এবার একটি অনেক সুন্দর সফটওয়্যার নিয়ে এসেছি । আযান দেয়ার সফটওয়্যার (AZAAN) Pro 3 এতে অনেক ধরণের সুবিধাদি আছে। এটা নামাজের ওয়াক্ত হলেই আপনার পিসিতে আযান দেবে। কা’বা শরীফের দিককে ইন্ডিকেট করবে যে, এত ডিগ্রি কোণে অমুক দিকে তা আছে। কম্পিউটার স্টার্ট করার সময় বিসমিল্লাহির রাহমানির রাহীম তেলাওয়াত করবে। আপনি নির্দিষ্ট ওয়াক্তের জন্য আযান সিলেক্ট করে নিতে পারবেন
মক্কার কা’বা শরীফ,মদীনার মসজিদে নববী, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সিরিয়ার দামেস্ক মসজিদ ও কায়রো শহরের দুইটি আযান কিংবা আপনার কাছে কোন আজানের অডিও ফাইল থেকেও আপনি সিলেক্ট করতে পারেন!
 এছাড়া এটা আপনাকে পরবর্তী নামাজের কত ঘন্টা কত মিনিট এবং কত সেকেন্ড বাকী আছে তা জানিয়ে দেবেপৃথিবীর যে কোন স্থানের নির্দিষ্ট দিন, মাস ও বছরের নামাজের স্থায়ী সময়সূচী আপনি এর মাধ্যমে জানতে পারবেনআযান শেষ হয়ে গেলে আযানের দোয়া পড়বে
এছাড়া নির্দিষ্ট সময়ে এলার্ম দেয়ার সিস্টেমও এখানে আছে। আরও কত কি। তাহলে, দেরী না করে এখনই ডাউনলোড করে নিন। তারপর দেখুন কেমন লাগে। আশা করি ভাল লাগবে ইনশাল্লাহ
 
কিভাবে দাওনলোড করবেন নিচের চিত্রে দেখে নিন
নিচের উপরের তিনটি চিত্রের যে কোন একটিতে কিল্ক করেই ফাইল ডাওনলোড হবে
তাহলে আসেন ডাওনলোড করে নেই

4 thoughts on "আজান দিবে কম্পিউটার !!!"

    1. cloudofhasan Author Post Creator says:
      wc
  1. Kafihasan Contributor says:
    কম্পিউটার অফ থাকলে কি আযান দিবে?? 😛
    1. cloudofhasan Author Post Creator says:
      না ভাই

Leave a Reply