখ খানিক তো হবেই।  উত্তরের প্রথমে যেই কথা বলতে চাই তাহচ্ছে, ধরুন “আপনি পানি কিনতে দোকানে গিয়েছেন, দোকানে কিনলে বা এয়াকুয়াফিনা সাথে রংধনু ব্রান্ডের পানির বোতল রয়েছে দুই ব্রান্ডের পানির দাম সমান ১৫ টাকা করে, আপনি কোনটি নিতেন? আমার ক্ষেত্রে, এয়াকুয়াফিনা” আমি খুব ভাল উদাহারন দিতে পারি না, সেই জন্য দুঃখিত।  যাই হোক এদের কাস থেকে সার্ভিস নেওয়ার প্রধান কয়েকটি কারন হলোঃ

  • কম বাজেটে ভালো জিনিশ, জি ভাই।  আমাদের দেশের মানুষের জন্য পারফেক্ট (নেমচিপের বিজনেস মডেলও কিন্তু এটাই)
  • ইন্টারনেশনাল ব্রান্ড, নির্ভরয্যোগতা (খুব ভাল অফারে ব্যাঙ্গের ছাতার মত কোন হোস্টিং থেকে হোস্ট কিনে ওয়েবসাইট বানালেন, দুই দিন পরে ব্যাঙ্গের ছাতা শুকিয়ে কাঠ)
  • সুপার সাপোর্ট, আমার নিজের অভিজ্ঞতা। সাপোর্টে নক করার সর্বোচ্চ ৩০ সেকেন্ডের ভিতরে রেস্পন্স
  • ওয়েবসাইট এর জন্য সব ধরনের জিনিশ এক জাগাতে পাবেন, দেখা গেলো এমন জাগা থেকে ডোমেইন কিনলেন যেখানে ডেডিকেটেড ভিপিস হোস্টিং নাই।
  • ডোমেইন মার্কেট প্লেস, অর্থাৎ আপনি নেমচিপ থেকে কম দামে ডোমেইন কিনে বেশি দামে আবার নেমচিপে বিক্রি করতে পারবেন।  (এইটার জন্য টিপসঃ এমন ডোমেইন কিনবেন যেটার আগামীতে অন্য কেও খুজবে – আমি এই পর্যন্ত ৩২০ ডোলার এর ডোমেইন বিক্রি করেছি)

এই হচ্ছে প্রধান কারন, আরও অনেক কারন থাকতে পারে তবে আপাততো এই মনে পরছে, যাই হোক শেষের টা কিন্তু চিন্তা করে দেখার বেপার।  যাই হক অনেক কথা বললাম, এখন কাজের কথায় আসা যাক।

নেমচিপ এর পেমেন্ট মেথডঃ মাস্টারকার্ড, ভিসাকার্ড, পেপাল, বিতকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম

কিভাবে নেমচিপে একাউন্ট খুলবেনঃ ডোমেইন, হোস্টিং, ট্রান্সফার যাই করেন না কেন আপনার একটা একাউন্ট অব্যশই লাগবে।  পরে যখন কিনা কাটা করবেন, একাউন্ট করার কোন ঝামেলা পোহাতে হবে না।

১।   এই লিঙ্কে প্রবেশ করুন (ব্লাক ফ্রাইডে অফার লিঙ্ক) আমাকে ক্লিক করুন একাউন্ট খোলার জন্য

২।  নিচের মত পেজ আসবে, সেখান থেকে “Sign Up” ক্লিক করুন

৩।  নিচের মত পেজে, প্রথমে আপনার উজারনেম, পরে পাসওয়ার্ড, তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিন, তারপরে আপনার ইমেল দিয়ে নিচের “Create Account and Continue” তে ক্লিক করুন।

৪।  আপনার মেইলে একটি কনফার্মেশন ইমেল যাবে, সেইটি ওপেন করে ভেরিফাই লিঙ্কে ক্লিক করে একাউন্ট ভেরিফাই করুন

৫।  এই বার নেমচিপ একাউন্টে লগিন করে, চুপ করে পোস্ট এর পরের অংশটুকু পরুন

ডোমেইন অফার

আপনি যদি ওয়েবসাইট বানাতে চান তার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ডোমেইন বাছাই করা বা কেনা, সাধারণত টপ লেভেল এর ডোমেইন এর দাম হয়ে থাকে এভারেজ .Com $8.50(৭২৫ টাকা), .Net $12 (১০২০ টাকা), .Org $12 (১০২০ টাকা) এর ভিতরে উঠা নামা করে।  এবার চলুন দেখি নেমচিপ কি অফার দিচ্ছে আপনাদের জন্যঃ

