Be a Trainer! Share your knowledge.
Home » Website » AI দিয়ে যেকোন ভিডিও ডাবিং (ট্রান্সলেশন) করুন যেকোন ভাষায় With Heygen AI Website

AI দিয়ে যেকোন ভিডিও ডাবিং (ট্রান্সলেশন) করুন যেকোন ভাষায় With Heygen AI Website

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।

আজকে আলোচনা করবো এক অসাধারন একটি AI ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে আাপনি আপনার ভিডিওকে যেকোন ভাষায় ট্রান্সলেশন করতে পারবেন।

কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করেছি যে কিভাবে আপনি AI দিয়ে শর্ট ভিডিও তৈরী করবেন আমার ঐ পোস্টটি দেখতে এই লিংকে ক্লিক করুন Short videos creat To Ai

আমরা অনেক ইউটিউবার বা বিদেশী চ্যানেল দেখে থাকি যে তারা তাদের চ্যানেল গুলির ভিডিও বিভিন্ন ভাষাতে আপলোড করে থাকে  এবং তাদের ঐ চ্যানেল গুলি প্রায় বিশ্বের সব মানুষজন দেখে থাকে।যার মূল কারন তাদের ভিডিও গুলি বিভিন্ন ভাষায় তৈরী হয়ে থাকে।তার মাঝে বিদেশী চ্যানেলগুলিতে বাংলা ডাবিং চ্যানেল গুলি সত্যিই আমার অনেক ভাল লাগে।
তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনিও আপনার ভিডিও গুলো অনেক ভাষাতে ট্রান্সলেশন বা ডাবিং  করবেন AI দিয়ে। আপনাকে আর কষ্ট করে ভয়েজ মেকিং করতে হবে না ঐ  ভিডিও গুলিতে। AI আপনার ভিডিওর ভাষা থেকে আপনাকে বিভিন্ন ভাষায় ডাবিং কনভার্ট করে দিবে খুব সহজে। আর আমি যে ওয়েবসাইট সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি তার মাঝে আপনি ভিডিও সাইজ ১জিবির ভিডিও আপলোড করে ট্রান্সলেশন করতে পারবেন।
কিভাবে ভিডিও ট্রান্সলেশন করবেন চলুন তাহলে শুরু করা যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করুন Labs.Heygen.com.ai

এরপর এই ওয়েবসাইটে আপনার কাংক্ষিত জিমেইল/ইমেইল একাউন্ট দিয়ে লগিন করে নিবেন

তারপর Drop To Upload Video তে ক্লিক করে আপনার ভিডিও সিলেক্ট করে দিবেন

এরপর Target Languge এ ক্লিক করে আপনি যে ভাষাতে ডাবিং করতে চান ঐ ভাষাটি সিলেক্ট করে দিবেন।


যেহেতু আমার আপলোড করা ভিডিওটি ইংরেজী তাই আমি হিন্দি ডাবিং করার জন্য হিন্দি ভাষা সিলেক্ট করলাম।

বি:দ্র: এই ওয়েবসাইটে বাংলা ট্রান্সলেশন করার কোন অপশন নেই ।

সবশেষে Translate this Video তে ক্লিক করলাম

এই ওয়েবসাইটে আপনি মোট ১০টি ক্রেডিট পাবেন ।যেহেতু আমি ফ্রিতে ভিডিও ডাবিং করবো এজন্য আমার ভিডিওতে ক্রেডিট কেটে নেওয়া হবে।
আপনারা চাইলে আপনারা তাদের ওয়েবসাইটের নিদির্ষ্ট প্যাকেজ অনুযায়ী পেমেন্ট করে তাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করে নিতে পারবেন।

এরপর দেখুন নিচে ভিডিও শো করতেছে এখন থ্রি ডটে ক্লিক করে Move To তে ক্লিক করুন

ব্যাস দেখুন আমার ভিডিওটি ডাবিং হয়ে গেছে।

এখন ভিডিওটি ডাউনলোড করতে চাইলে ডাউনলোড আইকনে ক্লিক করুন

ট্রান্সলেশন করার আগের বা মূল ভিডিও

ট্রান্সলেশন করার পর ভিডিও

 

যারা ফ্রিতে আরো ভিডিও ডাবিং করতে চান কিন্তু ক্রেডিট শেষ হয়ে যাওয়ার জন্য আর ভিডিও ডাবিং করতে পারছেন তা তারা অন্য জিমেইল/ইমেইল দিয়ে লগিন করে নিবেন

অথবা অন্য আরেকটি ওয়েবসাইট থেকেও ভিডিও ডাবিং করতে পারবেন ।আর এই ওয়েবসাইটটিতে আপনি সর্বোমোট ৫০টি ক্রেডিট পেয়ে যাবেন।Website Link- Akool.com AI Translation

খুব সুন্দর ভাবে ভিডিও ডাবিং বা ট্রান্সলেশন করার জন্য এই ওয়েবসাইটটি আমার কাছে বেস্ট মনে হয়েছে।
আপনারদের কাছে কেমন লেগেছে অব্যশই কমেন্ট করে জানিয়ে দিবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

1 year ago (Dec 24, 2023)

About Author (116)

Sohelarman4374
author

I am proud, because I am a Muslim And a community of Hazrat Muhammad (pub ) লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)

Trickbd Official Telegram

8 responses to “AI দিয়ে যেকোন ভিডিও ডাবিং (ট্রান্সলেশন) করুন যেকোন ভাষায় With Heygen AI Website”

  1. Nahid ✅ Author says:

    Nice ♥️❤️

  2. saiful Contributor says:

    Full movie dubbed kora jabe??

  3. Ashraful11223 Contributor says:

    Koto minute er video kora jabe

  4. arefinjaman Contributor says:

    Bangla kora jabe?

Leave a Reply

Switch To Desktop Version