বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যাতে ভালো থাকেন সবসময় সেই প্রার্থনা করি।

আপনারা কম-বেশী সবাই কম্পিউটার ব্যবহার করেন কিন্তু কম্পিউটারের মধ্যে আপনার কিছু গুরুত্বপূর্ণ ফাইল বা ফোল্ডার থাকে যেগুলো আপনি সবার আড়ালে রাখতে চান।
অনেকেই সফটওয়্যার ব্যবহার করেন লক করে রাখার জন্য আবার অনেকেই হাইড করে রাখেন।

মাঝে মাঝে সফটওয়্যার কাজ করেনা তার জন্য আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো বা ফোল্ডারগুলো অন্যের নজরে চলে আসে এবং আপনার অনেক মূল্যবান ফাইল বা ফোল্ডার আপনার ছোট কোন ভাই ডিলিট করে ফেলে। তার জন্য আপনার অনেক ক্ষতি হয়ে যায়।

আজ আপনাদের কাছে তুলে ধরব কীভাবে সফটওয়্যার ছাড়া আপনার মূল্যবান ফাইল বা ফোল্ডার সিকিউরিটি দিয়ে রাখবেন যাতে কেউ না দেখতে পারে এবং ডিলিট করতে না পারে।

তাহলে মূল কথায় আসা যাক-

১)আপনি যে ফাইল বা ফোল্ডার সিকিউরিটি দিবেন তার মধ্যে যান।

২)সেখানে গিয়ে ফোল্ডারের উপর মাউসের রাইট বাঁটন ক্লিক করুণ।

৩)তারপর properties এর মধ্যে যান।

৪) নতুন যে উইন্ডো আসবে তারমধ্যে security অপশন আছে সেখানে যান।

৫)আবার যে নতুন উইন্ডো আসবে সেখানে advanced অপশন পাবেন সেখানে যান।

৬)আর একটি নতুন উইন্ডো আসবে সেখানে গিয়ে change permissions এর মধ্যে যান।

৭)নতুন করে আবার আর একটি উইন্ডো আসবে সেখানে গিয়ে edit এর মধ্যে ক্লিক করুণ।

৮)-সেখানে দেখতে পাবেন permission নামে একটা টেবিলের মত দেয়া আছে সেখানে দেখতে পাবেন allow এবং deny লিখা। এর মধ্যে deny এর মধ্যে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে।

৯)deny এর মধ্যে ক্লিক করুণ। এখন আপনার কাজ হচ্ছে এখন ok ok yes ok ok দিয়ে বের হয়ে আসা।

এখন আপনি দেখতে পাবেন আপনার যে ফোল্ডারের মধ্যে সিকিউরিটি দিয়েছেন তা আর খুলছে না।

তাহলে আপনার কাজ সম্পন্ন হল।

এখন প্রশ্ন থাকতে পারে সিকিউরিটি দিলাম কিন্তু কীভাবে আবার খুলবো। সহজ কাজ। তার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না।

আগের মত করে ফোল্ডারের মধ্যে মাউসের রাইট বাঁটন ক্লিক করবেন।

properties এর মধ্যে যাবেন। তারপর security, তারপর advanced এর মধ্যে যাবেন।

নতুন যে উইন্ডো আসবে সেখানে গিয়ে change permissions এর মধ্যে ক্লিক করলে আপনার যে নতুন উইন্ডো আসবে এর মধ্যে Remove অপশন পাবেন।

Remove এর মধ্যে ক্লিক করে ok ok ok দিয়ে বের হয়ে আসলে আপনার ফোল্ডার বা ফাইল আগেরমত হয়ে যাবে।
credit- technewsdesk
পোস্টটি প্রথমে এখানে হয়েছিল।

3 thoughts on "সহজেই সফটওয়ার ছাড়াই ফোল্ডার লক করবেন যেভাবে। বিস্তারিত টিউনে…"

  1. radhoun Contributor says:
    1200 Gems/5 Builder Hut(no hack)কোনো হেক ছাড়াই 1200 Gems!!!
    বন্ধুরা আমরা এতদিন অনেক ফালতু পোষ্ট দেখেছি,এগুলোর মধ্যে লেখা থাকে Clash of Clans এর Gems হেক করা যায়।আসলে এগুলো সব ফালতু আর মিথ্যা পোষ্ট।Clash of Clans এর Server নেট খুবই শক্তিশালী।তাই,এই server নেট হেক করা না,হেক করার কথা ভাবাও যায় না।কিন্তু, আপনে যদি চান তাহলে সৎ উপায়ে 1200 Gems নিজের করে 5 টা Builder Hut নামাতে পারবেন।এজন্য আপনাকে যা যা করতে হবে তা হলো,,,,,,,
    আপনাকে প্রথমে আপনার play store থেকে একটি app ডাউনলোড করতে হবে।app টির নাম হলো Whaff…… এই app টি আপনার ফোনে ইন্সটল করার পর আপনার কাজ খুব সহজ হয়ে যাবে।app টি তে প্রবেশ করার পর প্রথমেই আপনাকে facebook এর সাথে sign up করতে হবে।facebook এর সাথে sign up করার পর আপনার কাছে একটি কোড চাবে।কোডটি হলো CW34038,, এই কোডটি দেওয়া হলে আপনার একাউন্ট এ2.30$ ডলার জমা হয়ে যাবে।এর পর আপনারও একটি কোড আসবে। আপনার কোডটি দিয়ে আপনিও আপনার বন্ধুদের invite করে প্রত্যেক বার 0.30$ ডলার পাবেন।এভাবে আপনার একাউন্ট এ 10$ ডলার জমা হলে, Whaff এর setting এ যেয়ে payout এ google play select করুন।
  2. Nasim Sheikh Contributor says:
    ভাই, মোবাই‌লের জন্য এরকম কোন ব্যাবস্হা নেই?

Leave a Reply