আমি Torrent সম্পর্কে ট্রিকবিডি তে সার্চ করলাম। সেখানে অবশ্য কয়েকটি পোস্ট পেলাম।

তবে আমি আজ যে পোস্ট টি করলাম, এটা সম্পর্কে তেমন কোনো পোস্ট দেখলাম না। তাছাড়া আমি মনে করি এক পোস্ট দীর্ঘদিন পরে দ্বিতীয় বার হলে সমস্যা না হওয়ারই কথা। কারন কম্পিউটার নিয়ে তেমন একটা পোস্ট দেখা যায় না। তাছাড়া অনেক বিষয় প্রয়োজন হয়, যেগুলো হয়তো অনেক আগে পোস্ট করা আছে। কিন্তু ঠিক ভাবে সার্চ না করতে পারার জন্য প্রয়োজনীয় পোস্ট টি হয়তো খুঁজে পেলাম না। তবে এক্ষেত্রে কপি পোস্ট না হলেই হলো।

যাইহোক,

বেশ কিছুদিন আগে থেকেই আমি Adobe After Effects সফটওয়্যার টি খুঁজছিলাম। কিন্তু ফাইল টা অনেক বড় তো, তাই পেতে খুব কষ্ট হয়েছিলো।

তাই টোরেন্ট এর সাহায্য নিলাম। আপনি চাইলেউ তোরেন্ট থেকে যে কোনো সফটওয়্যারের ক্র্যাক সহ ডাউনলোড করে নিতে পারেন।



(01. Torrent সম্পর্কে ভালো ভাবে জানতে চাইলে ভাই এর পোস্ট টি দেখে নিতে পারেন।

এবং আন্ড্রয়েডে UC Mini দিয়ে টোরেন্ট)



 

আমি বেশ কিছু টোরেন্ট সাইটের নাম নিচে দিয়ে দিলাম।

01. The Pirate Bay

02. TorrentDownloads

03. LimeTorrents

04. Zooqle

05. EZTV.ag

06. 1337x

07. YTS.am

08. Torrentz2

09. NYAA.si

10. RARBG

 

01 নাম্বার সাইট টা থেকেই আমি ডাউনলোড করি। ডাউনলোড শুরু করতে চাওয়ার আগে একটা টোরেন্ট ডাউনলোডার Install রাখবেন কম্পিউটারে।

চাইলে নিচের সফটওয়্যার টি নিতে পারেন।

2.7 MB

 

আচ্ছা চলুন একটা সফটওয়্যার ডাউনলোড চাপানো যাক।

প্রথমে যে কোনো একটা টোরেন্ট সাইটে প্রবেশ করুন।

আমি ১ নাম্বার ওয়েবসাইটে প্রবেশ করছি।

তারপর সার্চ বক্সে আপনার কাঙ্ক্ষিত সফটওয়ার টির নাম লিখুনঃ

খেয়াল রাখবেন, বানান যেনো ভুল না হয়।

টোরেন্ট কিন্তু গুগল মামা-র মত না, যে ভাগ্নের ভুল কথার সঠিক উত্তর দিবে। তাই সঠিক বানান লিখে সার্চ না করলে কিন্তু ফাইল টি পাবেন না। তাই সঠিক বানান লিখে সার্চ করবেন।

কাঙ্ক্ষিত ফাইল টির নাম লেখার পর, সার্চ এ ক্লিক করার আগে আপনি কোন ফাইল চাচ্ছেন সেটাতে মার্ক করবেন।

 

 

করে তারপরে সার্চ করবেন।

দেখুন নিচে কিছু ফাইল এসেছে । আমি যা লিখে সার্চ করলাম তার সাথে মিল করে।

এর ভিতর থেকে আপনার পছন্দের ফাইল টি তে ক্লিক করুন ডাউনলোড করার জন্য।

তবেযে ফাইল টির SE সবছে বেশি, সেটাই ডাউনলোড করার চেষ্টা করবেন।

 

তারপর Get this torrent এ ক্লিক করুন।

তারপর দেখুন একটা কমান্ড ফাইল এসেছে। যা আপনাকে নির্দেশ করছে আপনার কাঙ্ক্ষিত ফাইল টি কোনো এক টোরেন্ট সফটওয়ার দ্বারা ডাউনলোড শুরু করার জন্যে।

এখানে Open Link এ ক্লিক করুন। দেখুন আপনার ইন্সটল করা টোরেন্ট সফটওয়্যার টি ওপেন হয়েছে।

 

ডাউনলোড শুরু করার আগে আপনি কোথায় ফাইল টি ডাউনলোড করতে চান, সেই লোকেশন সিলেক্ট করতে পারবেন। আর ফাইল টির সাইজ তো দেখতে পাবেন ই।

এতক্ষনে ফাইল টি ডাউনলোড শুরু করার জন্য OK তে ক্লিক করুন।

দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে।





তাহলে আর কি?

আসলে আমি অনেক দিন ঘুরেছিলাম সফটওয়্যার টি ডাউনলোড করার জন্য। এখন পেরেছি। তাই আপনাদের সাথেও শেয়ার করেছি।

ভাবলাম এমন অনেকেই আছে। যারা হয়তো এখনো ফাইল টি ডাউনলোড করতে পারেনাই। আর ভিডিও এডিট করার মজা টা ও পাচ্ছে না। তাই।

ট্রিকবিডি তে ১০০ মেগাবাইটের বেশি সাইজের বড় ফাইল আপলোড করা যায় না। তা না হলেই এখানেই After Effect সফটওয়্যার টি আপলোড করে দিতাম।

যাইহোক,

আজ আর নয়।

আবার অন্য কোনো পোস্ট নিয়ে হাজির হবো শীঘ্রই। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন।

আল্লাহ হাফেজ।





আমার ইউটিউব চ্যানেলঃ- etc Search – YouTube

(Thanks For 1.5k+ sUbScRiBeS)





My Facebook

8 thoughts on "[For_PC]-Adobe After Effects সফটওয়্যার। Torrent থেকে।"

  1. iyajuddin Contributor says:
    Google drive a upload dia link ta dan
    1. Tuhin Author Post Creator says:
      googlw a file rakha jabe na. google delete kore dibe
  2. mjr-shahed Contributor says:
    File size kto???????
    1. Tuhin Author Post Creator says:
      screenshot gulo dekhun
  3. samiul islam Contributor says:
    file size koto ……
    ar download link den….
    1. Tuhin Author Post Creator says:
      screenshot gulo dekhun. bujhben
    1. Tuhin Author Post Creator says:
      tnx

Leave a Reply