আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি

বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমার পোস্টটা হলো কিভাবে আপনি আপনার windows এর ডিফল্ট নোটিফিকেশন সাউন্ড চেন্জ করবেন?

বিস্তারিত পোস্টঃ
প্রথমেই আপনি নিচের ধাপ গুলো ক্রমান্বয়ে অনুসরণ করুন তাহলে ডিফল্ট নোটিফিকেশন সাউন্ড চেন্জ করতে পারবেন।

★ধাপ ১
প্রথমেই আপনাকে control panel এ যেতে হবে।
Control panel এ যেতে সার্চ বক্সে “control panel” লিখে কন্টল পেনেলে যেতে পারেন আবার windows এর ওয়ালপেপারের উপর রাইট ক্লিক করে কন্টল পেনেলে যেতে পারেন, নিচের স্কিনশটের মতো।

★ ধাপ ২
এবার কন্টল পেনেলে চলে আসার পর সার্চ বক্সে sound লিখে enter চাপুন। এবং চিত্রে উপরে দেখানো Sound অপশনে ক্লিক করুন।

★ ধাপ ৩
Sound অপশনে ক্লিক করার পর নতুন একটি window ওপেন হবে sound নামের। সেখানে playback, recording, sounds, communications ইত্যাদি লেখা থাকবে আপনি ওখান থেকে sounds এ ক্লিক করবেন।
তারপর নিচে ছকের ভিতরে Notification
এ ক্লিক করে তারপরে আবার নিচে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করুন।

ড্রপডাউন অ্যারোতে ক্লিক করার পর আপনি অনেক গুলা নোটিফিকেশন সাউন্ড দেখতে পারবেন সেখান থেকে আপনার ইচ্ছা মত একটি সিলেক্ট করুন।

★ধাপ ৪
আপনি নতুন কোনো নোটিফিকেশন সাউন্ড সিলেক্ট করেন তাহলে নিচের স্কিনশটের মতো Test বাটনে ক্লিক করে test করে নিবেন। এবং পছন্দ মতো সাউন্ড সিলেক্ট করার পর apply টিপে ok ক্লিক করুন।

আর আপনি এইভাবেই চেন্জ করতে পারবেন।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
★যদি কোনো সমস্যা বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন নিম্নউক্ত মাধ্যমেঃ
★Email: [email protected]

.
★Facebook
আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে

6 thoughts on "কিভাবে আপনি আপনার windows এর ডিফল্ট নোটিফিকেশন সাউন্ড চেন্জ করবেন দেখে নিন। বিস্তারিত পোস্টে।"

  1. Sahariaj Author says:
    এটাই খুজতেছিলাম
    1. Akash101 Author Post Creator says:
    1. Akash101 Author Post Creator says:
      ধন্যবাদ,, সুন্দর মন্তব্যের জন্য।
  2. atikraz Contributor says:
    win 7 ও এভাবেই?
    1. Akash101 Author Post Creator says:
      try koren,!

Leave a Reply