আসসালামু আলাইকুম
ওয়ারাহমাতুল্লাহ। সবাই কেমন
আছেন? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ভালো রাখার মালিক একমাত্র আল্লাহপাক রাব্বুল আলামিন।

তো আর কথা না বাড়িয়ে কাজের
কথায় চলে আসি।

Windows আমাদের ব্যবহৃত ইন্টারনেটের গতির প্রায় 20% কমিয়ে রেখে দেয়। Windows এটা করে,  কারন তার Update নেয়ার জন্য।
আর তাই আমরা Windows Update এর বেশীর ভাগ সময় বুঝতে পারিনা।

কিন্তু Internet Browsing সময় এই 20% কম গতিতে ব্রাউজিং করতে হয়। তবে সামান্য কিছু পরিবর্তন করলেই ইন্টারনেটের গতি কিছুটি বাড়িয়ে নিতে পারি।


কিভাবে এই কাজটি করবেনঃ-

1. প্রথমে  ক্লিক করুন Run option।

2. এখানে gpedit.msc টাইপ করে এন্টার কী প্রেস করুন।

3. এরপর Administrative Templates -এ ডাবল ক্লিক করুন।

4. Network -এ ডাবল ক্লিক করুন।

5. QoS Packet Scheduler -এ ক্লিক করুন।

6. বামদিকে Limit Reservable Bandwidth লেখাটির উপর ডাবল ক্লিক করুন।

7. এখন  Enable অপশনে ক্লিক করে Bandwidth Limit(%) 0 করে দিন।

8. এরপর Apply -এ ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।

শেষে কমপিউটার কে একবার Restart করে নিন। এরপর আশা করি আগের থেকে কিছুটা বেশি গতি অনুভব করতে পারবেন।

এই লিখার মাঝে অথবা টিউটোরিয়ালের ভিতর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকুন, এই কামনা করে শেষ করলাম।

All Credit:- Kalyankundu

আমার ব্লগে ঘুরে আসার দাওয়াত রইলো।

Leave a Reply