আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ কম্পিউটারের ড্রাইভার ম্যনাজ করবেন সবচেয়ে সহজে। নতুন পিসি বিল্ড/কেনার পর, কম্পিউটারে উইন্ডোজ দেয়ার পর অথবা কম্পিউটার থেকে সবচেয়ে ভালো পার্ফরমেন্স পাওয়ার জন্য ড্রাইভার ইন্সটল করতেই হবে।

অনেক সময় কম্পিউটারের ডিস্প্লে রেশিও/সাইজ ঠিক থাকেনা, সাউন্ড আসেনা, ইউসবি কাজ করেনা, এমনকি অনেক সময় ওয়াইফাই এডাপ্টারও কাজ করেনা। সবগুলোর সমাধান ড্রাইভার ইন্সটল করা।

আবার, বার বার ইন্টারনেট দিয়ে উইন্ডোজে ড্রাইভার ইন্সটল করাটাও খুবই সময়সাপেক্ষ ব্যপার। তাই আজকে ড্রাইভার রিলেটেড এসব কমন সমস্যাগুলোর সমাধান দেখাবো।

 

 

 এর জন্য দরকার একটি সফটওয়ার  (যার ক্র্যাক + পোর্টেবল + রিপেক ভার্সন link নিচে দেয়া আছে), যার লিঙ্ক নিচে দেয়া আছে

 

 

 

 

 

 

 

তো শুরু করা যাকঃ

 

১।  প্রথমে ডাওনলোড করে আনজিপ করে ওপেন করুন

২।  তারপর, ড্রাইভার গুলা স্ক্যান করার জন্য ‘Scan Now’ তে ক্লিক করুন

৩।  স্ক্যান হওয়ার পর যেগুলো আপডেট করা প্রয়োজন, সেগুলো আপডেট দিন। সবগুলো আপডেট করতে চাইলে ‘Update all’ এ ক্লিক করুন।

৪।  আপডেট সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে। এরপর অবশ্যই কম্পিউটার রিস্টার্ট দিয়ে নিবেন

৫। কম্পিউটার রিস্টার্ট দেয়ার পর কাজ হলো আপডেট করা ড্রাইভার গুলো ব্যাকাপ রাখা; যাতে পরবর্তীতে আর ঝামেলা না হয় বা আবার সবগুলো ইন্সটল বা আপডেট করা না লাগে।

এর জন্য বাম দিকে থাকা ‘Tools’  অপশনে চলে যান

৬।  ‘Installed Device Drivers’ ও ‘System Device Drivers’ সিলেক্ট করে দিন। তারপর উপর থেকে লোকেশন সিলেক্ট করে নিচের ব্যকাপে ক্লিক করে  করলেই ব্যাকাপ শুরু হয়ে যাবে।

অবশ্যই পারলে পেন ড্রাইভে বা কম্পিউটারে অন্য কোনো ডিস্কে অথবা গুগল ড্রাইভ বা অন্য কোনো সেফ জায়গায় সেভ রাখবেন। চেষ্টা করবেন এমন কোথাও করতে যেখান থেকে ডাওনলোড করা লাগেনা যেমন পেন ড্রাইভ বা কম্পিউটারে অন্য কোনো ড্রাইভ অথবা ইউএসবি ক্যাবল দিয়ে ফোনেও রাখতে পারেন।

৭।  তারপর আবার যখন প্রয়োজন হবে (বিশেষ করে নতুন উইন্ডোজ সেটাপের পরে), নিচের ‘Driver Restore’ অপশানে ক্লিক করে ‘Browser’ সিলেক্ট করে দিন; তাইলেই আবার ব্যাকাপ শুরু হয়ে যাবে।

৮।  ব্যাস হয়ে গেলো

 

 

 

 

 

 

 

 

 

DOWNLOAD (original)

 

DOWNLOAD CRACK

(আপডেট আসলে নেট অফ করে ঢুকবেন, তারপর নেট অন করবেন)

 

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

 

 

 

 

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন

নতুন বাংলাদেশ বিনির্মানে সহযোগী হোন

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

11 thoughts on "উইন্ডোজের ড্রাইভার ম্যনাজ করুন! Install, Uninstall, Backup and Restore your Windows Drivers using Drivers Easy Pro"

  1. Fujelahmed Contributor says:
    bai amar Windows 10 install feil ako laptop off hoye gese on asce kintu display on or na bai plzz poben
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      কোথায় সমস্যা?
  2. mr.jakariamamun Contributor says:
    Zip password koto?
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      raiyanmodspc
  3. M. M. Anik Contributor says:
    Very helpful post
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      Thanks Bro
  4. shawonxd Contributor says:
    Zip password ki vai post koren password daen na
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      disi_

      raiyanmodspc

  5. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
    1. TG link chara upay nai….er cheye safe place thakle diyen

    2. fao kotha bad den………Ke bolse ai generated post….
    Ekahe protita lekha amar nijer likha

Leave a Reply