ক্লাউড ওয়েবসাইট হোস্টিং — বাংলাদেশে এই প্রথম পে অ্যাস ইউ গো সুবিধায় ব্যবহার করতে পারবেন পরবর্তী প্রজন্মের  ক্লাউড হোস্টিং সার্ভিস ?️?️
সাইনাপ এ কোন চার্জ নেই, তাই এখনি অর্ডর করে নিজেই পরখ করে দেখতে পারেন এই  ক্লাউড হোস্টিং সার্ভিস ও এর ফিচার সমূহ।  ক্লাউড হোস্টিং এ ততটুকুর জন্যই পেমেন্ট করতে হবে  যতটুকু রিসোর্স আপনার ওয়েবসাইট ব্যবহার করছে।

ক্লাউড হোস্টিং কেনো ব্যবহার করবেন?

আপনি যা ব্যবহার করবেন ঠিক ততটুকুর জন্য প্রযোজ্য মূল্য আপনাকে প্রতি মাস শেষে ইনভয়েস আকারে পাঠিয়ে দেয়া হবে। অর্থাত, আর থাকছে না ওভার পেমেন্ট এর সমস্যা।
অনেক সময় দেখা যায় ৫ জিবি হোস্টিং কিনে রেখেছেন ২/৩ হাজার টাকা দিয়ে, কিন্তু আপনার প্রকৃত ব্যবহার হচ্ছে ২০০ বা ৩০০ এম্বি। এধরনের সমস্যা দূরীকরণেই কাজ করবে আমার হোস্টার এর ক্লাউড হোস্টিং। এক্ষেত্রে আপনি প্রতিমাসে ঠিক ততটুকুই পে করবেন যতটুকু স্টোরেজ, ব্যন্ডউইথ, বা ডোমেইন আপনি ব্যবহার করছেন।
আরো ভালো বোঝার জন্য নিচে একটি ইনভয়েস এর ক্লিপ সংযুক্ত করলাম।

ক্লাউড হোস্টিং এর সুবিধা কী?

সাথে আরো থাকছে র্যম, সিপিইউ এর পরিমাণ বেছে নেয়ার সুবিধা। এছাড়াও যে ফিচার গুলো থাকছেঃ
  • লাইটস্পিড ওয়েব সার্ভার
  • ক্লাউডলিনাক্স অপারেটিং সিস্টেম
  • দৈনিক, মাসিক, সাপ্তাহিক ব্যাকাপ
  • সফটাকুলাস অ্যাপস ইন্সটলার
  • ইমিউনিফাই ৩৬০
  • ফায়ারওয়াল সেকিউরিটি
  • ডডস প্রোটেকশন
  • ফ্রী SSL সার্টিফিকেট
  • ফ্রী সাব ডোমেইন
  • PHP, Python, Ruby, NodeJS
  • শেল অ্যাক্সেস
  • ৯৯.৯৯% আপটাইম
  • প্রিমিয়াম সাপোর্ট
  • ফ্রি মাইগ্রেশন, ইত্যাদি।

ক্লাউড হোস্টিং কি ফ্রী?

জ্বী, ক্লাউড হোস্টিং আপনি সম্পূর্ণ ফ্রী তে অর্ডর করতে পারেন। বর্তমানে কোন সেটাপ ফি বা ফিক্সড চার্জ নেই। তবে আপনার ওয়েবসাইট চালু রাখতে পরবর্তী মাস থেকে  ব্যবহৃত রিসোর্স এর জন্য পেমেন্ট করতে হবে। প্রতি মাসে পে করতে না চাইলে আপনি অ্যাডভান্স অ্যাড ফান্ড করে রাখতে পারেন এবং সেটা অটোমেটিক ভাবে ভিবিষ্যত ইনভয়েসে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। চলুন দেখে নেই অর্ডর করার পদ্ধতি।

Pay As You Go Cloud Hosting

লিঙ্ক এ ক্লিক করলে প্যাকেজ সিলেকশন পেইজে চলে আসবেন। এখানে আপনার রাম, সিপিইউ এর প্রয়োজনীয়তা অনুযায়ী যেকোন প্যাকেজ সিলেক্ট করুন, তবে র‍্যাম ও মেমরির ভিত্তিতে প্রাইসিং এর ভিন্নতা আছে।

এরপর একটি ডোমেইন রেজিস্টার, ট্রান্সফার বা একটি ফ্রি সাবডোমেইন নিয়ে নিন। আমি এখানে trickbd.1.mywensites.link সাবডোমেইন নিচ্ছি।

এরপরের পেইজে আপনি রিসোর্স (ডোমেইন, ডাটাবেইস, ব্যান্ডুইথ, ডিস্ক এর নির্ধারিত মূল্য দেখতে পাবেন।

এখানে আপনাকে কোন চার্জ প্রদান করতে হচ্ছে না। তাই ০ টাকা দেখতে পাচ্ছেন, এখানে চেক আউট এ ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নিলেই আপনার হোস্টিং অ্যাক্টিভ হয়ে যাবে।

