Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » সফটওয়্যার ছাড়াই নির্দিষ্ট সময়ে বন্ধ করুন আপনার পিসি !

সফটওয়্যার ছাড়াই নির্দিষ্ট সময়ে বন্ধ করুন আপনার পিসি !

কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে প্রায় আমাদের

কম্পিউটারকে নির্দিষ্ট সময়ে বন্ধ করার প্রয়োজন হয়ে
উঠে। যেমন ধরুন আপনি ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড দিয়েছেন অথবা কম্পিউটার ভাইরাস স্ক্যান
দিয়েছেন, যা ডাউনলোড বা স্ক্যান করতে ৩০ মিনিট সময়ের প্রয়োজন। কিন্তু ৩০ মিনিট সময় পর্যন্ত কম্পিউটারের সাথে থাকা আপনার সম্ভব হচ্ছে না।
অথবা আপনাকে জরুরী কোন কাজে বাহিরে যেতে হচ্ছে। এমতবস্থায় আপনি ইচ্ছে করলে আপনার কম্পিউটারকে.নির্দিষ্ট সময় বন্ধ করার জন্য সময়
নির্ধারন করে.চলে যেতে পারেন, যাতে করে
কম্পিউটারটি নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়। এই কাজটি করার জন্য অনেকেই নানান ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। তবে এই ট্রিকসটির মাধ্যমে কোন
সফটওয়্যার ব্যবহার না করেই খুব সহজেই কম্পিউটার Shutdown অথবা Restart করতে.পারবেন।
সেটিংসটি করার জন্য নিচের.ধাপগুলো লক্ষ্য করুন।
Desktop এর খালি যায়গায Right click
করে New থেকে Shortcut click করুন।
Text box এ SHUTDOWN -s -t 30 টাইপ করে
Next>Finish click করুন। Desktop এ দেখুন Shutdown.exe নামে একটি আইকন তৈরী হয়েছে। আইকনটিতে ডাবল ক্লিক করে দেখুন System
Shutdown নামে একটি Box দেখা যাচেছ এবং ৩০ সেকেন্ড হওয়ার সাথে সাথে আপনার কম্পিউটারটি Shutdown হয়ে যাবে। উলেখ্য যে, আপনি ৩০ সেকেন্ড এর বেশি সময় নির্ধারন করতে চাইলে SHUTDOWN -s –t এর পরে আপনার প্রয়োজন অনুযায়ী টাইম সেট করতে পারবেন। যেমন 20 মিনিটের জন্য 1200 second টাইপ করে দিতে পারেন। Restart করার জন্য SHUTDOWN -s -t 30 “s” এর পরিবর্তে “r” টাইপ
করে দিলেই নির্দিষ্ট সময়ে পিসি Restart হবে।

==================================
ফেছ্বুকে আমি
=================================>>>>==
আমার সাইট Www.TipsaLL24.Com

=====================================

8 years ago (Nov 24, 2015)

About Author (494)

Md Robin
author

Admin at:nazimb2.mlনিজেকে নিয়ে বলার মত কিছু নেই, কারন আমি কথায় নয়, কাজে বিশ্বাসী

Trickbd Official Telegram

2 responses to “সফটওয়্যার ছাড়াই নির্দিষ্ট সময়ে বন্ধ করুন আপনার পিসি !”

  1. DH Sajib Contributor says:

    NICE POST.MEA KAMER

Leave a Reply

Switch To Desktop Version