গত পোস্টে আমরা কিভাবে Mediatek ডিভাইসের Auto Twrp Recovery অটো পোর্ট করতে হয় সেইটা দেখেছি এবং পোর্টও অনেক সহজ ছিল।
আজ খুব সহজেই যেকোনো মিডিয়াটেক ডিভাইসের (Mediatek MTK) জন্য আপনার পিসিতে খুব সহজেই MTK Drivers সঠিকভাবে ইনস্টল করবেন।
## চলুন শুরু করা যাক।
সবার আগে,
আপনার ফোন Mediatek MTK কিনা কিভাবে বুঝবেন?
## প্রথমে CPUZ এপটি ইনস্টল করে ওপেন করেন। প্রথমেই উপরে Mediatek লেখা পাইলে বুঝবেন আপনার ফোন মিডিয়াটেক। অথবা আপনার ফোনের চিপসেট Mt6572/Mt6592/Mt65.. অর্থাৎ (MT) থাকলেই মিডিয়াটেক।
Arm Cortex, Spreadtrum, Snapdragon লেখা থাকলে, দুঃখিত! এই পোস্টটি আপনার জন্য নয়। �
কেন এই MTK ড্রাইভার ইনস্টল করতে হবে? Why?
## মূলত, আপনার ফোন যদি MTK চিপসেটের হয় তাহলে আপনার পিসিতে আপনার ফোনটি ডিটেক্ট করার জন্য অবশ্যই MTK Driver এরই প্রয়োজন হবে।
## আর PDAnet এর মাধ্যমে আপনার ফোনের জন্য অটোমেটিক সঠিক MTK ড্রাইভার ইনস্টল করতে পারবেন।
## যখন আপনি Adb Command, Fastboot Mode, Spflashtool, MTKDroidtools ইত্যাদিতে কাজ করবেন তখন এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যা যা লাগবেঃ
## MTK ফোন।
## Usb Cable
## Windows PC (নেট কানেকশন সহ)
যা যা করতে হবেঃ
## প্রথমেই আপনার ফোনের USB Debugging টা অন করে নিন।
## PDANet Driver.exe ডাবল ক্লিক করে Launch করুন।
## “I Accept the agreement” এ ক্লিক করে Next দিন।
## আবার Next দিন।
## আবারও Next দিন।
## এবার অপশন থেকে Others এ ক্লিক করে Ok দিন।
## নিচেরমত উইন্ডো আসলে Install এ ক্লিক করুন।
## এবার USB Cable এর মাধ্যমে আপনার ফোন পিসিতে কানেক্ট করুন
## আপনার কিছু করতে হবে না। অটোমেটিক ইনস্টল শুরু হয়ে যাবে।
## ইনস্টল শেষ হলে, Finish এ ক্লিক করেন।
## ধন্যবাদ।
?????????????????????????????????????☔
## by Riadrox
Email: [email protected]
Facebook: fb/myself.riadrox
তাছাড়াও পিক এ কোনো কপিরাইট দেওয়া নাই। তাই ক্রেডিট কেন দিতে হবে। আর সম্পূর্ণই নিজ হাতে লেখা। পড়ে দেখছেন নতুন কি এড করা হয়েছে? আবারও আবাল বলতে হচ্চে সরি। ?
bebohar thik korun apnar
ধন্যবাদ।
খারাপ ব্যবহার এবং মানহীন পোষ্ট করার অভিযোগ।
এমতাবস্থায় আমাদের সন্দেহ হচ্ছে যে আইডি হ্যাক/অন্যকেউ ব্যবহার করছে।
পুরাতন মালিকের সাথে বর্তমানের তেমন একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছেনা।