আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।
আজকে আলোচনা করবো অসাধারণ দুইটি ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে আপনি আপনার ছবির অনাকাঙ্ক্ষিত জিনিস গুলো খুব সহজেই অল্প সময়ের মাধ্যমে রিমুভ করতে পারবেন।
যেমন ধরেন আপনি একটি খুব সুনদর ছবি তুলেছেন কিন্তু তার পাশে একজন লোক এমন ভাবে দাঁড়িয়ে আছে যা আপনার ছবিটির মান একেবারে নষ্ট করে ফেলেছে।এখন আপনি খুব সহজেই এই লোকটি রিমুভ করতে পারবেন এবং কেউ বুঝতেও পারবে না আপনার পাশে একজন লোক ছিল।
কি অবাক লাগছে?আসলে অবাক হওয়ার কিছুই নেই।চলুন কিভাবে ছবির অনাকাঙ্ক্ষিত জিনিস গুলো রিমুভ করবেন দেখে নেওয়া যাক।
প্রথমে এই লিংকে ক্লিক করুন Cleanup Pictures
ওয়েবাসাইটে প্রবেশ করার পর নিচে দেখুন একটি বক্সে লেখা রয়েছে Tep Her To Load Your Picture
এই লেখাতে ক্লিক করুন
এরপর আপনার ছবি সিলেক্ট করে আপলোড করুন
এরপর ব্রাশের সাইজ ছোট-বড় করে আপনার ছবির অনাকাঙ্ক্ষিত জিনিস গুলোতে ঘষে ঘষে সিলেক্ট করুন
সিলেক্ট করা হয়ে গেলে Clean এ ক্লিক করুন
দেখুন আমার ছবিটি কত সুন্দর ভাবে ছবির অনাকাঙ্ক্ষিত জিনিস রিমুভ করে দিয়েছে
এখন আপনি ছবিটি ডাউনলোড করতে চাইলে উপরের ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
এরপর দ্বিতীয় ওয়েবসাইট রয়েছে snapedit.app
ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর Upload Image এ ক্লিক করুন
এরপর আপনার ছবিটি সিলেক্ট করে আপলোড করে দিন
এরপর ব্রাশের সাইজ ছোট-বড় করে নিন
যে জিনিস আপনি রিমুভ করতে চান।তার উপর ঘষে সিলেক্ট করুন।এরপর Rwmove অপশনটিতে ক্লিক করুন
দেখুন খুব অল্প সময়ে আমার সিলেক্ট করা অনাকাঙ্ক্ষিত জিনিস রিমুভ হয়ে গেলো।
তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি
সোহেল আরমান রাজু
আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – My Telegram Channel
পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।
সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ
আল্লাহ হাফেজ