আপনার কম্পিউটারে উইন্ডোজ এক্সপি কিংবা সেভেন
অপারেটিং সিস্টেম পরিবর্তন করে উইন্ডোজ ৮/১০ ইনস্টল
দিয়েছেন। কিন্তু আপনার ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ
৮/১০ ইনস্টল দেবার পর মাদারবোর্ড ড্রাইভার সেটাপে
ভীষণ ঝামেলায় পড়তে হচ্ছে। অথচ উইন্ডোজ এক্সপি বা
সেভেন ব্যবহারে মাদারবোর্ড ইনস্টলে কোন সমস্যাই হয়
না। তাহলে কি আপনি উইন্ডোজ ৮/১০ ব্যবহারের স্বাদ
নিতে পারবেন না? উইন্ডোজ ৮/১০ অপারেটিং সার্পেট
করছে শুধুমাএ মাদারবোর্ড ড্রাইভারের ইনস্টল সমস্যার
কারণে আবার টাকা খরচ করে নতুন ডেস্কটপ বা ল্যাপটপ
কিনবেন? হতাশ হবেন না, আপনি আপনার ডেস্কটপ বা
ল্যাপটপে উইন্ডোজ ৭/৮/১০ যে কোন অপারেটি সিস্টেমই
ব্যবহার করতে পারবেন আর এতে মাদারবোর্ড ড্রা্ইভার
ইনস্টল নিয়ে কোন সমস্যাই হবে না।

আসল কথায় আসি, ইন্টারনেট ব্যবহার করে এবং অনলাইন
ড্রাইভার প্যাক সল্যুশন ইনস্টলারের সাহায্যে আপনি
আপনার ডেস্কটপ বা ল্যাপটপের উইন্ডোজের সকল
সংস্করনের মাদারবোর্ড ড্রাইভার ইনস্টল বা আপডেট
দিতে পারবেন।

প্রথমে ওয়েব ব্রাজার চালু করে গুগলে Driverpack solution
লিখে সার্চ দিন। অথবা এ লিংকে ক্লিক করুন :DriverPack Solution-software for driver updates

এখন Driverpack solution ওয়েব পেজ থেকে Install all required drivers বাটনে ক্লিক করুন।
Driverpack solution ইনস্টলার সফটওয়্যার ডাউনলোড শুরু হবে
সেভ ফাইল বাটনে ক্লিক করে তা সেভ করে নিন।ডাউনলোড Driverpack solution ইনস্টলারটি চালু করুন।এখন্ Driverpack solution ইনস্টলারটি চালু হবে এবং আপনার
পিসির মাদারবোর্ড সাপোর্ট অনুযায়ী ড্রাইভার
ইনস্টলার রিপোর্ট প্রদর্শিত হবে।এখন Automatically set up computer এ ক্লিক করবেন না।
Expert Mode অপশনটি ব্যবহার করুন।

তারপর মাদারবোর্ডের ড্রাইভার তালিকা দেখাবে। এখনই
Install everything বাটনে ক্লিক করে ড্রাইভার ইনস্টল করবেন
না।

Software আইটেমে ক্লিক করুন এবং সফটওয়্যার তালিকা
থেকে সকল সফটওয়্যার সিলকশন থেকে টিক উঠিয়ে দিন।
কারন এখানে মাদারবোর্ড ড্রাইভার ইনস্টলই প্রধান কাজ
তবে আপনি চাইলে সফটওয়্যার ইনস্টল দিতে পারেন। এতে
আপনার ইন্টারনেট এবং সময় দুইটারই অপচয় হবে।
Security আইটেমে ক্লিক করুন এবং সকল অ্যাপস সিলেকশন
থেকে টিক উঠিযে দিন।
Driver আইটেমে ক্লিক করুন এবং ড্রাইভারের তালিকার
সবার নিচের Driver utilities আইটেমের সিলেকশন থেকে
টিক উঠিয়ে দিন।

এখন সকল সেটিংসের কাজ শেষ হবার পর Install everything
বাটনে ক্লিক করুন। এতে মাদারবোর্ডের সকল
ড্রাইভারগুলো সয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং কোন
প্রকার সমস্যা ছাড়াই ইনস্টল হবে। ইনস্টল শেষে আপনার
কম্পিউটার রিস্টার্ট দিন।

এভাবে আপনার পুরাতন ডেস্কটপ ও ল্যাপটপে উইন্ডোজ
৭/৮/১০ ব্যবহারের মজা নিন।

DriverPack Solution-software for driver updates

ভালো লাগলে অবশ্যই Comment
করবেন । সবাই কে ধন্যবাদ ।

নিয়মিত আমার টিউন পেতে TrickBD এর সাথে থাকুন।

যেকোনো ধরনের Website বানাতে বা সাহায্যর জন্য যোগাযোগ করতে পারেন

01758143289

13 thoughts on "উইন্ডোজ ৮/১০ : মাদারবোর্ড ড্রাইভার সেটআপ সমস্যা সমাধান করে নিন"

  1. Dx Ratul Contributor Post Creator says:
    ধন্যবাদ ভাইয়া।
    1. Dx Ratul Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  2. Notification Subscriber says:
    যারা এখোনো Freenom থেকে Gq,Ga,Cf,Tk Domain Register করতে পারেন না। তাদের জন্য একটি মেগা পোস্টঃ
    MasterKing.ga
  3. AhsanBD Subscriber says:
    amar windows xp te sound driver er problem. code 10 error dekhay. amar kache motherboard disk nai. ekhon ami kivabe audio driver install korbo??? plz help
    1. Dx Ratul Contributor Post Creator says:
      ভাইয়া আপনি নেট দিয়ে আমি যে অ্যাপ টি দিছি টা ব্যবহার করেন তাহলে হবে।
    2. AhsanBD Subscriber says:
      kaj hobe?
    3. Dx Ratul Contributor Post Creator says:
      হ্যা হবে।
  4. SHT PRO Contributor says:
    superb post….eirokom aro chai.
    1. Dx Ratul Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া। হ্যা আরো করবো এমন পোষ্ট।
  5. sajib Contributor says:
    কেউ পারলে জানাবেন,আমার নোটবুক থেকে পোগ্রাম ফাইলের কিছু অংশ ডিলিট হইয়ে যাওয়াতে সফটওয়্যার এবং ইউন্ডোজ ইনস্টল হচ্ছেনা, কেউ পারলে জানাবেন।।।
  6. shipon123 Contributor says:
    ভাইয়ারা আমাকর বড় দড়নের একটা সাহায্য করতে হবে আমি hdd bacik থেকে dynamick করে পেলেচি এখন dynamick থেকে bacik এ নিতে পাচি না softwer এ ও কোন কাজ করচে না সাহায্য লাগবে ভাইয়ারা
  7. asad_shafiq Contributor says:
    amar brightness fix hoye ace komate parchi na abar barateo parchi na
    apnar trick ta ki kaj korbe???

Leave a Reply