হ্যাঁ , সত্যি সিডি ছারাই Inatall করুন আপনার মাদারবোর্ডের ড্রাইভার । কথাটি একটু খটকা হলেও এটি বাস্তব। অনেক সময় কোন কারনে মাদার বোর্ডের CD হারিয়ে গেলে আমার পিসিতে পিসি ড্রাইভার ইন্সটল করতে পারি না। দেখা গেল আপনি নতুন উন্ডোজ ইন্সটল করেছেন । এখন সাউন্ড, এজিপি, এসব ইন্সটল করা দরকার কিন্তু দুঃভাগ্য জনিত কারণে আপনি আপনার মাদারবোর্ডের সিডি হারিয়ে ফেলেছেন অথবা আপনার পিসি বা ল্যাপটপ কেনার সময় মাদারবোর্ডের সিডি টা নেন নি বা ভুল বসত দোকানদার দেন নি । কিন্তু দেখা যাচ্ছে মাদারবোর্ড সিডি না থাকায় আপনি পিসিতে সাউন্ড , এজিপি , ইন্টারনেট এসব ইন্সটল করতে ব্যর্থ হচ্ছেন , ভাবছেন এখন কি করবেন ? আর কোন ভাবনার চিন্তা করার দরকার নেই । শুধু মাত্র নিচের লিংক থেকে মাত্র ২ মেগা বাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।আর চিন্তার অবসান ঘটান।

সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্ক – DriverEasy

সফটওয়্যার টি দিয়ে কি কি করতে পারবেন?
যে কোন মাদারবোর্ডের সিডি ডাউনলোড করতে পারবেন
হার্ডওয়্যার ইনফর্মেশন পাবেন
ড্রাইভার Restore করতে পারবেন
Offline sacn করতে পারবেন

Driver Backup করতে পারবেন
Windows Update করতে পারবেন
System Restore করতে পারবেন
এ ছারাও আরও অনেক কিছু …
ডাউনলোড করতে এখানে এখানে ক্লিক করুন কোন সমস্যা বা অসুবিধে হলে কমেন্ট করুন। ধন্যবাদ।

Leave a Reply