আজ আপনাদের সাথে ছোট একটা ট্রিক শেয়ার করবো , আশা করি সবার ভাল লাগবে । টাইটেল দেখে তো সবাই বুঝে গেছেন যে এই পোস্ট এ কি ট্রিক দেখাতে যাচ্ছি । তো কথা না বাড়িয়ে কাজের কথাই আসি , আপনার ডেক্সটপ এর walpaper ভিডিও সেট করতে হলে আপনার পিসি তে “VLC Media” প্লেয়ার লাগবে । আমরা যারা পিসি ব্যাবহার করি তারা সবাই কম বেশি এই প্লেয়ার এর সাথে পরিচিত, উইন্ডোজ এর অন্যতম একটি প্লেয়ার ।
তো কথা না বারিয়ে আমরা কাজ শুরু করি । প্রথম এ যে কোন একটি ভিডিও ভিএলসি প্লেয়ার এ ওপেন করেন ।
এবার উপরে “video” তে ক্লিক দেন ।
ভিডিও তে ক্লিক দেয়ার পর স্ক্রীনশট এর মত “Sat as walpaper” এ ক্লিক দেন ।
ব্যাস দেখেন ওয়ালপেপার এ ভিডিও সেট হয়ে গেছে ।
ভিএলসি টা মিনিমাইজ করুন । এবার দেখুন ……………।।
এবার আবার ওয়ালপেপার এ ভিডিও সরাতে চাইলে স্ক্রীনশট এর মত কাজ করুন ।
ব্যাস কাজ শেষ । আজ এ পর্যন্তই ………। দেখা হবে পরের কোন পোস্ট এ । কোন পব্লেম হলে কমেন্ট এ জানান ।
5 thoughts on "আপনার ডেক্সটপ এর walpaper ভিডিও সেট করুন খুব সহজ এ “VLC Media” প্লেয়ার দিয়ে ।"