ডোমেইন TLD |  সাধারন বিক্রয় মুল্য  | অফারে বিক্রয় মুল্য

                                                                             .COM  | $9.48(৮০৫টাকা) | $5.98(৫০৮টাকা) [37% Off]

.Net  |$12.98(১১০৫টাকা)| $6.48(৫৫০টাকা) [50% Off]

.Org  |$12.98(১১০৫টাকা)| $6.48(৫৫০টাকা) [50% Off]ব্রিঃ দ্রঃ প্রতিটি ডোমেইন এর সাথে পাচ্ছেন ফ্রি, ডোমেইন নেইম প্রাইভেসি (Domain Privacy), ডোমেইন নেইম প্রাইভেসি কি জিনিস যারা জানেন না তদের জন্য ছোট করে বলি, এই ফিচারের মাধ্যমে আপনি আপনার ডোমেইন মালিকের নাম লুকিয়ে রাখতে পারবেন।  যার দাম সাধারণত ২ ডোলার থেকে ২০ ডোলার পর্যন্ত হয়ে থাকে।

কিভাবে কিনবেন অফারে ডোমেইনঃ

প্রথমে এই লিঙ্কে চলে যান এইটা ব্লাকফ্রাইডে অফার লিঙ্ক, এখানে ক্লিক করুন ডোমেইন কেনার জন্য

১।  নিচের মত পেজ পাবেন, যেখানে একটা বক্স পাবেন ডোমেইন সার্চ করার জন্য, আপনার মনের মত ডোমেইন এর নাম দিয়ে “Search” বাটনে ক্লিক করে দিন।

২।  সার্চ দিলে আপনাকে অন্য আর একটি পেজে নিয়ে যাবে, যেখানে আপনাকে .Com ডোমেইন সাথে অন্য ডোমেইন সাজেস্ট করবে।  আপনার পসন্দ মত ডোমেইন নিয়ে “Add to Cart” অপশনে ক্লিক করুন।

৩।  এবার “CheckOut” ক্লিক করুন

৪।  এবার চেক আউট পেজে আসলে সুন্দর করে এই কোডটি “BFCMTLD21” বসিয়ে দিয়ে, “Apply” এ ক্লিক করুন।

৫।  এইবার দেখুন ম্যাজিক, ম্যাজিক দেখার পরে “Confirm Order” ক্লিক করুন

৬।  ফাইনাল চেক আউট পেজ, আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে কি মাধ্যমে (মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেপাল, বিটকয়েন, লাইটকয়েন, এথেরিয়াম) টাকা পরিশোধ করবেন সেইটা সিলেক্ট করে “Continue” তে ক্লিক করুন, ব্যাস ক্লেল্লা ফতে।  আপনার ডোমেইন কিনা হয়ে গেসে।

হোস্টিং অফার

হোস্টিং অফারটা খুব ইন্টারেস্টিং, ৭১% ছাড় সব বাৎসরিক প্লান।  নেমচিপের হোস্টিং নিয়ে কোন কথা নেই আমি ৩ বছর যাবত ব্যবহার করছি, আপনি ওয়ার্ডপ্রেস থেকে পি এইচ পি স্ক্রিপ সহ যে কোন ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, তবে ওয়ার্ডপ্রেস ক্ষেত্রে আমি সাজেস্ট করব নেমচিপের EasyWP ব্যবহার করতে, এইটা নিয়ে পরে লিখছি আগে হোস্টিং টা শেষ করে নেই।  আগে চলুন দেখে নেই বেসিক হোস্টিং ফিচারস

  • Cpanel হোস্টিং
  • সব হোস্টিং এর সাথে ফ্রি CDN (Content Delivery Network) যারা SEO করেন তারা যানেন কি কাজের জিনিশ এইটা
  • সব হোস্টিং এর সাথে ফ্রি SSL (Secure Sockets Layer) যারা SEO করেন তারা যানেন কি কাজের জিনিশ এইটা

এবার চলুন দেখে নেওয়া যাক হোস্টিং প্যাকেজ এর:

Stellar – 11.88/yr (১০০০ টাকা প্রতি বছর) [Normal Price – 42.88]

  • Disk Space: 20GB SSD
  • File (Inode) Limit: 300.000
  • Bandwidth: Unmetered
  • Uptime: 100%
  • Hosted Domains: 3
  • Parked Domains: Unlimited
  • Subdomains: 30
  • Backups: Twice a Week
  • cPanel (Control Panel): YES
  • FTP Users: 50
  • Money-Back Guarantee: 30 Days

Stellar Plus – 19.88/yr (১৬৯০ টাকা প্রতি বছর) [Normal Price – 68.88]