ক্লাউড হোস্টিং সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
এবিষয়ে বা অন্য কোন টপিক এ টিউটোরিয়াল প্রয়োজন হলে কমেন্ট এ জানাবেন, ধন্যবাদ ?️

16 thoughts on "ক্লাউড হোস্টিং নিন ফ্রী তে — বাংলাদেশে প্রথম পে অ্যাস ইউ গো Cloud Hosting"

  1. John Wick Author says:
    free email service nei?
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      ভাই ফ্রী কোন প্রোডাক্ট দিয়ে প্রফেশনাল কোন কাজ করতে পারবেন না, আর বিশেষ করে ইমেইল এর ক্ষেত্রে আপনার হাই সিকিউরিটি এবং স্পীড দরকার। তাই আমি আপনাকে DRP থেকে বিজনেস ইমেইল ব্যবহার করার পরামর্শ দেবো। একটি এমেইল মাত্র হাফ ডলার প্রতি মাস (৪০ টাকার মত)।

      এছাড়াও জিমেইল, ইয়াহু এসব ব্যবহার করতে পারেন তবে আগামী মে থেকে এসব সার্ভিস এর SMTP ফিচার ফ্রী অ্যাকাউন্ট এ বন্ধ করে দিতে পারে; যেটা ওয়েবসাইট বা অ্যাপ এ ইন্টিগ্রেট করতে কাজে লাগে। তাই প্রোডাকশন কাজের জন্য বিজনেস মেইল ব্যবহার করেন ভালো হবে।

      https://domainresellerprogram.com/business-email

  2. Abu Sayed Contributor says:
    সিপ্যানেল লাইসেন্স নাই!?

    https://verify.cpanel.net/app/verify?ip=amarhoster.com

    1. Mr Oxidane Contributor Post Creator says:
      সিপ্যানেল লাইসেন্স আইপি তে ইসসু হয়, ডোমেইন এ না ?️
    2. Tushaar Contributor says:
      cPanel verification link with IPv4 : https://verify.cpanel.net/app/verify?ip=104.194.9.187
  3. vai personally kotha bolte chai
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      vai FB te connect hote paren ?️

      https://m.me/mroxidane

  4. Tushaar Contributor says:
    কেউ ওদের থেকে হোষ্টিং কিনে প্রতারিত হবেন না, এরা পুরাই ভুয়া/ভাওতাবাজি মার্কা প্রোভাইডর!
    নাল সিপ্যানেল এবং নাল WHMCS ব্যবহার করে!
    নিচে নাল ব্যবহারের সব প্রমাণ দেয়া হলো.

    Hostname: us1relpremium.ultrafastnode.com
    IPv4: 104.194.9.187
    cPanel null : https://verify.cpanel.net/app/verify?ip=104.194.9.187
    WHMCS null : https://ibb.co/tLqm9fx

    প্রোভাইডার কে একটা কথা বলব, সময় থাকতে ভালো হয়ে যাও ভাইয়া!

  5. Raj Bro Contributor says:
    Er theke onno cloud onk valo and tara gb te 0.0012$ usd ney
    1. Leonardo Author says:
      Kon cloud?
      Bd te onno kono provider ache zara pay as you go type service dey?
    2. DARKRANGER Contributor says:
      kon kon cloud vai aktu bola jabe?
    3. Mr Oxidane Contributor Post Creator says:
      বাংলাদেশে সাধারণত এভারেজ ওয়েবসাইট এর ইউজেজ ১ জিবি এবং ব্যান্ডউইথ ৫/১০ জিবি পর্যন্ত ব্যবহার হয়। সেক্ষেত্রে যদি $0.0012 মানে ১ পয়সা চার্চ করা হয় তাহলে হোস্টিং এর বিল মাসে ৪/৫ টাকা আসবে।

      সেদিক থেকে আমারহোস্টার এর প্যাকেজ গুলো আপাতত ঠিক আছে। যারা ব্যবহার করছে তাদের থেকে কোনরকম রিপোর্ট নেই। তবে যদি আপনার হাই রিসোর্স ইউজ হয় তাহলে ফিক্সড প্যাকেজ ব্যবহার করা উচিত হবে।

      https://amarhoster.com/premium-cpanel-hosting/

  6. Rahul Islam Contributor says:
    Nice But Rate High
    1. Mr Oxidane Contributor Post Creator says:
      আপনি আগে ইউজ করে দেখেন কত চার্জ আসে তারপর ডিসাইড করবেন। আমার মতে রেইট ঠিক আছে। তবে আপনার ক্লাউড ভালো না লাগলে বা বেসি রিসোর্স দরকার হলে প্রিমিয়াম হোস্টিং প্যাকেজ গুলো নিতে পারেন। অনেক কম প্রাইজ এ পাবেন।
  7. Mahin Islam Contributor says:
    kew ki traveler theme ta dite parben

Leave a Reply