নানা কারনে মজিলা ফায়ারফক্স ব্রাউজারের গতি কমে যায়।অনেক সময় ব্রাউজার ওপেন করতে বেশ সময় লাগে।’স্পীডি ফক্স’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে এসব সমস্যার সমাধান করতে পারেন।মাত্র ৪৫৮ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি Speedy Fox Download Link ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর জিপ ফাইলটি ওপেন করুন।সফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল) বলে ইনস্টলের ঝামেলা নেই।সফটওয়্যারটি ওপেন করে Speed up my firefox বাটনে ক্লীক করুন,তাহলেই ফায়ারফক্সের পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভালো হবে।স্পীডি ফক্স ব্যবহারের সময় ফায়ারফক্স চালু থাকলে তা বন্ধ করে নিতে হবে।

[বি:দ্র: ডাউনলোড সাইটে গিয়ে Creat DOwnload link এ ক্লিক করলে ডাউনলোড হবে]

Leave a Reply