আসসালামু ওয়ালাইকুম।

আমি ট্রিকবিডির সাথে আছি,অনেক বছর ধরে।
কখনো কোন সাহায্য চাইনি ট্রিকবিডির থেকে।
কিন্তু এখন এমন কাউকে পাচ্ছিনা যে আমাকে সাহায্য করতে পারে,তাই ট্রিকবিডির বন্ধুদেরই বল্লাম।

আমি জান্তে চাচ্ছি,কি করে একটা কম্পিউটার সফটওয়্যার কে মোডিফাই করা যায়!
(এর আইকন,ভিতরের ছবি+টেক্সট পরিবর্তন করা যায়!)

কেউ এই বিষয়ে জানলে অবশ্যই কমেন্ট করে উপায় বলবেন।

আমি জানি ট্রিকবিডির সদস্য গন,অহংকারী নয়।
তাই আশা করি সমাধান পাবো।
ধন্যবাদ।

4 thoughts on "আপনাদের সাহায্য দরকার।কম্পিউটার সফটওয়্যার সম্পর্কিত। যার এই বিষয়ে দক্ষতা আছে,দয়া করে পোষ্ট টি দেখুন।"

  1. IT Expert Legend Author says:
    You can use Res hacker.
    Search for “res hacker” in google & download it.
  2. Abdullah Ibne Zahan Contributor Post Creator says:
    ধন্যবাদ।ট্রাই করে দেখছি।
    1. IT Expert Legend Author says:
      You’re welcome.
      🙂
  3. tonmoy singha Contributor says:
    আপনি এক কাজ করুন। যে সফটওয়্যারটিকে এডিট করতে চান তার উপর রাইট ক্লিক করে open file location লেখাতে ক্লিক করুন। তারপির যে window টি open হবে, সেখানে আপনার নির্ধারিত photo (যেটি পালটাতে চান) তার নাম টা rename থেকে copy করে ডিলিট করে নিন। তারপর আপনার দেওয়া ছবি টা সেখানে (যেখানে আপনি ফটো ডিলিট করেছেন) paste করুন। তারপর software open করলে দেখবেন কাজ হয়ে গেছে।

Leave a Reply