  • Disk Space: Unmetered SSD
  • File (Inode) Limit: 300.000
  • Bandwidth: Unmetered
  • Uptime: 100%
  • Hosted Domains: Unlimited
  • Parked Domains: Unlimited
  • Subdomains: Unlimited
  • Backups: Twice a Week + Autobackup
  • cPanel (Control Panel): YES
  • FTP Users: Unlimited
  • Money-Back Guarantee: 30 Days

Stellar Business – 34.88/yr (২৯৬৫ টাকা প্রতি বছর) [Normal Price – 118.88]

  • Disk Space: Unmetered SSD
  • File (Inode) Limit: 600.000
  • Bandwidth: Unmetered
  • Uptime: 100%
  • Hosted Domains: Unlimited
  • Parked Domains: Unlimited
  • Subdomains: Unlimited
  • Backups: Twice a Week + Autobackup
  • cPanel (Control Panel): YES
  • FTP Users: Unlimited
  • Money-Back Guarantee: 30 Days

কিভাবে হোস্টিং কিনবেনঃ প্রথমে আপনার নেমচিপ একাউন্টে লগিন করা আসে কিনা দেখে নিন।  লগিন করা না থাকলে লগিন করে নিন।  আর যদি একাউন্টি খোলা না হয়ে থাকে তাহলে একদম শুরুতে চলে যান।  সেখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আসে।  হোস্টিং কেনার ক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে, নিচে তা দেওয়া হলো,

১।  এই লিঙ্কে চলে যান, হোস্টিং কিনার জন্য এখানে ক্লিক করুন, নিচের মত পেজ দেখাবে ।   এখন আপনি কোন প্যাকেজটি কিনবেন সেইটির “Get Started” ক্লিক করুন।

২।  এইবার আপনাকে আপনার হোস্টিংটির জন্য প্রাইমারি ডোমেইন সেলেক্ট করতে হবে, এ ক্ষেত্রে আপনি আপনার পুরান ডোমেইন ব্যবহার করতে পারেন বা নতুন ডোমেইন নিতে পারেন।  নিচে নতুন ডোমেইন দেওয়া হল, আগের বার এর ডোমেইন এখানে সিলেক্ট হয়ে আসে, আপনি আপনার মত ডোমেইন খুজে নিবেন এবং তার পরে “Add to Cart” ক্লিক করুন।

আপনার যদি আগের ডোমেইন থেকে থাকে সে ক্ষেত্রে নিচের মত করতে হবে, প্রথমে আপনাকে “Existing Domain Name” সিলেক্ট করতে হবে এবং তার পরে “Your Third-Party Domain Name” সিলেক্ট করতে হবে।  তারপরে “Find a domain name” বক্সে আপনার ডোমেইন দিয়ে “Connect To Hosting” ক্লিক করতে হবে

ক্লিক করার পর আপনার ডোমেইনটি কানেক্ট হয়ে যাবে হোস্টিং এর সাথে।  এর পর “Add to Cart” ক্লিক করলে আপনাকে চেক আউট পেজে নিয়ে যাবে।

৩।  এবার চেক আউট পেজে আপনাকে “Promo Code” বক্সে এই কোড বসাতে হবে “BFCMSTELLAR21” দিয়ে “Apply” দিন, তারপরে ম্যাজিক দেখুন।

৪।  এইবার “Confirm Order” ক্লিক করলে আপনাকে ফাইনাল চেক আউট পেজে নিয়ে যাবে।

৫।  ফাইনাল চেক আউট পেজ, আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে কি মাধ্যমে (মাস্টার কার্ড, ভিসা কার্ড, পেপাল, বিটকয়েন, লাইটকয়েন, এথেরিয়াম) টাকা পরিশোধ করবেন সেইটা সিলেক্ট করে “Continue” তে ক্লিক করুন, ব্যাস ক্লেল্লা ফতে।  আপনার ডোমেইন কিনা হয়ে গেসে।

তো এই ছিলো কিভাবে নেমচিপ থেকে হোস্টিং কিনবেন তার টিউটোরিয়াল, যদি কোথাও কোন অসুবিধা হয়, নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লেখাটা আপনার কাসে কেমন লেগেছে সেটা জানাতেও ভুলবেন না।  ধন্যবাদ সবাইকে।

One thought on "[বছরের শেরা অফার] সর্বোচ্চ ৯৭% ছাড় দিচ্ছে NameCheap বিভিন্ন পন্যের উপর হোস্টিং এর সাথে ফ্রি সিডিএন, এসএসএল। আর মাত্র ৫ দিন বাকি আসে"

  1. Levi Author says:
    সুন্দর।

Leave a Reply