আসসালামু আলাইকুম, ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুনদের জন্য পোস্টঃ  শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ১]।   এটি পরিচিতি  পর্ব।

আজ জানবো মাইক্রোসফট এর পরিচয় ও কাজ কি।

মাইক্রোসফট ও এক্সেল কি?

মাইক্রোসফট একটি সেরা ও বহুল প্রচলিত সফটওয়ার নির্মানকারী প্রতিষ্ঠান, আর তাদের তৈরী একটি সফটওয়ার “মাইক্রোসফট অফিস”,  আর এই অফিসে অনেক কাজ আছে তা মধ্যে বেশি চলে মাইক্রোসফট ওয়ার্ড =লেখার জন্য,  এক্সেল = হিসাবের জন্য,  এক্সেস = বিভিন্ন তথ্য রেকর্ডের জন্য, ও পাওয়ার পয়েন্ট = কিছু ভিডিওর মত উপস্থাপনের জন্য। 

আর এক্সেল অর্থ ছড়ানো পাতা। যেহেতু এই সফটয়ারে হাজার হাজার পেজ থাকে হিসাবের জন্য তা এর নাম দেয়া হয়েছে ।

মাইক্রোসফট এক্সেল এর কাজ কি?

জানেন কম্পিউটার একটি গণনা যন্ত্র ও মাইক্রোসফট এক্সেল দ্বারা এর অনেক জটিল অংক মুহুর্তে সমাধান করা যায়, লাখ লাখ কোটি কোটি পরীক্ষার রেজাল্ট তৈরী  করা হয় মাইক্রোসফট এক্সেল শীটে । সবই করতে হয় নির্দিষ্ট কিছু ফর্মুলা বসিয়ে,  যার এক্টায় ভুল হইলে সবগুলা বা কয়েকটা ভুল ফলাফল দেখা যায়। আমার কয়েকটি পর্ব থাকবে প্রাথমিক অংক তথা  মাইক্রোসফট এক্সেল এ যোগ, বিয়োগ, গুণ ও ভাগ কিভাবে করা যায় তা নিয়ে।  

মাইক্রোসফট এক্সেল কিভাবে ওপেন করবেন?

আমি কয়েকটা সফটয়ার এ কাজ করেছি, ২০০৩ তেমন ভালোনা, অফিস ২০০৭, অফিস২০১০ বা অফিস ২০১৩ নিতে পারেন। এতে ভালো কাজ করা যায় , তা ডাউনলোড  না করে কারো কাছে পেন্ড্রাইভ নিয়ে আনতে পারবেন, ইন্সটাল্ল করে দেখবেন অনেক (আমার বলা সব পাচ্ছেন) সেখানে থেকে মাইক্রোসফট এক্সেল নামক  আইকন টি ওপেন করুন। 

কিছুক্ষণ অপেক্ষাকরুন, দেখবেন এরকম আসবে, কোন দিকে কতটি ঘর আছে তা ামি লিখে দিয়েছি, মোট ঘর প্রথমে ছিলো ১৩৫ টি যার বর্তমান সংখ্যা ৩২০০০ এর উপর। আমি + দিয়েছি কারণ আপডেট ভার্সনে বেশী থাকে। তবে কম্পউটার পরীক্ষার জন এগুলো লিখতে হয়।

চেষ্টা করতে থাকুন আগামী পর্বে অংক ফর্মুলা গুলো শূরু হবে।



এক্সেল সব পর্বের ভিডিও টিউটোরিয়াল একত্রে পেতে ফলো করুন এই লিংক 

মনে রাখবেন, টিউটোরিয়ালে কাজ দেখানো হয়, ইনফরমেশন থাকে লেখা টিউনে। তাই উভয় ই ফলো করুন।



7 thoughts on "নতুনদের জন্য পোস্টঃ শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ১]"

    1. Md Khalid Author Post Creator says:
      ai ai jinish to onek kaj , 1 year au sesh hoyna,…….. but jog biyog guun vaag er ta inshallah 7 dinee sesh hobe…. thank u for question
  1. kawsar Contributor says:
    Ami ekta app link dissi jeitate shobtheke beshi income dewar chesta kore বাংলাদেশেও পাবেন
    ?https://goo.gl/5Kzm4b?
    1. Md Khalid Author Post Creator says:
      misa kotha
  2. kawsar Contributor says:
    vai apni ki computer engineer naki computer training course korsen!!!?
    1. Md Khalid Author Post Creator says:
      kaj gulo valo lage interesting o, ta onnoke sekhate valo lage ja jani o upokari mone hoy
  3. SK Shimul Sorker Contributor says:
    সাধারণ জিনিসে অসাধারণ টাইটেল দেন

Leave a Reply